বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

কিভাবে ঘটলো অটোমান সাম্রাজ্যের পতন


উত্থানের পর পতন। প্রকৃতির এ শাশ্বত নিয়মকে কেউ অতিক্রম করতে পারে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অটোমান সাম্রাজ্যের ক্ষেত্রেও একথা সত্যি। আধুনিক তুরস্ক ছাড়া অটোমান সাম্রাজ্যের আর কোনো স্মৃতি অবশিষ্ট নেই। ১২৯৯ থেকে ১৯২২ সাল পর্যন্ত ৬ শো বছরের অধিক এ সাম্রাজ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ ভূখন্ড শাসন করেছে। অমুসলিম ইউরোপে একমাত্র মুসলিম শক্তি হিসেবে টিকে থাকা ছিল অটোমানদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। আয়তনে এ সাম্রাজ্য ছিল আব্বাসীয় সাম্রাজ্যের সমকক্ষ এবং মুসলিম বিশ্বের বহু বৈরি অংশ এ সাম্রাজ্যের অধীনে ঐক্যবদ্ধ হয়। এতবড় বিশাল সাম্রাজ্য পরিচালনা করা কঠিন হয়ে ওঠে। প্রশাসনিক চাপে এ সাম্রাজ্য ভেঙ্গে পড়ে।  ষোড়শ শতাব্দীতে অটোমান সাম্রাজ্য অস্তাচলে যাত্রা করে। অটোমান সৈন্যবাহিনীর পরিপূর্ণ পরাজয়ের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। যুদ্ধে পরাজয়ের পরিণামে এ সাম্রাজ্যের ব্যবচ্ছেদ ঘটানো হয়। চার বছরের চরম বিশৃঙ্খলা এবং লড়াইয়ের পর আনাতোলিয়া, থ্রেসের পূর্বাঞ্চলের একটি ক্ষুদ্র ভূখন্ড, উত্তর ইস্তাম্বুল এবং ব্রিটিশ ও ফরাসিদের নিয়ন্ত্রিত পাঁচটি নয়া নির্ধারিত ভূখন্ড নিয়ে আধুনিক তুরস্কের উত্থান ঘটে। ১৯২২ সাল নাগাদ অটোমান সুলতানরা শাসন ক্ষমতায় থাকলেও সীমান্ত রক্ষায় পশ্চিমে হ্যাবসবার্গ এবং পূর্ব দিকে সাফাভি পারস্যের সঙ্গে তাদের লড়াই করতে হয়েছে। এসব লড়াইয়ে অটোমানদের ইউরোপীয় ও আরব প্রদেশগুলো খোয়াতে হয়। ঊনিশ শতকে ফরাসি সৈন্যরা মাগরিব (উত্তর আফ্রিকা) দখল করে নেয় এবং ১৮৩০ সালে গ্রীস স্বাধীনতা অর্জন করে। প্রথম বিশ্বযুদ্ধ শেষে স্বাক্ষরিত চুক্তিগুলো অটোমান সাম্রাজ্যের অস্তিত্বে শেষ পেরেক ঠুকে দেয়। রাতারাতি পৃথিবীর দীর্ঘস্থায়ী এ সাম্রাজ্য ভেঙ্গে যায়নি। শত শত বছরের অবক্ষয় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ২০০০ সালের ২৯ জানুয়ারি লন্ডনের দ্য টেলিগ্রাফের একটি রিপোর্টে অটোমান সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে আলোচনা করা হয়েছে। রিপোর্টে বলা হয়, কেউ কখনো ভাবতে পারেননি যে, বিংশ শতাব্দীর শুরুতে মাত্র ২০ বছরের মধ্যে বিশ্বের বৃহত্তম চারটি সাম্রাজ্য জার্মান, রুশ, হ্যাবসবার্গ ও অটোমান সাম্রাজ্য বিস্মৃতির অতলে তলিয়ে যাবে। রিপোর্টে এ সাম্রাজ্যের পতনের জন্য অনেকগুলো কারণ উল্লেখ করা হয়। যেসব কারণ অটোমান সাম্রাজ্যের অবনতি ও অবক্ষয় ডেকে এনেছে নিচে সেগুলো একে একে আলোচনা করা হলো:
 
জার্মানির সঙ্গে জোট গঠন
জার্মানিকে মিত্র হিসেবে বেছে নেয়ায় অটোমান সাম্রাজ্য অর্ধ-শতাব্দী ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অটোমান সরকার শুধুমাত্র জার্মানির সহায়তার ওপর নির্ভর করতে পারতো। জার্মানির বন্ধুত্ব ছিল সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জন্য ব্রিটিশ ও ফরাসি হস্তক্ষেপের বিরুদ্ধে একটি সুবিধাজনক বিকল্প। ১৯০২ সালে জার্মানিকে ৯৯ বছরের জন্য বার্লিন-বাগদাদ রেললাইন নির্মাণের অনুমতি দেয়া হয়। জার্মানি অটোমান অর্থনীতিতে বিনিয়োগ করে এবং জার্মান অফিসাররা অটোমান সৈন্যদের প্রশিক্ষণ দিতো এবং সৈন্যবাহিনীতে কমান্ড পোস্টে অধিষ্ঠিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অব্যবহিত পরে ১৯১৪ সালের ২ আগস্ট অটোমান-জার্মান গোপন চুক্তি অনুমোদন করা হয়। পতনোন্মুখ অটোমান সামরিক বাহিনীকে শক্তিশালী ও আধুনিকীকরণ এবং পার্শ্ববর্তী ব্রিটিশ উপনিবেশগুলোতে জার্মানিকে নিরাপদে প্রবেশের সুযোগদানে এ চুক্তি করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে অটোমান সাম্রাজ্যের অবস্থা ছিল খুবই শোচনীয়। উপর্যুপরি যুদ্ধে দেশটি ভূখ-ের পর ভূখ- হারায়। অর্থনীতি ভেঙ্গে পড়ে এবং জনগণের মনোবল ভেঙ্গে যায় এবং ক্লান্ত হয়ে পড়ে। অটোমান সাম্রাজ্য এ পরিস্থিতি থেকে মুক্তি এবং সংস্কার চালিয়ে যেতে চাইছিল। কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় দেশটি সেই সুযোগ পায়নি। যুদ্ধে অটোমান সাম্রাজ্যের পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব ছিল না। কোনো না কোনো পক্ষের সঙ্গে যোগদান করা ছাড়া তাদের গত্যন্তর ছিল না। কেননা ইতালি-তুর্কি যুদ্ধ এবং বলকান যুদ্ধে দেশটি পুরোপুরি দেউলিয়া হয়ে যায়। তাদের মানসম্পন্ন পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি ছিল না। নতুন নতুন অস্ত্র ক্রয়ের সামর্থ্য ছিল না। এমন নাজুক পরিস্থিতিতে জার্মানির সঙ্গে জোট গঠন করা ছিল একমাত্র বিকল্প।

আরব জাতীয়তাবাদ 
আরব জাতীয়তাবাদ অটোমান সাম্রাজ্যের ভাঙ্গনের জন্য অনেকাংশে দায়ী। সাম্রাজ্যবাদী গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের সম্মিলিত দিকনির্দেশনায় আরব বিদ্রোহ সংঘটিত হয়। তাদের লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্যকে ভেঙ্গে দিয়ে মুসলিম মধ্যপ্রাচ্যকে গ্রাস এবং আরবদের সহায়তায় প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ। আরব বিদ্রোহ শুরু না হলে অটোমান সৈন্যরা মিসরে সুয়েজ খালে ব্রিটিশদের ওপর ঝাঁপিয়ে পড়তো। সুয়েজ খালে অটোমান হামলার আশঙ্কা দূর করতে চতুর ব্রিটিশ সরকার  মরুচারী আরবদের একটি সাম্রাজ্য দানের প্রতিশ্রুতি দেয়। ব্রিটিশ ও ফরাসিরা তাদের লক্ষ্য অর্জনে সফল হয়। অস্ত্র ও অর্থের যোগান দিয়েছিল ব্রিটেন ও ফ্রান্স। মিসর থেকে ব্রিটিশ সৈন্যরা আরব বিদ্রোহে যোগ দেয়। বানু হাশেম গোত্রের মক্কার শেরিফ হোসেন বিন আলী সাম্রাজ্যবাদীদের বহন হিসেবে কাজ করেন। তার ও তার চার পুত্রের কাঁধে পা রেখে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের নীলনকশা বাস্তবায়ন করে। মুসলিম অটোমানরা হয়ে যায় আরবদের কাছে বিদেশি এবং শত্রু। অন্যদিকে সুদূর ইউরোপের বিধর্মী ব্রিটিশ ও ফরাসিরা হয়ে যায় মুসলিম আরবদের মিত্র। মুসলিম ঐক্যকে বিনষ্ট করার জন্য আরবদের মধ্যে পাশ্চাত্যের ধ্যান ধারণায় লালিত জাতীয়তাবাদের বীজ বপন করা হয়। বিদেশি আধিপত্যের বিরুদ্ধে লড়াই জাতীয়তাবাদের মূল বৈশিষ্ট্য। কিন্তু আরব জাতীয়তাবাদে এ ধরনের উপাদানের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। একটি বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আরবরা অন্য কয়েকটি বিদেশি শক্তির সহায়তা গ্রহণ করেছে। তারা চিরাচরিত মুসলিম ঐক্যের অবিনাশী আদর্শকে বিসর্জন দিয়ে ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়। কোনো জাতির স্বাধীনতা অর্জনের অধিকারকে অস্বীকার করা যায় না। কিন্তু অশুভ বিদেশি শক্তির সহায়তা ও দিকনির্দেশনায় স্বাধীনতা অর্জনের মধ্যে কোনো গৌরব নেই। বিদেশি শক্তির সহায়তায় স্বাধীনতা অর্জন করলে কখনো মাথা তুলে কথা বলা যায় না। জাতির মানসিকতায় হীনমন্যতার ছাপ পড়ে। সৌদি আরবের আচরণে একথা স্পষ্ট হয়ে যায়। ব্রিটিশরা যে সময় আরবদের স্বাধীনতা অর্জনে আদাজল খেয়ে লেগেছিল, সে সময় ভারতবর্ষসহ পৃথিবীর এক বিরাট অংশ ছিল তাদের ঔপনিবেশ।    

প্রথম বিশ্বযুদ্ধ 
অটোমান সাম্রাজ্যের পতনের জন্য প্রথম বিশ্বযুদ্ধ প্রথমে দায়ী। এ বিধ্বংসী যুদ্ধ না হলে টিম টিম করে হলেও অটোমান সাম্রাজ্য টিকে থাকতো। প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রপক্ষ অটোমান সাম্রাজ্য ভাগাভাগি করে। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও অস্থিরতা এ সাম্রাজ্যের ভাঙ্গনকে ত্বরান্বিত করে। একইসঙ্গে অটোমান সালতানাতের বিলুপ্তি ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের পর এ অবিস্মরণীয় রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং ১৯১৮ সালের নভেম্বরে ব্রিটিশ, ফরাসি ও ইতালীয় সৈন্যরা কন্সটান্টিনোপল দখল করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধকালে মিত্রশক্তি কয়েকটি চুক্তির মাধ্যমে অটোমান সাম্রাজ্য ভাগাভাগির পরিকল্পনা করে। এসব চুক্তি ও সমঝোতার মধ্যে উল্লেখযোগ্য হলো সাইকস-পিকোট চুক্তি, বেলফোর ঘোষণা, সেভার্স চুক্তি, লাউসেন চুক্তি এবং হোসেন-ম্যাকমোহন পত্রবিনিময়। সাইকস-পিকোট চুক্তির বাইরে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে আরেকটি চুক্তি হয়। ১৯১৫ সালের মার্চে ব্রিটেন ও রাশিয়া এ গোপন চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়া অটোমান সাম্রাজ্যের রাজধানী কন্সটান্টিনোপল, ভূমধ্যসাগরের সঙ্গে কৃষ্ণসাগর সংযোগকারী দার্দানেলিস প্রণালী এবং গ্যালিপলি উপত্যকার নিয়ন্ত্রণ লাভ করে। বিনিময়ে রাশিয়া তেল সমৃদ্ধ মেসোপটেমিয়া অঞ্চলসহ মধ্য পারস্য এবং অটোমান সাম্রাজ্যের বাদবাকি অংশের ওপর ব্রিটেনের নিয়ন্ত্রণ মেনে নিতে সম্মত হয়। রাশিয়ার সঙ্গে ব্রিটেনের  গোপন চুক্তি হওয়ার এক বছরের অধিক অতিক্রান্ত হলে সাইকস-পিকোট চুক্তি স্বাক্ষরিত হয়। একটি ক্ষুদ্র প্রতিনিধি দলের নেতা পিকোট সিরিয়ায় ফ্রান্সের নিয়ন্ত্রণ কায়েমে বদ্ধপরিকর ছিলেন। তার অনমনীয়তার জবাবে সাইকস এ অঞ্চলে ভারসাম্য প্রতিষ্ঠায় ব্রিটেনের দাবি উত্থাপন করেন। চুক্তিতে ভবিষ্যতে আরব জাতীয়তাবাদের উত্থানকে মূলত উপেক্ষা করা হয়। অথচ সে সময় যুদ্ধে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় লাভে ব্রিটিশ সরকার ও সামরিক বাহিনী আরব জাতীয়তাবাদকে উস্কে দিচ্ছিল। ১৯২০ সালের ১০ আগস্ট ত্রিপক্ষীয় আঁতাত, সেন্ট্রাল পাওয়ার্স ও অটোমান সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত সেভার্স চুক্তিতে অটোমান সাম্রাজ্যের ভাগাভাগি ও ব্যবচ্ছেদ ঘটানো হয় এবং কার্যত তুরস্কের সার্বভৌমত্ব বিলুপ্ত করা হয়। চুক্তিতে অটোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। ইউরোপের ‘রুগ্ন ব্যক্তি’কে খ- বিখ- করা হয়।

অযোগ্য সুলতান
সোলেমান দ্য ম্যাগনিফিসেন্টের রাজত্বকাল অটোমান সাম্রাজ্যের গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত। বিংশ শতাব্দীর বহু গবেষক বলছেন যে, ১৫৬৬ সালে সুলতান সোলেমানের মৃত্যুর মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্যের ক্ষয় এবং উল্লেখযোগ্য পরিমাণ নতুন সম্পদ হস্তগত না হওয়ায় সাম্রাজ্যে অধঃপতন শুরু হয়। সুলতান সোলেমানের আমলেই এ সাম্রাজ্যের অবনতির লক্ষণ ফুটে উঠতে শুরু করে। তিনি বিনা প্রমাণে বিদ্রোহের অভিযোগে জ্যেষ্ঠ পুত্র শাহজাদা মোস্তফা ও চতুর্থ পুত্র শাহজাদা বায়েজীদকে মৃত্যুদ- দেন। তার তৃতীয় পুত্র শাহজাদা মেহমেদও প্রাসাদ ষড়যন্ত্রে মৃত্যুবরণ করেন। তিনজন শাহজাদার অকাল মৃত্যুতে অটোমান সাম্রাজ্য বড় ধরনের একটি ধাক্কা খায়। উচ্ছৃঙ্খল সৈন্যরা নিজেদের খেয়াল খুশি মতো উজিরে আজম নিয়োগ করতো। এমনকি তারা সুলতান প্রথম উসমানকে হত্যা করে। প্রাসাদ ষড়যন্ত্র, দুর্নীতি ও প্রাদেশিক বিদ্রোহে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। সুলতানরা ছিলেন দুর্বল ও অধঃপতিত। তারা রাষ্ট্রীয় বিষয়ে উদাসীনতা প্রদর্শন করতেন এবং হেরেমে তাদের সময় কাটাতেন। কোনো সুলতানের মৃত্যু হলে নরকের দ্বার খুলে যেতো এবং সকল রীতি নীতি বিসর্জন দিয়ে একজন শাহজাদা সিংহাসন দখল করতেন। দ্বিতীয় সেলিম সুলতান সোলেমানের উত্তরাধিকার লাভ করেন। তিনি ছিলেন সোলেমানের সর্বশেষ জীবিত একমাত্র পুত্র। দ্বিতীয় সেলিম স্বর্ণ নির্মিত পানপাত্রে মদপান করতেন। ১৫৬৬ সালে সিংহাসনে আরোহণের সময় তার প্রথম কাজ ছিল সাইপ্রাস দখল। তাই সাইপ্রাসের তৈরি মদ তার প্রিয় হয়ে ওঠে। সাইপ্রাস দখলে লিপান্টো যুদ্ধ হয়। দ্বিতীয় সেলিম কুৎসিত ও রুক্ষ মেজাজের ছিলেন। তাকে এক শো বামুনের একটি দেহরক্ষী ঘেরাও করে রাখতো। ক্ষুদে তরবারি সজ্জ্বিত এসব বামুনের পরনে থাকতো সোনালী পোশাক। 
    দ্বিতীয় সেলিমের পুত্র তৃতীয় মুরাদ রাজনীতিতে তত বেশি আগ্রহী ছিলেন না। তিনি তোপকাপি প্রাসাদের অভ্যন্তরে হেরেমের আয়তন বৃদ্ধিতে তার শক্তি ক্ষয় করেন এবং ইউরোপে তিনি কামুক হিসেবে পরিচিত হয়ে উঠেন। ১৬৯৫ সালে মৃত্যুর আগে তৃতীয় মুরাদের ২০ পুত্রের মধ্যে ১৯ জনকে হত্যা করা হয়। অবশিষ্ট পুত্র তৃতীয় মেহমেদ ষড়যন্ত্র ও চক্রান্ত ছাড়া সিংহাসনে বসেন। তৃতীয় মেহমেদকে খাৎনা করানো হলে ৫২ দিন পর্যন্ত অনুষ্ঠান চলে। ১৬৩৩ সালে সুলতান চতুর্থ মুরাদ ধূমপানের জন্য মৃত্যুদ-ের পরিবর্তে ধূমপান বিরোধী প্রচারণা জোরদার করেন। তার পিতা সুলতান প্রথম আহমদ ধূমপানের পাইপ দিয়ে নাক ছিদ্র করে ধূমপায়ীদের শাস্তি দিতেন। চতুর্থ মুরাদ যুদ্ধক্ষেত্রে গোপনে অটোমান সৈন্যদের কার্যকলাপ লক্ষ্য করতেন এবং ধূমপানের জন্য শিরñেদ, ফাঁসি কিংবা আটক রাখতেন। মনোভাব ভালো থাকলে তিনি হাত-পা ভেঙ্গে অপরাধীদের মুক্তি দিতেন। তার সম্পর্কে প্রজাদের ভাবনা জানার জন্য তিনি ছদ্মবেশে ঘুরতেন। এক হিসাবে বলা হয়, তার আমলে ধূমপান বিরোধী প্রচারণাকালে ২৫ হাজারের বেশি ধূমপায়ীকে হত্যা করা হয়। মৃত্যুদ-ের বিধান থাকায় ধূমপায়ীরা গোপনে ধূমপান করতো। ১৪ বছর পর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তৃতীয় সেলিম ফরাসি মডেলে সামরিক স্কুল চালু করেন। তিনি ধারণা করছিলেন যে, এ ধরনের সামরিক স্কুল অটোমানদের ইউরোপীয়দের সমকক্ষ করে তুলবে। কিন্তু তিনি এবং অন্য অটোমান সুলতানরা বুঝতে ব্যর্থ হন যে, ইউরোপীয় সমাজ, বাণিজ্য ও সরকার ব্যবস্থায় আরো গভীরতর পরিবর্তন সংঘটিত হচ্ছে। পাশ্চাত্যে উন্নতমানের ভ্রাম্যমাণ গোলন্দাজ বাহিনী গড়ে ওঠে। এ ক্ষেত্রে অটোমান সাম্রাজ্য বহু পেছনে পড়ে গিয়েছিল। গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে বলা হয়, ১৭৯৮ সালে সুলতান তৃতীয় সেলিম একটি ধনুক থেকে তীর নিক্ষেপ করলে ৯৭২ গজ (প্রায় এক কিলোমিটার) দূরে গিয়ে পতিত হয়। এই রেকর্ড এখনো কেউ ভাঙ্গতে পারেননি। 

অটোমান ও ইউরোপ 
অটোমানরা একটি শক্তিশালী অবস্থান থেকে বরাবরই ইউরোপীয় রাষ্ট্রগুলোকে মোকাবিলা করতো। তাদের সঙ্গে চুক্তিগুলো সুলতানরা অনুমোদন করতেন। চুক্তিতে অটোমান সুলতানরা বার্ষিক রাজস্ব প্রদানের শর্ত জুড়ে দিতেন। কিন্তু অটোমানদের বুঝতে বিলম্ব হয় যে, ইউরোপের অনুকূলে সামরিক ভারসাম্য ঘুরে যাচ্ছে। তারা ইউরোপীয়দের ব্যবসা-বাণিজ্যের অনুমতি দেন। ইউরোপীয় পণ্যের অনুপ্রবেশে স্থানীয় শিল্প ধ্বংস হয়ে যায় এবং ব্যবসা-বাণিজ্যের ভারসাম্য সাম্রাজ্যের স্বার্থের বিপরীতে চলে যায়। অর্থনৈতিক অনুপ্রবেশের পর ইউরোপীয়রা রাজনৈতিক হস্তক্ষেপ করে। ১৫৩৬ সালে শক্তির শীর্ষে অবস্থান করার সময় অটোমান সাম্রাজ্য স্বেচ্ছায়  ফ্রান্সকে ছাড় মঞ্জুর করে। তবে সে সময় কার্যকর অধীনতামূলক চুক্তিগুলোকে (ক্যাপিচ্যুলেশন সিস্টেম) পরবর্তীকালে অটোমান সাম্রাজ্যের সার্বভৌমত্বের ওপর গুরুত্বপূর্ণ বিধিনিষেধ আরোপে ব্যবহার করা হয়। ব্যাপকভাবে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করা হয় এবং চুক্তির আওতায় বসবাসকারীদের অটোমান আইনের পরিবর্তে সেই দেশের আইনের অধীন করা হয়। এতে মারাত্মকভাবে ন্যায়বিচার লংঘিত হয়। ষোড়শ শতাব্দীর শেষ ৩০ বছর দ্রুত অটোমান সাম্রাজ্যের শক্তির অবক্ষয় দেখা দেয়। ১৫৭১ সালে লিপান্টোর যুদ্ধে স্পেনীয় ও পর্তুগীজ নৌবহরের কাছে অটোমান নৌবহরের পরাজয়ের মধ্য দিয়ে এ অবক্ষয় ধরা পড়ে। কোপরুলু যুগে ভেনিসের কাছ থেকে ক্রীট ও লেমনোস এবং পোল্যান্ড ও রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের বিরাট অংশ দখল করা হয়। কোপরুলু পরিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে পুনরায় অভিযান শুরু করে এবং ভিয়েনার ১২০ কিলোমিটার অভ্যন্তরে অটোমান সীমান্ত নিয়ে যান। ১৬৬৪ সালে হ্যাবসবার্গ রাজধানী দখলে ব্যর্থ চেষ্টা চালানো হয়। অটোমান উজিরে আজম আহমদ কোপরুলু ১৯ বছর স্থায়ী চুক্তির বিনিময়ে বিরাট অঙ্কের রাজস্ব আদায় করেন। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে অটোমান সৈন্যবাহিনী ১৬৮৩ সালের জুলাইয়ে দ্বিতীয়বার ভিয়েনা অবরোধ করে। দুমাস পর পোল্যান্ডের রাজা জান সোবায়েস্কির নেতৃত্বে একটি উদ্ধারকারী বাহিনী ভিয়েনাকে অবরোধমুক্ত করে। ভিয়েনা অবরোধ ছিল ইউরোপে অটোমান সম্প্রসারণের চূড়ান্ত সীমা।

 ভিয়েনায় অটোমানদের দ্বিতীয় অভিযানের ফলাফল
১৬৮১ সাল নাগাদ অটোমান সৈন্যবাহিনীকে শক্তিশালী বলে প্রতীয়মান হচ্ছিল। উজিরে আজম মারজিফনলু কারা মোস্তফা পাশা মধ্য ইউরোপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সাহস দেখান এবং ১৬৮৩ সালের জুলাইয়ে দ্বিতীয়বার ভিয়েনা অবরোধ করেন। স্যাভয়ের ইউজিন কাহলেনবার্গে তুর্কিদের বিরুদ্ধে চূড়ান্ত হামলায় নেতৃত্ব দেন। হ্যাবসবার্গকে সহায়তাদানে তিনি মহিলার ছদ্মবেশে পারিসে পালিয়ে যান। তিনি অটোমান সৈন্যবাহিনীকে ধাওয়া করেন এবং বেলগ্রেডের কাছে জিন্টায় তিসা নদী অতিক্রম করার সময় তাদের ওপর হামলা চালান। বিপর্যয়ের মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয়। ২০ হাজার অটোমান সৈন্য নিহত এবং সরবরাহ ও রসদ বোঝাই ৯ হাজার ঘোড়ার গাড়ি, ৬ হাজার উট এবং নগদ ৩০ লাখ রৌপ্যমুদ্রা ফেলে অবশিষ্টরা পালিয়ে যায়। তুর্কি ঐতিহাসিক এ বিপর্যয়কে একটি দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেন। অটোমান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর এতবড় বিপর্যয় আর কখনো ঘটেনি। ভিয়েনায় দ্বিতীয় পরাজয় ছিল অটোমান সৈন্যবাহিনীর জন্য একটি নয়া অভিজ্ঞতা। এ বিপর্যয়ের মধ্য দিয়ে তাদের দুর্বলতা ও শোচনীয় অবস্থা প্রকাশ হয়ে পড়ে। তারপর একে একে বিপর্যয় ঘটতে থাকে। ইউরোপীয়রা খ্রিস্টান ভূখ- মুক্ত করতে সক্ষম হয় এবং অটোমান ও মুসলিম ভূখ-ে অগ্রযাত্রা করে। রাশিয়া মধ্য এশিয়া দখল করে নেয়। পর্তুগীজরা  দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং বহু মুসলিম বাণিজ্যিক রুট দখল করে। ভিয়েনায় দ্বিতীয় পরাজয় যুদ্ধের একটি নয়া যুগের সূচনা করে। এ যুদ্ধ ১৬৮৩ থেকে ১৬৯৯ সাল পর্যন্ত স্থায়ী হয়। এ সময়কে বলা হয় ‘গ্রেট রিট্রিট।’ হ্যাবসবার্গ সাম্রাজ্য একটি নিয়মিত সৈন্যবাহিনী গঠন করায় ১৬৯৯ সালের মধ্যে হাঙ্গেরী ও সার্বিয়া থেকে অটোমানদের বিদায় নিতে হয়। হ্যাবসবার্গের নিয়মিত সৈন্যবাহিনী সমান শক্তিতে অটোমানদের মোকাবিলা করে এবং এ সৈন্যবাহিনী হাঙ্গেরী ও পূর্ব ইউরোপে তুর্কিদের কাছে হারানো ভূখ- পুনরুদ্ধারে সক্ষম হয়। 
   ১৬৯৯ সালে স্বাক্ষরিত কার্লোভিজ চুক্তিতে প্রতিষ্ঠিত হয় যে, অটোমান সাম্রাজ্য আর কোনো আক্রমণকারী শক্তি নয়। অথচ এ চুক্তির আগ পর্যন্ত এ সাম্রাজ্য তিন শো বছরের অধিক ইউরোপের খ্রিস্টান শক্তিকে ভীতিসন্ত্রস্ত করে রেখেছিল। তখন থেকে অটোমান সাম্রাজ্যকে শক্তিশালী খ্রিস্টান ইউরোপের বিরুদ্ধে লড়াই করতে হয়। হ্যাবসবার্গ সাম্রাজ্য ছিল অটোমান সাম্রাজ্যের অন্যতম প্রধান ইউরোপীয় শত্রু। রুশ জার সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি তুরস্কের বিরুদ্ধে হ্যাবসবার্গের লড়াইয়ে নেতৃত্ব গ্রহণ করে। রুশ জাররা অটোমান রাজধানী কন্সটান্টিনোপলের প্রাচীর কৃষ্ণসাগরে প্রবেশ করতে চাইছিলেন। দুশো বছর লড়াই শেষে রুশ নৌবহর ১৭৭০ সালের জুলাইয়ে চেসমা যুদ্ধে অটোমান নৌবহর ধ্বংস করে দিতে সক্ষম হয় এবং রুশ সৈন্যবাহিনী অটোমান সৈন্যবাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে। পরবর্তী দুই শতাব্দী ক্রমান্বয়ে অটোমান সাম্রাজ্যের সীমান্ত সংকুচিত হয়। রাশিয়া নিস্তার নদীর পশ্চিমে তার সীমান্ত সম্প্রসারণ করে।        
   ১৭১৮ সালের মধ্যে অস্ট্রীয়রা হাঙ্গেরী থেকে তুর্কিদের তাড়িয়ে দেয়। কফির বস্তা ফেলে রেখে তুর্কিরা পিছু হটে। অস্ট্রীয়রা আনন্দের সঙ্গে কফি পান করে। তারই সূত্র ধরে বিখ্যাত ভিয়েনা কফি হাউজ গড়ে ওঠে। ভিয়েনা অবরোধ ব্যর্থ হওয়ার পর অটোমান সাম্রাজ্যকে তুলনামূলকভাবে লঘু হুমকি এবং শক্তিশালী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। তুর্কি প্রভাব ইউরোপীয় ফ্যাশনে রূপান্তরিত হয় এবং হাইডিন, মোর্জাট ও বিটোফেনের মতো অমর সঙ্গীতজ্ঞরা তাদের সঙ্গীতে তুর্কি সুর গ্রহণ করেন।
    ভিয়েনায় দ্বিতীয় পরাজয়ের মধ্য দিয়ে তুর্কিদের মধ্যে আত্মজিজ্ঞাসার একটি নয়া যুগের সূচনা হয়। তারা তাদের নিজস্ব বিধি বিধানের যৌক্তিতকা নিয়ে প্রশ্ন তোলে এবং পাশ্চাত্যের ধ্যান ধারণা ও রীতি নীতির প্রতি আরো আগ্রহ দেখাতে শুরু করে এবং সেসব রীতি নীতি অনুকরণ করতে থাকে। রক্ষণশীলরা  এ আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে। তখন উভয়পক্ষ একমত হয় যে, মূলত প্রযুক্তিতে ইউরোপীয় সংস্কৃতি ধার করা হবে। অটোমানরা রেনেসাঁ ও শিল্প বিপ্লব হাতছাড়া করে এবং প্রযুক্তি ও বিজ্ঞানে পাশ্চাত্যের পেছনে পড়ে যায় এবং গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ লাইনে সমাজ গঠনে ব্যর্থ হয়। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে অটোমান অস্ত্র ও শিল্প কলকারখানা ছিল সেকেলে। অটোমান শহরগুলোতে প্লেগ ও দুর্ভিক্ষ দেখা দিতো। অন্যদিকে ইউরোপীয় শহরগুলোতে পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল এবং এসব রোগ নির্মূল করা হচ্ছিল। ইউরোপীয়রা তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করছিল। তারা ব্যবসা ও শিল্প থেকে অর্জিত অর্থ শক্তিশালী সামরিক বাহিনী ও অর্থনীতি গঠনে ব্যবহার করছিল। পক্ষান্তরে অটোমানরা পুরনো ধাঁচের কৃষিভিত্তিক সমাজে বসবাস করছিল। অটোমান সাম্রাজ্য প্রাথমিকভাবে বাষ্পীয় ইঞ্জিন, রেলরোড, টেলিগ্রাফ, কলকারখানা ও মেশিনগান ব্যবহার করতে জানতো না। তবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার সময় অটোমানরা দেখতে পায় যে, তারা অনেক পেছনে পড়ে গেছে। অস্ত্রশস্ত্র নির্মাণ ও বিজ্ঞান বিষয়ক পরামর্শ দানে ইউরোপীয় বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া হয়। জেনিসারি ব্যবস্থা বিলুপ্ত করা শুরু হয়। সামরিক স্কুলগুলোতে ইউরোপীয় ধাঁচে গণিত, বিজ্ঞান ও ভূগোল শিক্ষাদান করা হয়। ১৭২৮ সালে তুরস্কে প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়।

ইউরোপে অটোমান সাম্রাজ্যের পতন
ভিয়েনা অবরোধ ছিল ইউরোপে অটোমান সাম্রাজ্যের ক্ষমতার সর্বোচ্চ চূড়া এবং এ অভিযান ব্যর্থ হলে অন্যান্য ইউরোপীয় শক্তি পুনরায় হাঙ্গেরী দখলের সুযোগ পায়। অষ্টাদশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যকে পারস্য, পোল্যান্ড, অস্ট্রিয়া ও রাশিয়ার সঙ্গে অনবরত যুদ্ধ করতে হয়। অবমাননাকর কুচুক-কায়নারজা চুক্তির মধ্য দিয়ে ১৭৬৮-৭৪ সালের রুশো-অটোমান যুদ্ধের অবসান ঘটে। এ চুক্তিতে অটোমান কেন্দ্রীয় সরকারকে ক্রিমিয়ায় তাতার খানাত পরিত্যাগ করতে হয়, দানিয়ুব অঞ্চলের প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন মঞ্জুর, অটোমান জলসীমায় অবাধে রুশ জাহাজ চলাচলের সুযোগ এবং রাশিয়াকে বিপুল পরিমাণ যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হয়। ১৮৫৩ সালে রাশিয়ার প্রথম জার অটোমান সাম্রাজ্যকে ‘ইউরোপের রুগ্ন ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেন। ১৮২১-৩২ সালে গ্রীসের স্বাধীনতা যুদ্ধে ইউরোপ হস্তক্ষেপ করে। ১৮২৭ সালে একটি অ্যাংলো-ফরাসি নৌবহর নাভারিনো যুদ্ধে অটোমান ও মিসরীয় নৌবহরকে ধ্বংস করে দেয়। অন্যদিকে ১৮২৯ সালে যুদ্ধবিরতির আগে রুশ সৈন্যবাহিনী এডিরনি পর্যন্ত এগিয়ে আসে। ইউরোপীয় শক্তিবর্গ গ্রীসের স্বাধীনতা মেনে নিতে অটোমান কেন্দ্রীয় সরকারকে বাধ্য করে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে রুশ জার পিটার দ্য গ্রেট রাশিয়ার একটি দীর্ঘস্থায়ী পররাষ্ট্রনীতি ঘোষণা করেন। অটোমান সাম্রাজ্যের ভূখ- গ্রাস করে উষ্ণ পানির বন্দরে পৌঁছানো ছিল তার পররাষ্ট্রনীতির লক্ষ্য। পিটার দ্য গ্রেট প্রথমেই কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অটোমান উপস্থিতি নির্মূলে অগ্রসর হন। প্রথমে কৃষ্ণসাগরের উষ্ণ পানির বন্দরে পৌঁছানো এবং পরে অটোমান নিয়ন্ত্রিত দার্দানেলিস ও বফফোরাস প্রণালীর মধ্য দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ রাশিয়ার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। অটোমান সাম্রাজ্যের কাছ থেকে ভৌগোলিক সুবিধা আদায় করতে সক্ষম হলেও রাশিয়া এ লক্ষ্য অর্জনে সফল হয়নি। কৃষ্ণসাগর ‘অটোমান হ্রদ’ হিসেবে বজায় থাকে। এ সাগরে রুশ জাহাজ চলাচল নিষিদ্ধ ছিল। পরবর্তী দুই শতাব্দী রাশিয়া অটোমান শক্তি ধ্বংসে যুদ্ধের পর যুদ্ধ করে। রাশিয়া ও খ্রিস্টান হলি লীগ দীর্ঘ ১৬ বছর যুদ্ধ করে অটোমানদের দানিয়ুবের দক্ষিণে এবং কার্পেথিয়ানের পূর্বদিকে হটিয়ে দেয়। ১৬৯৯ সালে স্বাক্ষরিত কার্লোভিজ চুক্তিতে অটোমানরা প্রথম পরাজয় স্বীকার করে এবং অস্ট্রিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে হাঙ্গেরী, ট্রান্সিলভানিয়া ও ক্রোয়েশিয়া ছেড়ে দেয়। পোল্যান্ড পোডলিয়া ও ডালমাটিয়া পুনরুদ্ধার করে এবং ভেনিসের কাছে মোরিয়া ছেড়ে দেয়া হয়। পরবর্তী বছর অন্য একটি শান্তিচুক্তিতে রাশিয়া আজোভ অঞ্চল লাভ করে। ১৭৭৪ সালে কুচুক-কায়নারজা চুক্তির মাধ্যমে রুশ জাহাজ অটোমান জলসীমার মধ্য দিয়ে চলাচলের অধিকার পায়।
   
লিপান্টো যুদ্ধ 
ষোড়শ শতাব্দীতে পৃথিবীতে পরাশক্তি ছিল দুটি। পশ্চিমে স্পেন এবং প্রাচ্যে অটোমান তুরস্ক। ১৫৭১ সালে লিপান্টো যুদ্ধে এ দুটি পরাশক্তি একে অন্যকে মোকাবিলা করে। যুদ্ধে স্পেনীয় নৌবহর অটোমান নৌবহরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ভেনিস, পোপের রাজ্য ও অস্ট্রিয়ার নৌবহর স্পেনীয় নৌবহরকে সহায়তা করে। ১৫৭০ সালে তুর্কিরা সাইপ্রাস আক্রমণ করলে লিপান্টোর যুদ্ধ হয়। সাইপ্রাস রক্ষায় ভেনিসীয়রা ভূমধ্যসাগরীয় অঞ্চলে অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রগুলোর সহায়তা কামনা করে। এসব রাষ্ট্র ভেনিসের প্রতিদ্বন্দ্বী হলেও পোপ পঞ্চম পায়াসের উৎসাহে মুসলিম তুর্কিদের বিরুদ্ধে হলি লীগের আওতায় ক্রুসেডে ঐক্যবদ্ধ হয়। লিপান্টো যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাসে বৃহত্তম নৌযুদ্ধ। ১৫৭১ সালের ৭ অক্টোবর আড্রিয়াটিক সাগরে গ্রীসের অদূরে লিপান্টোতে এ যুদ্ধ হয়। সম্মিলিত খ্রিস্টান বাহিনীতে অস্ট্রিয়ার ডন জনের নেতৃত্বে সৈন্য ছিল ৮৪ হাজার, ২ শো গ্যালে, ৬টি গ্যালিউস                    এবং অসংখ্য ক্ষুদ্র নৌযান। আলী পাশার কমান্ডে তুর্কিদের জাহাজ ছিল ২৯০টি এবং সৈন্য ৮৮ হাজার। অধিকাংশ নৌযান ছিল গ্যালিয়ট। ডন জন ছিলেন স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের জারজ বৈমাত্রেয় ভাই। মাত্র ২৪ বছর বয়সে তিনি যুদ্ধে নেতৃত্ব দেন। তিনি অস্ত্রভা-ার থেকে লোহার ভারি চঞ্চু অপসারণ করেন এবং জাহাজের অগ্রভাগে পাঁচটি কামান বসান। অন্যদিকে তুর্কিরা তাদের জাহাজে চঞ্চুগুলো বজায় রাখে এবং তাদের জাহাজের অগ্রভাগে কামান ছিল মাত্র তিনটি। চূড়ান্ত যুদ্ধ মাত্র চার ঘণ্টা স্থায়ী হয়। দুটি নৌবহর অর্ধচন্দ্রাকারে একে অন্যকে মোকাবিলা করে। ইউরোপীয়রা তিনটি গ্যালিউস নিয়ে অগ্রসর হয়। প্রতিটি গ্যালিউস একটি করে স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছিল। তুর্কি জাহাজগুলো এগিয়ে আসার চেষ্টা করলে উন্নততর ইউরোপীয় কামানের গোলার মুখে পড়ে। তবে তুর্কি জাহাজগুলো ইউরোপীয় জাহাজের কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়। দুঘণ্টা লড়াইয়ে তুর্কিদের বামপাশ ও মধ্যভাগ ভেঙ্গে পড়ে। কিন্তু লড়াই আরো দুঘণ্টা অব্যাহত থাকে। মাল্টার নাইটরা এডমিরাল সুফি আলী পাশার একটি পতাকা দখল করে। সুলতান দ্বিতীয় সেলিম আলী পাশার হাতে এই বিশাল সবুজ পতাকা তুলে দিয়েছিলেন। কালেমা শাহাদাৎ খচিত এ পতাকায় সোনালী ক্যালিগ্রাফিতে আল্লাহর নাম লেখা ছিল ২৮ হাজার ৯ শো বার। ইসলামের এ সবুজ পতাকা উপহার দেয়া হয় স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপকে। এখনো এ পতাকা ইতালির পিসার একটি গির্জায় প্রদর্শন করা হয়।

লিপান্টো যুুদ্ধের ফলাফল
মোট ১১৭টি তুর্কি জাহাজ আটক এবং আরো ৮০টি জাহাজ ধ্বংস হয়। অন্যদিকে ইউরোপীয়রা হারায় ১২টি জাহাজ এবং সাড়ে ৭ হাজার সৈন্য। অটোমান সৈন্য নিহত হয় ৩০ হাজারের অধিক। তাদের অধিকাংশ নিহত হয় স্পেনীয় মাস্কেটিয়ার ও আর্কুবাশিয়ারদের গুলিতে। অটোমানদের পিছু হটার সময় স্পেনীয় আর্কুবাশিয়াররা তাদের ওপর হামলা চালায়। ১২ হাজারের বেশি খ্রিস্টান দাসকে মুক্ত করা হয়। খ্রিস্টানদের এ বিজয়ে তুর্কি নৌবাহিনী ধ্বংস এবং ইউরোপে অটোমান অগ্রযাত্রা বন্ধ হয়ে যায়। তুর্কিদের অজেয় ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে যায়। অটোমান দিগি¦জয়ের অবসান ঘটে এবং এ সাম্রাজ্যের  সাড়ে তিন শো বছরের দীর্ঘ অবনতির সূচনা হয়। এ যুদ্ধে প্রমাণিত হয় যে, ইউরোপীয় শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে সক্ষম। তার আগে বিগত চার শো বছর তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারেনি। ক্রীট বিজয় ছিল অটোমানদের শেষ বিজয়। ১৬৩৬ সালে অটোমানদের ইয়েমেন থেকে তাড়িয়ে দেয়া হয়। পঞ্চদশ শতাব্দীতে অটোমানরা আর কখনো কোনো নৌযুদ্ধে পরাজিত হয়নি। বিপর্যয়ের জন্য তারা নিজেদের কৃতকর্মকে দায়ী করে। সমসাময়িক ঐতিহাসিকরা উল্লেখ করেন যে, অটোমান শাহী নৌবহর অভিশপ্ত কাফেরদের নৌবহরকে মোকাবিলা করে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। হলি লীগ তাদের বিজয়কে কাজে লাগাতে পারেনি। অটোমানদের বিপর্যয়কে একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। এতে অটোমানদের ভৌগোলিক সম্প্রসারণে স্থবিরতা নেমে আসে। লিপান্টোতে খ্রিস্টানদের বিজয় কার্যত ভূমধ্যসাগরের বিভক্তিকে নিশ্চিত করে। পূর্বাংশ ছিল অটোমানদের শক্ত নিয়ন্ত্রণে এবং পশ্চিমাংশ হ্যাবসবার্গ ও তাদের ইতালীয় মিত্রদের নিয়ন্ত্রণে। ইতালীয় ভূখ-ে অটোমান অনুপ্রবেশ বন্ধ হয়ে যায়। লিপান্টো যুদ্ধের আগে অটোমানরা যেসব ভূখ- দখল করে নিয়েছিল, হলি লীগ সেসব ভূখ- পুনরুদ্ধার করতে পারেনি। লিপান্টোর যুদ্ধে এ বিজয় ছিল স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ বিজয় তুর্কিদের স্পেনীয় ভূখ-ে অনুপ্রবেশ করা থেকে বিরত রাখে এবং স্পেন নয়া বিশ্বে (আমেরিকা মহাদেশ) অবাধ লুণ্ঠনের সুযোগ পায়।

অটোমান সাম্রাজ্যকে দুর্বল করার চেষ্টা
অষ্টাদশ শতাব্দীর শেষদিকে এবং ঊনবিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ, ফরাসি ও ইতালীয় সাম্রাজ্যবাদ, গ্রীস ও বলকান জাতীয়তাবাদ, অস্ট্রিয়া ও রাশিয়ার আগ্রাসন, অটোমান সহিষ্ণুতা এবং আধুনিকায়নে তাদের ব্যর্থতায় অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে যায়। ১৮৭৮ সালে বার্লিন সম্মেলনে সাবেক অটোমান ভূখ- বুলগেরিয়া, রুমানিয়া ও সার্বিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হয়। একই সময় সাইপ্রাস ও মিসর দখল করে ব্রিটেন এবং আলজেরিয়া ও তিউনিসিয়া দখল করে ফ্রান্স। ১৮৮২ সালে অটোমান ভূখ- মিসরে ব্রিটিশের দখলদারিত্ব শুরু হয়। ইউরাবি বিদ্রোহ দমনে অটোমন সরকারকে সহায়তাদানের অজুহাতে ব্রিটেন মিসরে সৈন্য পাঠায়। এসব ভূখ- খোয়া যাওয়ায় অটোমান সাম্রাজ্যের আয়তন আরো সংকুচিত হয়। সময়ের পরিক্রমায় স্থানীয় পাশাদের নিয়ন্ত্রিত শরিয়াহ আদালত দুর্নীতিপরায়ণ হয়ে যায়। ইউরোপীয়রা অটোমান শাসনকে অতিমাত্রায় ইসলামি এবং মুসলমানরা অতি ইউরোপীয় হিসেবে আখ্যায়িত করে।  মাদ্রাসা বিদ্রোহ করতে শুরু করে। সামরিক বাহিনী ক্রমশ বিশৃঙ্খল হয়ে পড়ে। ইউরোপীয়দের প্রতিযোগিতায় ব্যবসা-বাণিজ্যে ধস নামে। বল্গাহীন দুর্নীতি শুরু হয় এবং ধনীরা আরো ধনী এবং দরিদ্ররা আরো দরিদ্র হয়। সুলতানরা আর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন না। তার ক্রমশ প্রজাদের সান্নিধ্য থেকে দূরে সরে যান। তাদের সার্মথ্য ও ক্ষমতার ক্রমবর্ধমান ঘাটতি ছিল সাম্রাজ্যের অবনতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার পরিচালনা করতেন মূলত উজিররা। সামরিক বাহিনী ও প্রশাসনে মেধা গুরুত্বহীন হয়ে পড়ে এবং অযোগ্যরা পাদপ্রদীপের আলোয় চলে আসেন। 
সূএঃ ইন্টারনেট 

প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য

 

১৯১৪ সালের ২৯ অক্টোবর কৃষ্ণসাগরের রুশ উপকূলে আকস্মিক অটোমান নৌহামলার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য যোগদান করে।  কৃষ্ণসাগরের উপকূলে ওডেসায় গোলাবর্ষণের জবাবে রাশিয়া ১৯১৪ সালের পহেলা নভেম্বর অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ৫ নভেম্বর রাশিয়ার মিত্র ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। কোনো বৃহৎ শক্তির সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ না থাকায় অটোমান হামলার তাৎক্ষণিক কারণ স্পষ্ট হয়নি। কৃষ্ণসাগরীয় উপকূলে গোলাবর্ষণের সিদ্ধান্ত লাখ লাখ অটোমানকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এবং পর্যায়ক্রমে এ সাম্রাজ্যের পতন ডেকে আনে এবং অটোমান সালতানাতের বিলুপ্তি ঘটে। দুটি কারণে অটোমান সাম্রাজ্য সেন্ট্রাল পাওয়ার্সের পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে। এক: জার্মানির চাপ এবং দুই: অটোমান যুদ্ধমন্ত্রী আনোয়ার পাশার চক্রান্ত। অন্য কারণগুলোর মধ্যে ছিল যুদ্ধের প্রাথমিক দিনগুলোতে জার্মানির বিজয় এবং ত্রিপক্ষীয় আঁতাতের সঙ্গে তুরস্কের বিবাদ। তুরস্ককে শত্রুর সঙ্গে যোগদান করা থেকে বিরত রাখা এবং রুমানিয়া ও বুলগেরিয়াকে সেন্ট্রাল পাওয়ার্সের সঙ্গে যোগদানে উৎসাহিত করা ছিল জার্মানির লক্ষ্য। তুরস্কে নিযুক্ত জার্মান সামরিক মিশন প্রধান জেনারেল অটো লিমান ভন স্যান্ডার্স তুরস্ক-জার্মান জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।    

পটভূমি
ইয়াং টার্ক মুভমেন্ট সুলতান দ্বিতীয় আবদুল হামিদকে অটোমান পার্লামেন্ট পুনরুজ্জীবিত এবং ১৮৭৬ সালের সংবিধান পুনরুদ্ধারের মাধ্যমে সাংবিধানিক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বাধ্য করে। ১৮৭৮ সালে সুলতান আবদুল হামিদ পার্লামেন্ট ও প্রথম সাংবিধানিক শাসন স্থগিত রাখেন। ইয়াং টার্ক মুভমেন্ট কার্যকরভাবে দ্বিতীয় সাংবিধানিক শাসন চালু করে এবং গোপনে তৎপরতা চালানোর সময় তারা তাদের নিজস্ব দল গঠন করে। এসব দলের মধ্যে উল্লেখযোগ্য ছিল কমিটি অব ইউনিয়ন অব প্রোগ্রেস (সিইউপি) এবং লিবারেল ইউনিয়ন (এলইউ) নামে পরিচিত ফ্রিডম এন্ড একর্ড পার্টি। ১৯০৮ সালের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সিইউপি বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। ঐতিহ্যবাহী অটোমান সৈন্যবাহিনীকে সংস্কার করে তাকে একটি আধুনিক বাহিনীতে রূপান্তরিত করা হয়। এ বাহিনী প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এসময় অটোমান সৈন্যবাহিনী ১৯১১ সালে ইতালি-তুর্কি যুদ্ধ, ১৯১২-১৩ সালে বলকান যুদ্ধ এবং কয়েকটি বিদ্রোহ ও সাম্রাজ্যের অব্যাহত রাজনৈতিক অস্থিরতাসহ বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে। ১৯০৯ সালে একবার এবং ১৯১২ সালে দ্বিতীয়বার অভ্যুত্থান ঘটে। দ্বিতীয় অভ্যুত্থানের পর ১৯১৩ সালে অটোমান সাবলাইম পোর্টিতে (সদরদপ্তর) হামলা হয়। অতএব দেখা যাচ্ছে যে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে অটোমান সৈন্যবাহিনী পূর্ববর্তী তিন বছর অব্যাহত লড়াইয়ে সম্পৃক্ত ছিল। 
  বিংশ শতাব্দীর শুরুতে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ছিল বহুমাত্রিক। কোথাও কোনো একটি একক রাষ্ট্র অথবা দুই তিনটি রাষ্ট্র আধিপত্য বিস্তার করেনি। বিশ্ব রাজনীতি বহুমাত্রিক হওয়ায় অটোমানরা এক রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে ঠেলে দিতে পারতো। ঐতিহাসিক মাইকেল র‌্যানল্ডস বলেছেন, অটোমানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এ কৌশল ব্যবহার করেছে। জার্মানি সুলতান আবদুল হামিদের সরকারকে সমর্থন করতো এবং এ সমর্থনের বিনিময়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে। প্রাথমিকভাবে সিইউপি ও এলইউ ব্রিটেনের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। অটোমান সাম্রাজ্য জার্মানি ও ফ্রান্সের বিরুদ্ধে ব্রিটেনকে সন্তুষ্ট করে পোর্টির জন্য বৃহত্তর সুবিধা অর্জনের আশা করছিল। 
    অস্ট্রিয়া-হাঙ্গেরী বসনিয়া ও হারজেগোভিনা দখল করে নিলে দেশটির মিত্র জার্মানির প্রতি বৈরিতা বৃদ্ধি পায়। সিইউপিপন্থী তানিন এতদূর পর্যন্ত উল্লেখ করে যে, সাংবিধানিক সরকার উৎখাত করাই ভিয়েনার এসব কার্যকলাপের অভিপ্রায়। দুটি দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এডওয়ার্ড গ্রে ও স্যার চার্লস হার্ডিঞ্জের সঙ্গে আলোচনার জন্য সিইউপির দুজন শীর্ষ নেতা আহমদ রিজা ও ড. নাজিমকে লন্ডনে পাঠানো হয়। আলোচনায় জোট গঠনের ব্যাপারে স্যার এডওয়ার্ড গ্রে বলেন, অন্য দেশের সঙ্গে আঁতাত ও বন্ধুত্ব করলেও হাত স্বচ্ছ রাখাই আমাদের নীতি। এটা সত্যি যে, জাপানের সঙ্গে আমরা জোট গঠন করেছি। তবে এ জোট দূরপ্রাচ্যে কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। অটোমান প্রতিনিধিদল জবাবে বলেন, এ সাম্রাজ্য হলো দূরপ্রাচ্যের জাপান। আপনাদের সঙ্গে আমাদের সাইপ্রাস চুক্তি হয়েছে। এ চুক্তি এখনো বহাল। 
    বলকান যুদ্ধ শেষ হলে সিইউপি বিশ্বাস করতে শুরু করে যে, কেবলমাত্র ব্রিটেনের সঙ্গে একটি জোট বা আঁতাত অটোমান সাম্রাজ্যের অবশিষ্টাংশের অস্তিÍত্ব রক্ষার নিশ্চয়তা দিতে পারে। এ ধরনের জল্পনা কল্পনার জবাবে ১৯১৪ সালে পোর্টিতে নিয়োজিত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার লুই ম্যালেট বলেন, আমাদের সঙ্গে একটি জোট গঠন অথবা ত্রিপক্ষীয় আঁতাতে যোগ দেয়া হচ্ছে তুরস্কের স্বাধীনতা রক্ষার একমাত্র উপায়। তবে আমি মনে করি, তুরস্কের স্বাধীনতা ও ভৌগোলিক অখ-তার প্রতি সকল বৃহৎ শক্তির সম্মান প্রদর্শনে একটি চুক্তি স্বাক্ষর কিংবা ঘোষণা হচ্ছে কম ঝুঁকিপূর্ণ পন্থা। দেশটি নিরপেক্ষতা রক্ষা করবে এবং অর্থনীতি নিয়ন্ত্রণ ও সংস্কার সাধনে বৃহৎ শক্তিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করবে। 
   সিইউপি এ প্রস্তাবে সম্মত হতে পারেনি। অটোমানদের বিরুদ্ধে ইউরোপীয় শক্তিগুলো বলকান যুদ্ধে পক্ষপাতমূলত আচরণ করায় তারা তাদের প্রতি আস্থা রাখতে পারেনি। অটোমানরা বিশ্বাস করতে পারেনি যে, ইউরোপীয়রা  অটোমান সাম্রাজ্যের স্বাধীনতা ও ভৌগোলিক অখ-তা বজায় রাখার প্রতিশ্রুতি রক্ষা করবে। সম্ভবত স্যার লুই ম্যালেট এ সত্য পুরোপুরি বিস্মৃত হয়ে গিয়েছিলেন। তার পরিকল্পনা প্রত্যাখ্যান করার পেছনে যুক্তি ছিল। বিগত শতাব্দীগুলোতে ইউরোপের বৃহৎ শক্তিগুলোর মধ্যে বড় ধরনের যুদ্ধ হয় খুব কম। তবে তাদের মধ্যে ‘গ্রেট গেইম’ নামে একটি গোপন প্রতিযোগিতা চলছিল। উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছে যে, তা মীমাংসা করার প্রয়োজন দেখা দেয়। ১৯০৭ সালে স্বাক্ষরিত অ্যাংলো-রুশ চুক্তিতে তাদের সম্পর্ক স্বাভাবিক হয় এবং সীমান্ত চিহ্নিত হলে পারস্য ও আফগানিস্তানে তাদের নিজ নিজ নিয়ন্ত্রণ জোরদার হয়। এ চুক্তি ত্রিপক্ষীয় আঁতাত গঠনে একটি অনুঘটক হিসেবে কাজ করে। এ চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায়। 

রাশিয়ার অবস্থান 
রাশিয়ার অর্থনৈতিক সম্প্রসারণ দ্রুত অস্বস্তিদায়কভাবে অটোমান প্রণালীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। রাশিয়ার রপ্তানি বাণিজ্যের এক-চতুর্থাংশ পণ্য পরিবহন করা হতো দুটি অটোমান প্রণালীর মধ্য দিয়ে। ইয়াং টার্ক মুভমেন্ট এবং ১৯০৯ সালে পাল্টা অভ্যুত্থানের মতো বিশৃঙ্খলার সময় রাশিয়া ইস্তা¤ু^লে সৈন্য পাঠানোর বিষয় বিবেচনা করছিল। ১৯১৩ সালের মে’তে জার্মান সামরিক মিশন জেনারেল অটো লিমান ভন স্যান্ডার্সকে অটোমান সৈন্যবাহিনীকে প্রশিক্ষণদানের দায়িত্ব দেয়। জার্মানির এ উদ্যোগ ছিল সেন্ট পিটার্সবার্গের কাছে অসহ্য। প্রতিশোধ গ্রহণে রাশিয়া কৃষ্ণসাগরীয় বন্দর ট্রাবজোন অথবা পূর্বাঞ্চলীয় আনাতোলিয়ার বায়েজীদ শহরে হামলা এবং দখল করার পরিকল্পনা উদ্ভাবন করে। তবে দেশটি তখন সম্ভাব্য পূর্ণাঙ্গ সামরিক অভিযানকে কোনো সমাধান হিসেবে দেখতে পায়নি। ইস্তা¤ু^লে নৌ আধিপত্য কায়েমের বিকল্প ছিল রুশ ককেশাস আর্মিকে পুনর্গঠন করা। নিজেদের সৈন্যবাহিনীকে সহায়তাদানে রাশিয়া অটোমান সাম্রাজ্যের অভ্যন্তরে বিভিন্ন আঞ্চলিক গ্রুপের সঙ্গে স্থানীয় যোগাযোগ প্রতিষ্ঠা করে। রুশরা দৃঢ় সিদ্ধান্ত নেয় যে, অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পরিবহন সমস্যা মোকাবিলায় একযোগে কাজ করবে এবং সেনা ও নৌবাহিনীকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। উভচর অভিযানের সাফল্যের জন্য সৈন্য ও কামানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। সৈন্য সমাবেশকালে এসব লক্ষ্য অর্জন করতে হবে। রুশরা অটোমান সাম্রাজ্য পর্যন্ত ককেশাস রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। ১৯১৩ সালে রাশিয়ার যুদ্ধ প্রস্তুতি শেষ হয়ে যায়। একই সময় রাশিয়া আর্মেনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দাবি জানায়। 
 
বাগদাদ-বার্লিন রেলওয়ে 
ঐক্যবদ্ধ জার্মান সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমবর্ধমান তৎপরতা দেখাতে থাকে। এসব তৎপরতার মধ্যে উল্লেখযোগ্য হলো বাগদাদ রেলওয়ে।  এ রেলওয়ে বাগদাদ-বার্লিন রেলওয়ে নামে পরিচিত। বাগদাদ থেকে জার্মানরা পারস্য উপসাগরে একটি বন্দর নির্মাণের পরিকল্পনা করে। এক হাজার ৬ শো কিলোমিটার দীর্ঘ এ রেলপথ আধুনিক তুরস্ক, সিরিয়া ও ইরাকের সঙ্গে ইউরোপকে যুক্ত করে। এজন্য বসফোরাস প্রণালীতে একটি ব্রিজ নির্মাণ করা হয়। রেলপথ নির্মাণে কয়েক দশক লাগে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনালগ্নে রেলপথ ছিল লক্ষ্যস্থল থেকে ৯৬০ কিলোমিটার দূরে। জার্মান ডয়েস ব্যাংক এবং ফিলিপ হোলসম্যান কোম্পানি এ রেলপথ নির্মাণের তহবিল, প্রকৌশল ও নির্মাণ ব্যয় বহন করে। এ রেলপথের মাধ্যমে অটোমান সাম্রাজ্য আরব উপদ্বীপে নিয়ন্ত্রণ বজায় এবং লোহিত সাগরের ওপারে খেদিভ শাসিত মিসরে প্রভাব সম্প্রসারণ করতে চেয়েছিল। এ রেললাইন নির্মাণ করে জার্মানি ব্রিটিশ সাম্রাজ্যকে এবং অটোমান সাম্রাজ্য তাদের প্রতিদ্বন্দ্বি রাশিয়াকে মোকাবিলা করতে চেয়েছিল। বাগদাদ রেলওয়ে রাশিয়ার প্রতি হুমকি হয়ে দেখা দেয়। কেননা এতে ককেশাস ফ্রন্ট এবং উত্তর পারস্য পর্যন্ত জার্মানির অর্থনৈতিক প্রভাব সম্প্রসারিত হয়। ১৮৭২ সালে অটোমান সরকার তুরস্কে রেলওয়ে নির্মাণে জার্মান রেলওয়ে প্রকৌশলী উইলহেম ভন প্রেসেলকে নিয়োগ করে। ১৮৮৮ সালে ওয়াটেম্বারগিসি ভারেন্সব্যাঙ্কের ম্যানেজার আলফ্রেড ভন কুলা এবং ডয়েস ব্যাংকের মহাব্যবস্থাপক জর্জ ভন সিমেন্স একটি সিন্ডিকেট গঠন এবং তুরস্কের কাছ থেকে ছাড় পেলে কন্সটান্টিনোপল থেকে বাগদাদ পর্যন্ত রেললাইন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। 
    ১৮৯২ সালের ডিসেম্বরে আঙ্কারা পর্যন্ত লাইন সম্পন্ন হলে এস্কিসেহিরে রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ করা হয় এবং এস্কিসেহির থেকে কোনিয়া পর্যন্ত রেললাইন নির্মাণে অনুমোদন নেয়া হয়। ১৮৯৬ সালের জুলাই নাগাদ এ লাইন নির্মাণ সম্পন্ন হয়। এ দুটি লাইন ছিল বাগদাদ রেলওয়ের প্রথম দুটি সেকশন। একই সময় জার্মানরা প্রকৌশলীরা হেজাজ রেলওয়ে নির্মাণ করে। অটোমান সাম্রাজ্য রেললাইনকে ব্রিটিশ নৌবাহিনীর কামানের পাল্লার বাইরে রাখে। এজন্য আলেক্সান্ড্রেটা থেকে আলেপ্পো পর্যন্ত উপকূল এড়িয়ে যাওয়া হয়। ১৯০৩ সালের পর রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনে গ্রেট বাগদাদ-বার্লিন রেলওয়ে নির্মাণে জার্মানির পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। কূটনৈতিক আপত্তি সত্ত্বেও ধীরে ধীরে রেললাইন নির্মাণ শুরু হয়। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে ভৌগোলিক ও রাজনৈতিক বাধায় এ রেললাইন নির্মাণ সম্পন্ন হয়নি। ১৯১৩ সালে ব্রিটেন ও অটোমান সরকারের মধ্যে বাগদাদ রেলওয়ে নির্মাণ নিয়ে একটি চুক্তি হয়। চুক্তিতে বলা হয়, তুরস্কের এশীয় অংশে কোনো রেললাইন নির্মাণে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। ব্রিটিশ সরকার অনুমোদিত দুজন ব্রিটিশ প্রতিনিধিকে বাগদাদ রেলওয়ে কোম্পানির বোর্ডে রাখতে হবে। বসরায় রেললাইন নির্মাণ শেষ করতে হবে। ব্রিটিশ সরকারের সম্মতি ছাড়া বসরা থেকে পারস্য উপসাগর পর্যন্ত কোনো রেললাইন নির্মাণ করা যাবে না। ১৯১৪ সালের ১৫ জুন লন্ডনে অনুরূপ শর্তে অ্যাংলো-জার্মান চুক্তি হয়। তবে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে এসব চুক্তি স্বাক্ষরিত হলেও কার্যকর হয়নি।      

জোট গঠন
১৯১৩ সালের ২২ জুলাই অটোমান যুদ্ধমন্ত্রী আনোয়ার পাশা কন্সটান্টিনোপলে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ব্যারন হ্যান্স ফ্রিহার ভন ওয়ানগেনহেইমের কাছে জার্মান-অটোমান জোট গঠনের প্রস্তাব দেন। তুরস্কের মূল্যবান কিছু দেয়ার নেই বিবেচনা করে জার্মানি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। উজিরে আজম সৈয়দ হালিম পাশা অস্ট্রো-হাঙ্গেরী রাষ্ট্রদূতের কাছে অনুরূপ প্রস্তাব দেন। ১৯০৯ থেকে ১৯১১ সাল পর্যন্ত আনোয়ার পাশা সামরিক অ্যাটাশে হিসেবে বার্লিনে দায়িত্ব পালন করেন। তবে জার্মান সামরিক মিশন বিশেষ করে জেনারেল অটো লিমান ভন স্যান্ডার্সের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। তিনি তার সৈন্য ও সৈন্যবাহিনীর প্রতি আস্থা রাখেন এবং জার্মান সামরিক হস্তক্ষেপে গভীর অনুতপ্ত হন। জার্মানির সঙ্গে জোট গঠনে আনোয়ার পাশা ও সৈয়দ হালিম পাশার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ১৯১৪ সালের জুলাইয়ে নৌমন্ত্রী কামাল পাশাকে প্যারিসে পাঠানো হয়। তিনি সামরিক পদক নিয়ে ইস্তাম্বুলে ফিরে আসেন। কিন্তু তিনি ফ্রান্সের সঙ্গে জোট গঠনে সক্ষম হননি। প্রাথমিকভাবে অটোমান সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী তালাত পাশা ব্রিটিশের সঙ্গে জোট গঠনের প্রতি সমর্থন দেয়। কিন্তু ব্রিটেন ইউরোপে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং জোট গঠনে সিইউপি’র প্রস্তাব প্রত্যাখ্যান করে।
   ১৯১৪ সালের ২৮ জুলাই ব্রিটিশ ফার্স্ট লর্ড অব দ্য এডমিরাল্টি উইন্সটন চার্চিল তাদের শিপইয়ার্ডে নির্মাণাধীন দুটি অটোমান যুদ্ধহাজাজ অধিগ্রহণের নির্দেশ দেন। একটি যুদ্ধজাহাজ সুলতান উসমান-ই-ঈভেলের নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছিল এবং জাহাজটি তুরস্কের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ ধরনের অধিগ্রহণের বৈধতা প্রশ্নবিদ্ধ হলেও ৩১ জুলাই ব্রিটিশ মন্ত্রিসভার একটি বৈঠকে তুরস্ককে মূল্য পরিশোধের প্রস্তাব পাস হয়। ৩ আগস্ট অটোমান সরকারকে আনুষ্ঠানিকভাবে দুটি জাহাজ জব্দ করার সিদ্ধান্ত অবহিত করা হয়। ইতিমধ্যে ২৯ জানুয়ারি থেকে তিন পাশা তাদের দুটি জাহাজ আটক হওয়ার কথা জানতে পেরেছিলেন। কেননা আনোয়ার পাশা জানতেন যে, ব্রিটেনের সঙ্গে তাদের জোট গঠন সম্ভব হবে না। তাই তিনি জার্মানির সঙ্গে নতুন করে জোট গঠনের চেষ্টায় তাদের কাছে ব্রিটেনে আটক দুটি জাহাজ বিক্রি করে দেয়ার প্রস্তাব দেন। জার্মানির কাছে আনোয়ার পাশার ২২ জুলাইয়ের প্রস্তাব নাকচ হয়ে যাবার পরও জার্মান কাইজার দ্বিতীয় উইলহেম জোট গঠনের সম্ভাবনা পুনর্বিবেচনার নির্দেশ দেন। ২৮ জুলাই নতুন করে আনোয়ার পাশা, তালাত পাশা ও সৈয়দ হালিম পাশার সঙ্গে আলোচনা শুরু হয়। পহেলা আগস্ট দুটি দেশের মধ্যে গোপন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে জার্মানি প্রতিশ্রুতি দেয় যে, অটোমান সাম্রাজ্য আক্রান্ত হলে জার্মানি তাকে রক্ষা করবে। আরো বলা হয়, অস্ট্রিয়ার সঙ্গে চুক্তির শর্ত পালনে জার্মানি যুদ্ধে যোগদান করলে তুরস্ক তার পক্ষে যুদ্ধে যোগ দেবে। তবে বুলগেরিয়া যুদ্ধে যোগদান না করলে অটোমান সাম্রাজ্য যুদ্ধে যোগ দেবে না। ১৯১৪ সালের ২ আগস্ট অটোমান সাম্রাজ্য সাবির্ক সৈন্য সমাবেশের নির্দেশ দেয় এবং ঘোষণা করে যে, তারা যুদ্ধে নিরপেক্ষতা রক্ষা করবে। অটোমান কর্র্তৃপক্ষ আশা করছিল যে, চার সপ্তাহের মধ্যে সৈন্য সমাবেশ সম্পন্ন হবে। সৈয়দ হালিম পাশা জার্মানির সঙ্গে পরবর্তী আলোচনায় মিলিত হওয়ার আগে পরিস্থিতির ওপর নজর রাখার পক্ষপাতি ছিলেন। তিনি গ্রীস, রুমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে আলোচনার ফলাফল দেখতে চাইছিলেন। সৈয়দ হালিম দুটি সিদ্ধান্ত নেন। প্রথমত: তিনি জার্মান রাষ্ট্রদূতকে সামরিক বিষয়ে এবং জার্মান কমান্ডার জেনারেল লিমান ভন স্যান্ডার্সকে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করার নির্দেশ দেন। দ্বিতীয়ত: তিনি ফরাসি ও রুশ রাষ্ট্রদূতদ্বয়ের সঙ্গে পুনরায় আলোচনার নির্দেশ দেন। ৯ আগস্ট আনোয়ার পাশা জেনারেল লিমান ভন স্যান্ডার্সকে ফার্স্ট আর্মির কমান্ডার পদে নিয়োগ করেন। রাশিয়া এ নিয়োগদানকে দার্দানেলিস ও বসফোরাস প্রণালীর প্রতিরক্ষা জোরদারের একটি উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করে। প্রকৃতপক্ষে জেনারেল স্যান্ডার্সকে ফার্স্ট আর্মিতে নিয়োগ দিয়ে তাকে সর্বোচ্চ নীতি নির্ধারণী অবস্থান থেকে দূরে ঠেলে দেয়া হয়েছিল। আগস্টের মাঝামাঝি জেনারেল স্যান্ডার্স আনুষ্ঠানিকভাবে তাকে অব্যাহতিদান এবং জার্মানিতে ফিরে যাবার অনুমতি প্রার্থনা করেন। তার স্টাফ ওডেসা যুদ্ধের তথ্য ফাঁস করে দিলে তিনি পুুরোপুরি বিস্মিত হন। ১৯১৪ সালের ৩ আগস্ট অটোমান সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধে নিরপেক্ষ থাকার ঘোষণা দেয়। ৫ আগস্ট আনোয়ার পাশা রাশিয়াকে জানান, তিনি রুশ সীমান্ত বরাবর সৈন্য সংখ্যা হ্রাস এবং পূর্বাঞ্চলীয় থ্রেসে সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে চান।  
   ৯ আগস্ট সৈয়দ হালিম পাশা জার্মানদের অবহিত করেন যে, রুমানিয়া একটি ত্রিপক্ষীয় নিরপেক্ষ জোট গঠনে কন্সটান্টিনোপল ও এথেন্সের দারস্থ হয়েছে। ৬ আগস্ট রাত একটায় সৈয়দ হালিম পাশা জার্মান রাষ্ট্রদূত হ্যান্স ফ্রিহার ভন ওয়ানগেনহেইমকে তার অফিসে ডেকে পাঠান এবং তাকে অবহিত করেন যে, অটোমান মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে জার্মান ব্যাটলক্রুজার গোয়েবেন এবং হাল্কা ক্রুজার ব্রেসলাউয়ের জন্য দুটি প্রণালী খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ রয়্যাল নেভি এ দুটি জার্মান যুদ্ধজাহাজকে ধাওয়া করছিল। তারপর সৈয়দ হালিম পাশা জার্মান রাষ্ট্রদূত ওয়ানগেনহেইমের কাছে ৬টি প্রস্তাব পেশ করেন। জার্মান রাষ্ট্রদূত তৎক্ষণাৎ এসব প্রস্তাব গ্রহণ করেন।
(১) বিদেশি শক্তি বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অটোমান সাম্রাজ্যের দ্বিপক্ষীয় চুক্তি বাতিলে সমর্থনদান।
(২) রুমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের আলোচনায় সমর্থনদান। 
(৩) যুদ্ধে জার্মানির কোনো শত্রু অটোমান ভূখ- দখল করে নিলে এসব ভূখ- ফিরিয়ে দেয়া নাগাদ জার্মানি শান্তি চুক্তি মেনে নেবে না।
(৪) গ্রীস যুদ্ধে যোগদান করলে এবং অটোমান সাম্রাজ্যের কাছে পরাজিত হলে তাকে এজিয়ান সাগরের দ্বীপগুলো অটোমানদের কাছে ফিরিয়ে দিতে হবে।
(৫) মুসলিম সংখ্যাগরিষ্ঠ রুশ আজারবাইজানের সঙ্গে সংযোগ সাধনে ককেশাসে অটোমান সীমান্ত পুনর্বিন্যাস করতে হবে।
(৬) যুুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে।   
   পরবর্তীতে জার্মান সরকার এসব প্রস্তাব অনুমোদন করে। ১৯১৪ সালের ৯ আগস্ট আনোয়ার পাশা রুশ রাষ্ট্রদূত গায়ার্সের সঙ্গে যোগাযোগ করেন। তাদের আলোচনা এতদূর পর্যন্ত পৌঁছে যে, আনোয়ার পাশা সেদিনই অটোমান-রুশ জোট গঠনের প্রস্তাব দেন। আনোয়ার পাশার অবস্থান সম্পর্কে ঐতিহাসিকরা  দুধরনের ব্যাখ্যা দিচ্ছেন। একদল বিশ্বাস করছেন, এ প্রস্তাব ছিল জার্মানির সঙ্গে জোট গোপন করার একটি অজুহাত। আরেকদল বিশ্বাস করছেন, আনোয়ার পাশা সৈয়দ হালিম পাশার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছিলেন এবং এ সন্ধিক্ষণে তারা সাম্রাজ্যকে যুদ্ধের বাইরে রাখার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে চাইছিলেন। একথা স্পষ্ট বুঝা যাচ্ছে যে, অটোমান সরকারের কেউ যুদ্ধে  যোগদানের পক্ষে ছিলেন না। যুদ্ধ এড়িয়ে যেতে তারা বহু বিকল্প নিয়ে ভাবছিলেন।

অটোমান-বুলগেরিয়া জোট গঠন 
১৯১৪ সালের ১৯ আগস্ট প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভিক মাসে সোফিয়ায় অটোমান-বুলগেরিয়া জোট গঠন করা হয়। সে সময় দুটি দেশ ছিল নিরপেক্ষ। অটোমান স্বরাষ্ট্রমন্ত্রী তালাত পাশা এবং অটোমান পার্লামেন্টের স্পীকার হালিল বে অটোমান সাম্রাজ্যের পক্ষে এবং প্রধানমন্ত্রী ভাসিল রাদোস্লাভ বুলগেরিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া একে অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করছিল। কেননা বলকান যুদ্ধে তারা উভয়ে ভূখ- হারিয়েছিল। গ্রীসের সঙ্গে তাদের সম্পর্ক ছিল তিক্ত। এ অঞ্চলে সুবিধাজনক অবস্থান অর্জনে সহায়ক নীতি ছিল তাদের জন্য হিতকর এবং স্বাভাবিক। তুরস্ক যুদ্ধে যোগদান করলে এ চুক্তি বুলগেরিয়ার সেন্ট্রাল পাওয়ার্সের সঙ্গে যোগদানে একটি পূর্বশর্ত হতে পারতো। চুক্তিতে অনুচ্ছেদ ছিল ৭টি। চুক্তিটি ছিল পুরোপরি আত্মরক্ষামূলক। চুক্তিতে বলা হয়েছিল, কোনো বলকান দেশ স্বাক্ষরদানকারী কোনো দেশ আক্রমণ করলে অন্য দেশ যুদ্ধে যোগদান করবে। দুটি দেশ পারস্পরিক আলোচনা ছাড়া কোনো বলকান দেশ আক্রমণ না করতে সম্মত হয়। চুক্তির চতুর্থ অনুচ্ছেদে বুলগেরিয়ার ভূখ-ের মধ্য দিয়ে অন্য দেশ আক্রমণে অটোমান সৈন্যদের সুযোগ দেয়া হয়। পূর্বে আলোচনা ছাড়া যুদ্ধ বেধে গেলে তারা নিরপেক্ষতা রক্ষার অঙ্গীকার করে। বুলগেরিয়া তার ভূখ-ে যেকোনো ধরনের বিদেশি সৈন্য সমাবেশ সম্পর্কে তুরস্ককে অবহিত করার প্রতিশ্রুতি দেয়। চুক্তির পঞ্চম অনুচ্ছেদে তুরস্ক রুমানিয়াকে নিরপেক্ষ রাখার জন্য আলোচনা করার প্রতিশ্রুতি দেয়। যুদ্ধ শেষ হওয়া নাগাদ চুক্তি গোপন রাখার অঙ্গীকার করা হয়। বুলগেরিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর অটোমানরা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক জোট গঠনের চেষ্টা অব্যাহত রাখে। তবে তাদের চেষ্টা সফল হয়নি। ২২ আগস্ট উজিরে আজম সৈয়দ হালিম পাশা স্পষ্টাক্ষরে বলেন, অটোমান-জার্মান চুক্তি অনুযায়ী জার্মানির পাশাপাশি তার দেশ যুদ্ধে যোগদানে বাধ্য নয়। তিনি মন্ত্রীদের রুমানিয়া, রাশিয়া, গ্রীস ও ফ্রান্সের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশ দেন। রুমানিয়ার সঙ্গে রুশ বিরোধী জোট গঠনের  আলোচনা ব্যর্থ হলে ৩০ আগস্ট অটোমানরা তাদের জার্মান মিত্রদের অবহিত করে যে, সার্বিয়া ও গ্রীসের বিরুদ্ধে বুলগেরিয়ার সঙ্গে জোট গঠন করা সম্ভব। জার্মানরা আপত্তি জানায়। কিন্তু অটোমানরা বুলগেরীয় জেনারেল স্টাফের সঙ্গে আলোচনা শুরু করতে একজন কর্নেলকে সোফিয়ায় পাঠায়। যুদ্ধে যোগদান করার পরও অটোমানরা ১৯১৪ সালের ১৭ ডিসেম্বর নাগাদ জার্মানদের কাছে বুলগেরিয়ার সঙ্গে জোট গঠনের সত্যতা স্বীকার করেনি। ১৯১৫ সালের ৬ সেপ্টেম্বর সোফিয়া চুক্তি স্বাক্ষরিত হওয়া নাগাদ বুলগেরীয়রা সেন্টাল পাওয়ার্সের পক্ষে যুদ্ধে যোগদানে সম্মত হয়নি। ১৯১৪ সালের ৯ সেপ্টেম্বর অটোমান কেন্দ্রীয় সরকার একতরফাভাবে বিদেশি শক্তিগুলোকে প্রদত্ত সুবিধা বাতিল করে। ব্রিটিশ, ফরাসি, রুশ, ইতালীয়, অস্ট্রো-হাঙ্গেরীয় ও জার্মান রাষ্ট্রদূতরা একটি যৌথ প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন। কিন্তু একান্তভাবে অস্ট্রো-হাঙ্গেরী ও জার্মান রাষ্ট্রদূতদ্বয় অটোমান উজিরে আজম সৈয়দ হালিম পাশাকে অবহিত করেন যে, তারা এ ইস্যুতে চাপ প্রয়োগ করবেন না। পহেলা অক্টোবর অটোমান সরকার আবগারি শুল্ক উত্তোলন করে এবং সকল বিদেশি পোস্ট অফিস বন্ধ করে দেয়। ২৮ সেপ্টেম্বর তুরস্কের দুটি প্রণালীতে নৌচলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। এ দুটি প্রণালী ছিল পশ্চিমা মিত্র ও মস্কোর মধ্যে বাণিজ্যিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ।

যুদ্ধে যোগদান 
অটোমান নৌমন্ত্রী ও নৌবহরের কমান্ডার-ইন-চিফ আহমদ কামাল পাশা ব্রিটিশ সামরিক মিশনের মাধ্যমে ব্রিটিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তিনি অটোমান নৌবাহিনীর উন্নয়নে এ সম্পর্ক কাজে লাগান। ১৯১২ সাল থেকে এডমিরাল আর্থার লিম্পাস ব্রিটিশ সামরিক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্রিটিশ সামরিক উপদেষ্টারা ছিলেন মূলত নৌবাহিনীর। অটোমান নৌবাহিনীর ওপর তাদের প্রভাব ছিল সামান্য। ব্রিটেনের যুদ্ধে যোগদানের ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ১৯১৪ সালের সেপ্টেম্বরে এডমিরাল আর্থার লিম্পাসকে প্রত্যাহার করা হয়। তাকে প্রত্যাহার করা হলেও অটোমান জাহাজগুলোতে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর রং ব্যবহার করা হতো এবং অফিসারদের পোশাক ছিল ব্রিটিশের মতো। এডমিরাল উইলহেম এন্টন সৌচন ভূমধ্যসাগরে কাইজারলিচি মেরিনের (জার্মান রাজকীয় নৌবাহিনী) নেতৃত্ব দিচ্ছিলেন। ব্যাটল ক্রুজার এসএমএস গোয়েবেন এবং হাল্কা ক্রুজার এসএমএস ব্রেসলাউয়ের সমন্বয়ে ভূমধ্যসাগরে জার্মান নৌবাহিনী গড়ে উঠেছিল। যুদ্ধের শুরুতে ভূমধ্যসাগরীয় ব্রিটিশ নৌবাহিনী জার্মান যুদ্ধজাহাজকে ধাওয়া করে। জার্মান যুদ্ধজাহাজ ব্রিটিশ নৌবহরকে এড়িয়ে যায় এবং ১৯১৪ সালের ৪ আগস্ট নিরপেক্ষ দেশ ইতালির মেসিনা বন্দরে গিয়ে ভিড়ে। ইতালীয় কর্তৃপক্ষ জোর দিয়ে জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে জার্মান যুদ্ধজাহাজ বন্দর ছেড়ে গেছে। এডমিরাল সৌচন জানতে পারেন যে,  অস্ট্রো-হাঙ্গেরী ভূমধ্যসাগরে কোনো নৌসহায়তা প্রদান করবে না এবং অটোমান সাম্রাজ্য তখনো নিরপেক্ষ। এ পরিস্থিতিতে তার কন্সটান্টিনোপলের উদ্দেশে যাত্রা করা উচিত ছিল না। কিন্তু তিনি যেকোনোভাবে কন্সটান্টিনোপলের উদ্দেশে এগিয়ে যান।
    ১৯১৪ সালের ৬ আগস্ট রাত ১টায় অটোমান উজিরে আজম সৈয়দ হালিম পাশা জার্মান রাষ্ট্রদূত হ্যান্স ফ্রিহার ভন ওয়ানগেনহেইমকে তার অফিসে ডেকে পাঠান এবং তাকে অবহিত করেন যে, অটোমান মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে জার্মান ব্যাটলক্রুজার গোয়েবেন এবং হাল্কা ক্রুজার ব্রেসলাউ এবং তাদের সঙ্গী অস্ট্রো-হাঙ্গেরীয় জাহাজের জন্য দুটি প্রণালী খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৯ আগস্ট তিনি কল্পিত বিক্রির অজুহাতে গোয়েবেনকে তুরস্কের নিয়ন্ত্রণে হস্তান্তরের অনুরোধ করেন। জার্মান সরকার তার অনুরোধ প্রত্যাখ্যান করে। কোনো ধরনের চুক্তি হওয়ার আগে ১০ আগস্ট জার্মান যুদ্ধজাহাজ দার্দানেলিসের প্রবেশমুখে পৌঁছে এবং আনোয়ার পাশা তাদের প্রণালীতে প্রবেশের অনুমতি দেন। উজিরে আজম আপত্তি করে বলেন, জার্মান যুদ্ধজাহাজের উপস্থিতি অকালীন এবং বুলগেরিয়ার সঙ্গে প্রয়োজনীয় চুক্তি হওয়ার আগে ত্রিপক্ষীয় জোট অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। তিনি পুনরায় কল্পিত বিক্রির প্রস্তাব দেন।
   ব্রিটিশের চোখে ধূলো দিয়ে ১৯১৪ সালের ১১ আগস্ট এডমিরাল সৌচনের যুদ্ধজাহাজ কন্সটান্টিনোপলে এসে পৌঁছে। উইন্সটন চার্চিল জার্মান যুদ্ধজাহাজ পালিয়ে যাওয়ার ব্যাপারে এক বিবৃতিতে বলেন, এডমিরাল সৌচন অনমনীয়তার সঙ্গে গ্রীক দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যেতে থাকেন। তিনি চেষ্টা করছিলেন যাতে দার্দানেলিসে তাকে ভিড়তে দেয়া হয়। তিনি দিনিউসায় ৩৬ ঘন্টা বিলম্ব করেন এবং কয়েকবার তার একমুখী ওয়ারলেস ব্যবহারে বাধ্য হন।
   ১৯১৪ সালের ১৬ আগস্ট কামাল পাশা গোয়েবেন এবং ব্রেসলাউয়ের আনুষ্ঠানিক কমিশনিংয়ে সভাপতিত্ব করেন। পুনরায় এ দুটি জার্মান যুদ্ধজাহাজের নামকরণ করা হয় যথাক্রমে ইয়াভুজ সুলতান সেলিম ও মিদিল্লি। জার্মান অফিসার ও নাবিকদের অটোমান নৌবাহিনীতে আত্মীকরণ করা হয়। নাবিকরা তুর্কি ফেজ টুপি পরিধান করে। ব্রিটেন অটোমান ড্রীডনট যুদ্ধজাহাজ আটক করায় অটোমানরা দেশে ব্যাপক প্রচার চালায় যে, তারা জার্মান যুদ্ধজাহাজ ‘ক্রয়’ করেছে। সে সময় অটোমান নৌবাহিনীতে এডমিরাল সৌচনের পদমর্যাদা কি ছিল তা স্পষ্ট নয়। বিদেশি একটি দেশের নৌবাহিনীতে জার্মান কমান্ডার হিসেবে তিনি ছিলেন জার্মান রাষ্ট্রদূত ওয়ানগেনহেইমের কমান্ডে। ১৯১৩ সালের ২৭ অক্টোবর থেকে তুরস্কে জেনারেল অটো লিমান ভন স্যান্ডার্সের অধীনে একটি জার্মান সামরিক মিশন কাজ করছিল। এডমিরাল সৌচন জার্মান সামরিক মিশনের অংশ না হওয়ায় জেনারেল স্যান্ডার্সের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এ পর্যায়ে সৈয়দ হালিম পাশা দেখতে পান যে, এডমিরাল সৌচন অথবা তার যুদ্ধাজাহাজ অটোমান নিয়ন্ত্রণে নেই। 
    ১৪ সেপ্টেম্বর আনোয়ার পাশা এডমিরাল সৌচনকে যুদ্ধজাহাজসহ কৃষ্ণসাগরে প্রবেশ এবং যেকোনো রুশ জাহাজে গোলাবর্ষণের নির্দেশ দেন। নৌমন্ত্রী আহমদ কামাল পাশাকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত সি-ইন-সি আনোয়ার পাশা এ নির্দেশ দিয়েছিলেন। চেইন অব কমান্ডে এডমিরাল সৌচনের অবস্থান ছিল অস্পষ্ট। উজিরে আজম সৈয়দ হালিম পাশা যুদ্ধমন্ত্রী আনোয়ার পাশার নির্দেশ যাচাইয়ে মন্ত্রিসভায় একটি ভোটাভুটির আয়োজন করতে বাধ্য হন। ভোটাভুটিতে আনোয়ার পাশার নির্দেশ বাতিল হয়ে যায়। একই সময় এডমিরাল সৌচন প্রশিক্ষণ মহড়া পরিচালনা করতে চাইছিলেন। তিনি জার্মান রাষ্ট্রদূত ওয়ানগেনহেইমের কাছে অভিযোগ করেন। তিনি তাকে সরাসরি অটোমান সরকারের কাছে প্রস্তাব দেয়ার অনুমতি দেন। ১৮ সেপ্টেম্বর এ জার্মান এডমিরাল ও সৈয়দ হালিম পাশার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।  সৈয়দ হালিম পাশা তার অনুরোধে অসন্তুষ্ট হন। 
   ১৫ সেপ্টেম্বর এডমিরাল লিম্পাস ব্রিটিশ নৌমিশন পরিত্যাগ করেন। প্রস্থানকারী ব্রিটিশ এডমিরালের ভূমিকা পালনে এডমিরাল সৌচনকে অনুরোধ করা হয়। সেপ্টেম্বরে দুটি তুর্কি প্রণালীর শক্তিবৃদ্ধি করতে এডমিরাল গাইডো ভন ইউজডোমের নেতৃত্বে ৭ শো নাবিক ও উপকূলীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জার্মান নৌমিশন এসে পৌঁছে। এডমিরাল গাইডো ভন ইউজডোমের নেতৃত্বাধীন নৌমিশনের অনুকরণে এডমিরাল সৌচনকে অটোমান নৌবাহিনীতে এক বছর কমিশন লাভ করতে হয়। এ সময় তিনি কামাল পাশার সরাসরি নির্দেশের আওতায় কাজ করতেন। কৃষ্ণসাগরে জার্মানদের মহড়া না চালাতে নিষেধ করা হয়।
   ১৯১৪ সালের ২৪ সেপ্টেম্বর ভাইস এডমিরাল পদমর্যাদায় এডমিরাল সৌচনকে অটোমান নৌবাহিনীতে কমিশন দেয়া হয়। ভাইস এডমিরাল হিসেবে তিনি সরাসরি যুদ্ধে নেতৃত্ব দিতে পারতেন। অন্যদিকে জেনারেল লিমান ভন স্যান্ডার্স কখনো তার মর্যাদায় পৌঁছতে পারেননি। অটোমান সাম্রাজ্যের প্রতি এডমিরাল সৌচনের আনুগত্য ছিল প্রশ্নবিদ্ধ। তবে তার মাধ্যমে জার্মানি অটোমান সশস্ত্র বাহিনীকে স্বাধীনভাবে ব্যবহারে সক্ষম হয়। এডমিরাল সৌচন ও তার যুদ্ধজাহাজগুলোকে সৈয়দ হালিম পাশা অটোমান নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হন। অটোমান সাম্রাজ্য ও এডমিরাল সৌচনের মধ্যে একটি অকার্যকর কমান্ডিং সম্পর্ক বিদ্যমান ছিল। নৌমন্ত্রী আহমদ কামাল পাশা যথার্থভাবে তার আত্মজীবনীতে এসব ঘটনা এড়িয়ে গেছেন। তিনি তার আত্মজীবনীতে ১২ থেকে ৩০ অক্টোবরের ঘটনাবলী উল্লেখ করেননি। 

কৃষ্ণসাগরে হামলা  
১৯১৪ সালের অক্টোবরে অটোমান নৌমন্ত্রী কামাল পাশা উর্ধতন কর্মকর্তাদের কাছে প্রেরিত এক নির্দেশে বলেন, এডমিরাল সৌচন নির্দেশ জারির ক্ষমতা রাখেন। কামাল পাশা কেন এ নির্দেশ দিয়েছিলেন তা তিনি তার আত্মজীবনীতে উল্লেখ করেননি। অটোমান নৌবাহিনীতে নি?

অটোমান সাম্রাজ্য


অটোমান সাম্রাজ্য (دولت عليه عثمانیه‎) হলো ইতিহাসের অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য। পাশ্চাত্যের বাইরের একমাত্র সাম্রাজ্য হিসেবে অটোমান সাম্রাজ্য মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত টিকে থাকে এবং এ সাম্রাজ্য ইউরোপ ও বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সাম্রাজ্যের ইতিহাস মধ্যপ্রাচ্য, বলকান উপদ্বীপ, মধ্য ও পশ্চিম ইউরোপের জাতিগুলোর ভাগ্য নির্ধারণ করেছে। একটি বৃহৎ শক্তি হিসেবে অটোমান সাম্রাজ্য পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে খ্রিস্টান বাইজান্টাইন সাম্রাজ্যের স্থলাভিষিক্ত হয় এবং নিজেকে ইসলামি খিলাফতের উত্তরাধিকারী হিসেবে দাবি করে। এমন এক সময় অটোমান সাম্রাজ্যের উত্থান ঘটে যে সময় চেঙ্গিস খান এশিয়া ও ইউরোপ জয় করছিলেন এবং চীন থেকে পোল্যান্ড পর্যন্ত একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলছিলেন। প্রায় একই সময় ইউরোপে ফ্রান্স ও ইংল্যান্ড শতবর্ষব্যাপী যুদ্ধ শুরু করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তখনো আজকের আমেরিকা আবিষ্কার হয়নি। তবে স্পেন ও পর্তুগাল এই নয়া পৃথিবী আবিষ্কারে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তুরস্ক ছাড়া অন্য কোনো দেশ নিজেকে অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী রাষ্ট্র হিসেবে দাবি করছে না। এ দেশটি হলো দুটি মহাদেশ জুড়ে। মূল অংশ এশিয়ায় এবং সাবেক রাজধানী ইস্তাম্বুল ইউরোপে। দুটি অংশের মাঝে দার্দানেলিস ও বসফোরাস প্রণালী এবং মারমারা সাগর। এ তিনটি জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপের সাথে এশিয়ার এবং খ্রিস্টানদের সাথে মুসলমানদের শত শত বার লড়াই হয়েছে।      
    অস্তাচলে হলেও এখনো প্রতিটি মুসলমান এ সাম্রাজ্যকে নিয়ে গর্ব করে। উত্থানের পর পতন অনিবার্য। এক বিশেষ পরিস্থিতিতে আধুনিক তুরস্কের মূল ভূখণ্ডে আকস্মিকভাবে অটোমান সাম্রাজ্যের উত্থান ঘটে এবং প্রকৃতির অমোঘ নিয়মে একসময় এ সাম্রাজ্য বিস্মৃতির অতলে তলিয়ে যায়। তবে তার রেশ এখনো শেষ হয়ে যায়নি। ইতিহাস অটোমান সুলতান ও অটোমান সাম্রাজ্যকে চিরদিন মনে রাখবে। সুলতান সোলেমানকে নিয়ে মুহতাসিম ইউজিল (দ্য ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি), সুলতান দ্বিতীয় মোহাম্মদকে নিয়ে ফাতিহ ১৪৫৩ এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা আরতুগ্র“লকে নিয়ে দিরিলিজ আরতুগ্র“ল চলচ্চিত্র নির্মাণ প্রমাণ করছে যে, তাদের আবেদন এখনো ফুরিয়ে যায়নি। এ সাম্রাজ্যের ইতিহাসের সাথে শুধু অটোমান নয়; তুর্কি, আরব, পার্সি, গ্রীক, সার্ব, রুশ, পোলিশ, চেক, আর্মেনীয়, বুলগেরীয়, হাঙ্গেরীয়, আলবেনীয়, ভেনিসীয়, জেনোয়িজ, ইতালীয়, স্পেনীয়, ফরাসি, জার্মান, পর্তুগীজ ও মামলুকসহ আরো বহু জাতি জড়িত।     
   একটি নির্দিষ্ট তারিখে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়। কিন্তু কবে এ সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল তা বলা কঠিন। ব্যাপকভাবে ধারণা করা হয় যে, ১২৯৯ সালে এ সাম্রাজ্যের সূচনা হয়েছিল। কোনো স্মরণীয় যুদ্ধ, কোনো স্বাধীনতা ঘোষণা কিংবা কোনো বিখ্যাত দুর্গের পতন ঘটা ছাড়া ইতিহাসের একটি বৃহত্তম সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল। বছরটি ছিল হিজরি ৬৯৯-৭০০ সাল। খ্রিস্টান ও ইসলামি বর্ষপঞ্জিতে একই সময় শতাব্দীর শুরু হয়। সম্ভবত এ বিবেচনায় ১২৯৯ সালকে অটোমান সাম্রাজ্যের শুরু হিসেবে ধরা হয়। ১৩০০ সালে অটোমানরা ছিল পূর্ব বাইজান্টাইন সাম্রাজ্যের অংশ আনাতোলিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে নিয়োজিত মধ্য এশিয়া থেকে বিতাড়িত অগণিত তুর্কমেন গোষ্ঠীর অন্যতম। আনাতোলিয়া হলো কৃষ্ণসাগর, ভূমধ্যসাগর ও এজিয়ান সাগর পরিবেষ্টিত তুরস্কের বৃহত্তম ভূখণ্ড। আনাতোলিয়াকে এশিয়া মাইনরও বলা হয়। এশিয়া মাইনর মানে হলো ছোট এশিয়া। 
     ষোড়শ শতাব্দীতে অটোমানদের পাশাপাশি আরো দুটি বৃহত্তম মুসলিম শক্তির উত্থান ঘটে। একটি ছিল ইরানের সাফাভি এবং আরেকটি ভারতে মোগল। তৈমুরের উত্তরসূরি মোগলরা ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাফাভিরা ছিল সুফি। এসব সুফি আজারবাইজানের আরদাবিলে একটি মাজারের কাছে বসবাস করতো। তাদের প্রতিষ্ঠাতা ছিলেন সাইফউদ্দিন। সাইফউদ্দিন নিজেকে বিশ্বনবীর (সা.) বংশধর বলে দাবি করতেন।     
    অটোমানরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার অনেক আগে তুর্কমেনরা বাইজান্টাইন সাম্রাজ্যের পূর্ব সীমান্তে লুণ্ঠন চালাতো। সেলজুক তুর্কিরা হলো তুর্কমেনদের মধ্যে সবচেয়ে সফল। সেলজুক তুর্কিরা যাযাবর হিসেবে মধ্য এশিয়া থেকে মধ্যপ্রাচ্য ও আনাতোলিয়ায় অভিবাসন করে। সে  সময় অভ্যন্তরীণ গোলযোগে বাইজান্টাইন সাম্রাজ্যের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। সেলজুক তুর্কিরা খুব সামান্য প্রতিরোধের মুখোমুখি হয় এবং ১০৭১ সালে আনাতোলিয়ার উত্তরে সুলতান আল্প আরসালানের নেতৃত্বে মানজিকারাত যুদ্ধে একটি বাইজান্টাইন বাহিনীকে পরাজিত করে।  এ বিজয় তুর্কমেনদের পশ্চিমে অভিবাসনের দরজা খুলে দেয়। ৮ শো বছরের দিগি¦জয়ে মুসলমানরা স্পেন এবং ভূমধ্যসাগরের কয়েকটি দ্বীপ ছাড়া আর কোনো ভূখণ্ড হারায়নি। মরক্কো থেকে পাকিস্তান পর্যন্ত ভূখণ্ডে একটির পর একটি মুসলিম রাষ্ট্র। এখানে কোনো অমুসলিম রাষ্ট্র নেই। যেন মুসলিম রাষ্ট্রগুলো একে অন্যের পিঠে হেলান দিয়ে প্রাচীরের মতো দাঁড়ানো। সামরিক দিক থেকে কেউ অটোমান তুর্কিদের সমকক্ষ ছিল না। ষোড়শ শতাব্দীর শেষদিকে অটোমান অগ্রযাত্রা মন্থর হয়ে যায়। কেননা সংখ্যায় তুর্কিরা ছিল তাদের খ্রিস্টান প্রতিপক্ষদের তুলনায় স্বল্প।  
     এমন এক সময় ছিল যখন চীন সীমান্ত থেকে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতির নিয়ন্ত্রণ ছিল না। এশিয়ার দক্ষিণ ভাগে ছিল মোগল সাম্রাজ্য, তার লাগোয়া ছিল পারস্যের সাফাভি সাম্রাজ্য, মধ্যভাগে সেলজুক সাম্রাজ্য ও মামলুক সালতানাত এবং পশ্চিমে শেষ মাথায় অটোমান সাম্রাজ্য। সেলজুক সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর অটোমান সাম্রাজ্যের উত্থান ঘটে। দুঃখজনক হলেও সত্যি যে, অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে। সুলতান দ্বিতীয় বায়েজীদ স্পেনের মুসলমানদের রক্ষায় সামরিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি শুধু মুসলমান নন, ইহুদিদেরও রক্ষা করেন। এ উদ্দেশ্যে তিনি এডমিরাল কামাল রইসকে স্পেনে পাঠান। তবে তিনি পূর্বাঞ্চলে মামলুক হুমকিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। সুলতান সোলেমানের আমলে সুদূর ইন্দোনেশিয়ার সুমাত্রায় পর্তুগীজদের বিরুদ্ধে কুরতোগলু খিজির রইসের নেতৃত্বে অটোমানরা অভিযান চালিয়েছিল। ভারত মহাসাগরে প্রথম অভিযান চালিয়েছিলেন সোলায়মান পাশা। সোলায়মান পাশার পর অভিযান চালান যথাক্রমে পিরি রইস, মুরাদ রইস ও সৈয়দ আলী রইস। কাপুরুষের মতো পালিয়ে আসায় পিরি রইসকে মৃত্যুদণ্ড দেয়া হয়। প্রলয়ঙ্করী ঝড়ে নৌবহর ল-ভ- হয়ে গেলে সৈয়দ আলী রইস দিল্লিতে মোগল সম্রাট হুমায়ুনের দরবারে আশ্রয় নেন। ইংরেজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর সামর্থ্য অটোমানদের ছিল। কিন্তু তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল পশ্চিম ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর। এ অঞ্চলে অটোমানরা আজকের শক্তিশালী ইউরোপীয় জাতিগুলোকে কোণঠাসা করে রেখেছিল।  
     ১৬৮৩ সালের পর অটোমানরা আর কখনো ইউরোপের প্রতি হুমকি হয়ে উঠতে পারেনি। তারা দক্ষিণ-পূর্ব ইউরোপে ২ শো বছরের বেশি নিজেদের আধিপত্য বজায় রাখে এবং আধুনিক বুলগেরিয়া, সার্বিয়া, গ্রীস, রুমানিয়া, হাঙ্গেরী ও অন্য দেশগুলোতে প্রাধান্য বিস্তার করে। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত আধুনিক তুরস্ক, সিরিয়া, লেবানন, ইরাক, ইসরাইল, ফিলিস্তিন, জর্দান ও সৌদি আরবের অধিকাংশ ছিল এ সাম্রাজ্যের অংশ। ১৯২২ সালে বিলুপ্তির কয়েক দশক আগে অটোমান সাম্রাজ্যের কোনো ইউরোপীয় প্রদেশ ছিল না। ১৮৭৮ সালে বার্লিন চুক্তির আগে অটোমান সাম্রাজ্যকে একটি ইউরোপীয় শক্তি হিসেবে গণ্য করা হতো। শেষ দিনগুলোতে তাকে একটি এশীয় ও মধ্যপ্রাচ্যের শক্তি বলে মনে হতো। 
    দুটি ভিন্ন রুটে ইউরোপে ইসলাম প্রবেশ করে। একটি রুট ছিল জিব্রাল্টার প্রণালী এবং আরেকটি বসফোরাস প্রণালী। অটোমানরা দ্বিতীয় রুটে ইসলামকে ইউরোপীয় ভূখণ্ডে নিয়ে যায়। ১৩৫৪ সালে অটোমানরা ইউরোপে প্রবেশ করে এবং বলকান অঞ্চল বিজয়ের মধ্য দিয়ে অটোমান বেলিক একটি আন্তঃমহাদেশীয় সাম্রাজ্যে রূপান্তরিত হয়। ১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদ কন্সটান্টিনোপল বিজয় সম্পন্ন করলে বাইজান্টাইন সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে মহান সুলতান সোলেমানের রাজত্বকালে শক্তির চূড়ান্ত সীমায় পৌঁছার সময় অটোমান সাম্রাজ্য ছিল বহুজাতিক ও বহুভাষী। কন্সটান্টিনোপল রাজধানী হওয়ায় এবং ভূমধ্যসাগরের আশপাশের ভূখণ্ডগুলো নিয়ন্ত্রণ করায় অটোমান সাম্রাজ্য ৬ শো বছর প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করে।
    তিনটি মহাদেশ জুড়ে অটোমান সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। প্রাথমিকভাবে বাইজান্টাইন ভূখণ্ডে অটোমান সাম্রাজ্যের বীজ উপ্ত হয়েছিল। পরে মধ্য এশিয়া ও ইউরোপে এ সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটে। একসময়ের অখ্যাত উসমান গাজীর বংশধররা পরবর্তী ২ শো বছরের মধ্যে আড্রিয়াটিক উপকূলের দুরাজ্জো থেকে পূর্ব আনাতোলিয়ার ইরজুরুম পর্যন্ত ভূখণ্ডের ওপর প্রভুত্ব কায়েম করে। ইউরোপের সাথে নিরন্তর লড়াই করে তাকে অস্তিত্ব রক্ষা করতে হয়েছে। ভৌগোলিক সম্প্রসারণ ছিল অটোমান সাম্রাজ্যের অন্যতম নীতি। অধীনস্ত ভূখণ্ডের কোটি কোটি মানুষের ভরণ-পোষণ এবং বিপুল পরিমাণ সম্পদ লাভে এ নীতি গ্রহণ করা হয়েছিল। প্রথমে অটোমান সুলতানদের শাসন ছিল অনিরাপদ। সাম্রাজ্যকে সংহত করতে অটোমান সুলতানরা ক্রীতদাস ও ধর্মান্তরিত খ্রিস্টান জানবাজ যোদ্ধাদের নিয়ে গঠন করেন ক্র্যাক পদাতিক জেনিসারি। অটোমানরা অবনতিশীল বাইজান্টাইন সাম্রাজ্যকে উপর্যুপরি যুদ্ধে পরাজিত করে দ্রুত পশ্চিমে তাদের সাম্রাজ্যকে সম্প্রসারিত করে। এ সাম্রাজ্য একটি শক্তিশালী নৌশক্তি হিসেবে আবির্ভূত হয় এবং ভূমধ্যসাগরের অধিকাংশ নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করে। এক সময় অটোমান সাম্রাজ্য ইউরোপীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়। এ সাম্রাজ্যের সাফল্য ও সামরিক ক্ষমতা ছিল রোমান সাম্রাজ্যের সমান। ইতালীয় প-িত ফ্রান্সিসকো সানসোভিনো ও ফরাসি দার্শনিক জ্যাঁ বোদিন অটোমান সাম্রাজ্যের ভক্ত ছিলেন। 
   প্রজাদের নিঃশর্ত আনুগত্য ছিল অটোমান সাম্রাজ্যের স্থায়িত্বের অন্যতম উপাদান। প্রজারা অটোমান বংশের শাসনের অধিকারকে কখনো চ্যালেঞ্জ করেনি। তারা অটোমান বংশের এক সুলতানের স্থলে আরেক সুলতানের প্রতি আনুগত্য পরিবর্তনে দ্বিধা করেনি। তবে এ বংশের বাইরের কারো প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের কোনো উদাহরণ খুঁজে পাওয়া যায় না। মোটামুটি সবাই একমত ছিল যে, সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহর হাতে। উসমান গাজীর হাতে স্বপ্নযোগে আল্লাহ এ সার্বভৌমত্ব অর্পণ করেন এবং তার পরবর্তী ৩৬ জন পুরুষ সার্বভৌমত্বের অধিকারী ছিলেন। দেশের পর দেশ জয় করলেও অটোমানরা কোথাও নিজ হাতে শাসনভার গ্রহণ করেনি। জয় করার পর তারা প্রশাসন তুলে দিতো স্থানীয় লোকদের হাতে। কখনো কখনো উপযুক্ত লোক পাওয়া না গেলে অটোমানরা মাসের পর মাস অপেক্ষা করতো। ১৫২৬ সালে হাঙ্গেরীর মোহ্যাকচ যুদ্ধে এরকম একটি দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। অটোমানরা হাঙ্গেরীর রাজধানী বুদা লুণ্ঠন এবং স্মার্ণা দখল করে। কিন্তু ক্ষমতা বুঝে নেয়ার জন্য স্থানীয় কোনো নেতা এগিয়ে আসেননি। দেশটিতে বছরের শেষ তিন মাস ক্ষমতার শূন্যতা বিরাজ করে। রাজনৈতিক কর্তৃত্ব ভেঙ্গে পড়ে। বিজয়ীরা দেশটিতে তাদের শাসন চাপিয়ে দেয়নি।
   অটোমানরা তাদের রাজনৈতিক কর্তৃত্ব সংহত এবং প্রতিবেশিদের সাথে মিত্রতা স্থাপনে বিয়েকে একটি কার্যকর ব্যবস্থা হিসেবে গ্রহণ করে। বৈবাহিক সম্পর্ক স্থাপনে বর ও কনের পৈত্রিক ধর্ম কখনো অন্তরায় হয়ে দাঁড়াতে পারেনি। অটোমান সুলতানগণ মুসলমান হলেও নির্দ্বিধায় খ্রিস্টান পাত্রীর পাণি গ্রহণ করেন। হেরেমে তাদেরকে পৈত্রিক ধর্ম পালনের সুযোগ দিতেন। দ্বিতীয় অটোমান সুলতান ওরহান গাজী প্রতিদ্বন্দ্বী বাইজান্টাইন সম্রাট ষষ্ঠ জন কান্টাকুজেনির কন্যা থিওডোরা কান্টাকুজেনিকে বিয়ে করেন এবং যৌতুক হিসেবে কৌশলগত গ্যালিপলি উপত্যকা লাভ করেন। পরবর্তী অটোমান সুলতান প্রথম মুরাদ ১৩৭৮ সালে বুলগেরিয়ার রাজা আইভান আলেক্সান্ডারের কন্যা মারাকে বিয়ে করেন। একইভাবে তার উত্তরাধিকারী সুলতান প্রথম বায়েজীদ তার শত্র“ সার্বিয়ার রাজা লাজারের কনিষ্ঠা কন্যা মারিয়াকে বিয়ে করেন। এ ছাড়া তিনি জার্মিয়ানের আমির সোলায়মান শাহর কন্যা সুলতানা হাতুন এবং জুলকাদিরের আমির সাবান সুলি বে’র কন্যা এমিনি হাতুনকে বিয়ে করেন। সুলতান বায়েজীদ সুলতানা হাতুনকে বিয়ে করে তার পিতার অর্ধেক রাজত্ব লাভ করেন।     
 
অটোমান সাম্রাজ্যের ভৌগোলিক সীমা
পূর্বদিকে পারস্য উপসাগর থেকে উত্তর-পশ্চিমে ইউরোপের ভিয়েনা এবং উত্তরে ককেশাস পর্বতশ্রেণি থেকে পশ্চিমে মিসর পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সীমান্ত সম্প্রসারিত হয়েছিল। একসময় এ সাম্রাজ্যের আয়তন ২০ লাখ ৮৮ হাজার চার শো বর্গমাইলে পৌঁছে। এ সাম্রাজ্যের আওতায় ছিল দক্ষিণ-পূর্ব ইউরোপের অধিকাংশ, মধ্য ইউরোপের অংশবিশেষ, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়ার ককেশাস অঞ্চল, উত্তর আফ্রিকা ও আফ্রিকার শৃঙ্গ। যেসব দেশ অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেগুলো হলো তুরস্ক, সাইপ্রাস, মাল্টা, মিসর, গ্রীস, বুলগেরিয়া, রুমানিয়া, মেসিডোনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, আলবেনিয়া, মোলদাভিয়া, দক্ষিণ ইউক্রেন, জর্জিয়া, আর্মেনিয়া, হাঙ্গেরী, ইসরাইল, ফিলিস্তিন, জর্দান, লেবানন, সিরিয়া, সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চল, ইরাক, কুয়েত, ওমান, বাহরাইন, পূর্ব ইয়েমেন, উত্তর লিবিয়া, তিউনিসিয়া ও উত্তর আলজেরিয়া। এসব দেশ অধিকারে আসায় পূর্ব ইউরোপ ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল একজন একক শাসকের অধীনে আসে। কৃষ্ণসাগরে অটোমানদের একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েম হলে রুশ জাহাজের প্রবেশ বন্ধ হয়ে যায়। এতে সাম্রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। অটোমান সাম্রাজ্যের কোটি কোটি মানুষ অন্তত ২০টি ভাষায় কথা বলতো। সপ্তদশ শতাব্দীর শুরুতে অটোমান সাম্রাজ্যে ৩২টি প্রদেশ এবং বহু আশ্রিত রাজ্য ছিল। পরবর্তীতে কয়েকটি আশ্রিত রাজ্যকে অটোমান সাম্রাজ্যে একীভূত হয় এবং অবশিষ্টগুলোকে স্বায়ত্তশাসন মঞ্জুর করা হয়।   
(লেখাটি ‘অটোমান সাম্রাজ্যের উত্থান’ থেকে নেয়া। বইটি প্রকাশ করেছে আফসার ব্রাদার্স)।

সুলতান সোলেমানের জীবনের শেষ অভিযান

১৫৬৬ সালের ৬ আগস্ট হাঙ্গেরীর সিগেৎভার (Szigetvar) দুর্গ অবরোধ করা হয়। সিগেৎভার দুর্গ অবরোধ ছিল সুলতান সোলেমানের জীবনের শেষ অভিযান। ১৫৬৬ সালের জানুয়ারিতে তিনি শেষবার যুদ্ধযাত্রা করেন। এ অভিযানকালে নিজের তাঁবুতে স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেন। সিগেৎভারকে কোনো কোনো সময় সিগেত-ও (Sziget) বলা হয়। এ দুর্গ সুলতান সোলেমান দ্য ম্যাগনিফিসেন্টের ভিয়েনা অগ্রযাত্রায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। নিকোলা সুবিচ জিরিনস্কির নেতৃত্বে হ্যাবসবার্গের সৈন্যবাহিনীর সাথে সুলতান সোলেমানের নেতৃত্বে অটোমান সৈন্যবাহিনীর মধ্যে এ লড়াই হয়। হ্যাবসবার্গ সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। তবে বিজয়ী হলেও একই বছর ভিয়েনায় অটোমান সম্প্রসারণ থেমে যায়। ১৬৮৩ সালে ভিয়েনা যুদ্ধের আগে এ নগরীর প্রতি অটোমান হুমকি দেখা দেয়নি। বিজয়ী হওয়ার জন্য অটোমানদের চড়া মূল্য দিতে হয়। মাত্র এক মাসে ২০ হাজারের বেশি সৈন্য নিহত হয়। রবার্ট উইলিয়াম ফ্রেসারের মতে, সিগেৎভার দুর্গ অবরোধকালে ১০ হাজারের বেশি কামানের গোলা নিক্ষেপ করা হয়।
 
পূর্ববর্তী ঘটনা 
সোলেমান সিগেৎভার অভিযানে যোগদানে তার পুত্র সেলিমকে নির্দেশ দেননি। সেলিম ছিলেন তখন তার একমাত্র জীবিত পুত্র। তবে তিনি তাকে মদ্যপানে নিষেধ করেন। সেলিম বিরত না হলে সোলেমান তার পুত্রের মদ্যপানের এক সঙ্গীকে মৃত্যুদণ্ড দেন। সেলিমের পুত্র মুরাদ তার পিতার কাছে যেতে একটি গ্যালে চাইলে সোলেমান তাকে দুই মাস্তুলওয়ালা একটি জাহাজ দেন। ১৫৬২ সালের পহেলা আগস্ট তিনি বিয়ে দেয়ার জন্য সেলিমের তিন কন্যাকে ডেকে পাঠান। এসমিহান সুলতানাকে বিয়ে দেয়া হয় সকোল্লু মেহমুদ পাশার কাছে, গাভহারহান সুলতানাকে কাপুদান পাশা পিয়ালি পাশার কাছে এবং শাহ সুলতানাকে প্রধান বাজপাখি বহনকারী হাসান আগার কাছে। একইদিন তিনি দামাত আবদুল করিম পাশার কাছে মরহুম শাহজাদা মোস্তফার কন্যা নার্গিস শাহকে বিয়ে দেন।  সকোল্লুকে তিনি উজিরে আজমের পাশাপাশি সারাস্কার পদে উন্নীত করেন। অটোমান বংশের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে সকোল্লু সুলতান ছাড়া সব ক্ষমতার মালিক হয়ে যান।                            
     পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান ছিলেন হ্যাবসবার্গের শাসক এবং ক্রোয়েশীয় অভিজাত ও অভিজ্ঞ সেনাপতি নিকোলা সুবিচ জিরিনস্কি ছিলেন সিগেৎভার দুর্গের কমান্ডার। চূড়ান্ত লড়াইয়ে জিরিনস্কি নিজে এবং তার দুর্গের ২ হাজার তিন শো সৈন্যের প্রায় সবাই নিহত হয়। যুুদ্ধের শেষ দিন নিহত হয় ৬ শো সৈন্য। সুলতান সোলেমানের মূল লক্ষ্য ছিল উত্তর হাঙ্গেরীর দ্বিতীয় বৃহত্তম শহর ইগার (Eger)। কিন্তু তিনি শুনতে পান যে, সিকলোস শহরে জিরিনস্কি তার বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হয়েছেন এবং সেখানে তিনি একটি বিরাট অটোমান সরবরাহ বহর ধ্বংস করেছেন। জিরিনস্কির এ তৎপরতার জবাবে সুলতান সোলেমান তার মূল পরিকল্পনা সংশোধন করেন এবং সিগেৎভারে জিরিনস্কির বিরুদ্ধে অগ্রযাত্রা করেন। নিকোলা সুবিচ জিরিনস্কি ছিলেন ক্রোয়েশিয়ার একজন শীর্ষ ভূস্বামী, সীমান্ত যুদ্ধে অভিজ্ঞ এবং ১৫৪২ থেকে ১৫৫৬ সাল পর্যন্ত একজন বান (ক্রোয়েশীয় রাজকীয় প্রতিনিধি)। প্রাথমিক জীবনে ভিয়েনা অবরোধে তিনি কৃতিত্ব প্রদর্শন করেন এবং একটি সফল সামরিক জীবন অনুসরণ করেন। 
    ১৫২৬ সালে মোহাকচ যুদ্ধের পর হাঙ্গেরী ও ক্রোয়েশিয়া উভয় দেশের অভিজাতরা প্রথম ফার্ডিনান্ডকে রাজা মনোনীত করেন। অন্যদিকে টান্সিলভানিয়ার ভইভড জন জাপোলিয়া হাঙ্গেরীর সিংহাসন দাবি করেন। পরস্পরবিরোধী দুজন রাজার কর্তৃত্ব প্রতিষ্ঠায় হ্যাবসবার্গ ও তার মিত্রদের সাথে অটোমান সাম্রাজ্যের উপর্যুপরি যুদ্ধ হয়। এ যুদ্ধ লিটল ওয়ার ইন হাঙ্গেরী নামে পরিচিত। ১৫২৯-১৫৫২ সাল নাগাদ স্থায়ী যুদ্ধে উভয়পক্ষের বিপুল প্রাণহানি ঘটে। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি হাঙ্গেরী ব্যাপক ভূখণ্ড হারায়। তবে ইগার অবরোধে বিজয়ী হলে তাদের ক্ষতি অনেকটা পুষিয়ে যায়। ইগারে পরাজিত হলে অটোমানরা ১৫৬৬ সালে ইউরোপে নতুন করে দিগি¦জয় শুরু করে। সিগেৎভার অভিযান নাগাদ হাঙ্গেরীতে অটোমান অভিযান চলতে থাকে। ১৫৬৬ সালের ৬ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর নাগাদ সিগেৎভার যুদ্ধ স্থায়ী হয়। এ যুদ্ধকে এত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় যে, ফরাসি ধর্মযাজক ও রাষ্ট্রনায়ক কার্ডিনাল রিচেলিউ মন্তব্য করেছিলেন, এ যুদ্ধ সভ্যতাকে রক্ষা করেছে। সিগেৎভার যুদ্ধ হাঙ্গেরী ও ক্রোয়েশিয়ায় এখনো বিখ্যাত এবং দ্য সীজ অব সিগেৎ শিরোনামে হাঙ্গেরীর মহাকাব্যিক কবিতা এবং নিকোলা সুবিচ জিরিনস্কি শিরোনামে ক্রোয়েশিয়ান নাটক রচনায় অনুপ্রেরণা যুগিয়েছে। 
                                                                                                                    পটভূমি
১৫২৬ সালের ২৯ আগস্ট মোহাকচের যুুদ্ধে রাজা দ্বিতীয় লুইয়ের নেতৃত্বাধীন হাঙ্গেরী রাজ্যের সৈন্যবাহিনী সোলেমানের নেতৃত্বাধীন অটোমান সৈন্যবাহিনীর কাছে পরাজিত হয়। লড়াইকালে রাজা লুই নিহত হন। রাজা লুই নিঃসন্তান হওয়ায় হাঙ্গেরী রাজ্য ভেঙ্গে যায়। হাঙ্গেরী ও ক্রোয়েশিয়া উভয়ে বিতর্কিত ভূখণ্ডে পরিণত হয়। তাদের ওপর হ্যাবসবার্গ ও অটোমান সাম্রাজ্যের ভূখণ্ডগত দাবি ছিল। হ্যাবসবার্গ রাজবংশের সন্তান ও রোমান সম্রাট পঞ্চম চার্লসের ভাই প্রথম ফার্ডিনান্ড নিহত রাজা দ্বিতীয় লুইয়ের বোনকে বিয়ে করেন এবং হাঙ্গেরী ও ক্রোয়েশিয়া উভয় দেশের অভিজাতরা তাকে রাজা মনোনীত করেন। হাঙ্গেরীর সিংহাসন নিয়ে রাজা ফার্ডিনান্ড ও টান্সিলভানিয়ার ভইভড জন জাপোলিয়ার মধ্যে বিরোধ বাধে। সুলতান সোলেমান জাপোলিয়াকে গোটা হাঙ্গেরীর রাজা বানিয়ে দেয়ার প্রতিশ্র“তি দেন। ফার্ডিনান্ড গোটা হাঙ্গেরীতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অগ্রযাত্রা করেন এবং ১৫২৭ সালে জন জাপোলিয়ার কাছ থেকে রাজধানী বুদা কেড়ে নেন। ১৫২৯ সালে অটোমানদের পাল্টা হামলায় ফার্ডিনান্ড তার সব ভূখণ্ড হারান। সুলতান সোলেমান হাঙ্গেরী থেকে ফার্ডিনান্ডের সৈন্যবাহিনীকে ছুঁড়ে ফেলে দেন এবং রাজধানী বুদায় প্রবেশ করেন। বুদা প্রদেশ নামে হাঙ্গেরীর মূল ভূখণ্ডকে অটোমান সাম্রাজ্যে একীভূত করা হয়। ১৫২৯ সালে ভিয়েনা অবরোধ ছিল অস্ট্রিয়ার রাজধানী দখলে সুলতান সোলেমানের প্রথম প্রচেষ্টা। এ অবরোধ অটোমানদের শক্তির সর্বোচ্চ সীমা নির্দেশ করে এবং মধ্য ইউরোপে অটোমান সম্প্রসারণের চূড়ান্ত ধাপ হিসেবে চি‎িহ্নত হয়। 
    ১৫৬৫ ও ১৫৬৬ সালের গোড়ার দিকে সুলতান সোলেমান ও পবিত্র রোমান সম্রাট ম্যাক্সিমিলিয়ানের মধ্যে উত্তেজনা ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। ম্যাক্সিমিলিয়ান অটোমান বে তেল্লি হাসান পাশার অধিকৃত ভূখণ্ড ফেরত দাবি করছিলেন। আলোচনা ব্যর্থ হলে ম্যাক্সিমিলিয়ান যুদ্ধ ঘোষণা করেন এবং উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশা তার ভাতিজা বসনিয়ার সকোল্লু মোস্তফা বে’কে ম্যাক্সিমিলিয়ানের বিরুদ্ধে অগ্রযাত্রা করার নির্দেশ দেন। মোস্তফা বে ক্রুপা ও ডাভোর দখলে সক্ষম হন। সুলতান সোলেমান অবিলম্বে রোমান সম্রাট ম্যাক্সিমিলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং উজিরে আজম সৈন্যবাহিনীর অগ্রযাত্রার ব্যবস্থা করেন। তিনি অগ্রভাগে যাত্রা করেন এবং সুলতানের আগমনের প্রস্তুতি নেন।       
 
লিটল ওয়ার                  
১৫২৯-১৫৫২ সাল পর্যন্ত বছরগুলো লিটল ওয়ার হিসেবে পরিচিত। ১৫২৯ সালে সুলতান সোলেমানের ভিয়েনা অবরোধ ব্যর্থ হলে ১৫৩০ সালে হৃত ভূখণ্ড পুনরুদ্ধারে রাজা ফার্ডিনান্ড পাল্টা হামলা চালান। জন জাপোলিয়া বুদার ওপর তার হামলা নস্যাৎ করে দেন। তবে ফার্ডিনান্ড গ্রান (ইস্টারগম) এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সীমান্ত দানিয়ুব বরাবর আরো কয়েকটি বন্দর দখলে সফল হন। ১৫৩২ সালে সুলতান সোলেমান জবাব দেন। তিনি এক লাখ ২০ হাজার সৈন্য নিয়ে পুনরায় ভিয়েনা অবরোধ করেন। ফার্ডিনান্ড গান্স (কোসেগ) রক্ষায় মাত্র ৭ শো সৈন্য রেখে পিছু হটেন। এসব সৈন্যের কোনো কামান ছিল না। অটোমান উজিরে আজম ইব্রাহিম পাশা কোসেগ দুর্গের দুর্বল প্রতিরক্ষা আঁচ করতে পারেননি। অবরোধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে সুলতান সোলেমান তার সাথে যোগদান করেন। 
   ক্রোয়েশীয় ক্যাপ্টেন নিকোলা জুরিসিচ ও তার ৮০০ সৈন্যের দুর্গ ২৫ দিনের বেশি অটোমানদের ঊনিশটি পূর্ণাঙ্গ হামলা এবং বিরামহীন গোলাবর্ষণ মোকাবিলা করে। উদার শর্তে শহরকে আত্মসমর্পণের প্রস্তাব দেয়া হয়। সুলতান সোলেমান ও ফার্ডিনান্ডের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হলে অটোমানরা পিছু হটে। হ্যাবসবার্গ রাজবংশ অটোমানদের আশ্রিত জন জাপোলিয়াকে হাঙ্গেরীর রাজা হিসেবে স্বীকৃতি দেয়। এ চুক্তি ফার্ডিনান্ড ও জন জাপোলিয়া কাউকে সন্তুষ্ট করতে না পারায় সীমান্ত বরাবর তাদের সৈন্যবাহিনী সংঘর্ষে লিপ্ত হয়। ১৫৩৭ সালে ফার্ডিনান্ড চুক্তি ভঙ্গ করে ওসিজেকে জন জাপোলিয়ার সৈন্যবাহিনীকে অবরোধ করেন। মোহাকসের মতো এ অবরোধ একটি বিপর্যয়ে পরিণত হয়। অটোমান উদ্ধারকারী বাহিনী অস্ট্রীয়দের গুঁড়িয়ে দেয়। পুনরায় ভিয়েনা আক্রমণ করার পরিবর্তে সুলতান সোলেমান দক্ষিণ ইতালির ওট্রান্টোতে অভিযান চালান। ১৫৩৮ সালে প্রিভেজায় নৌযুদ্ধে অটোমানদের বিজয় হ্যাবসবার্গ-নেতৃত্বাধীন জোটের আরেকটি পরাজয় হিসেবে চি‎িহ্নত হয়। ১৫৪০ সালে জন জাপোলিয়া পরলোকগমন করলে তার শিশু পুত্র জন দ্বিতীয় সিগিসমান্ড জাপোলিয়া তার স্থলাভিষিক্ত হন এবং তার কাছে টান্সিলভানিয়ার শাসনভার অর্পণ করা হয়। সিগিসমান্ডের রাজত্বের অধিকাংশ সময় সুলতান সোলেমানের অব্যাহত সমর্থনে তার মা ইসাবেলা জাগিওলন  দেশ শাসন করেন। ১৫৭০ সালে সিংহাসন ত্যাগ করা নাগাদ দ্বিতীয় সিগিসমান্ড হাঙ্গেরীর নামমাত্র রাজা হিসেবে বহাল থাকেন এবং দেশকে হ্যাবসবার্গ শাসনে ন্যস্ত করেন। ইসাবেলা জাগিওলনকে সহায়তা দানের আহক্ষানে অটোমানরা সাড়া দেয় এবং বুদা অবরোধ করে। ১৫৪১ সালে বুদা অবরোধে হ্যাবসবার্গ আবার শোচনীয় পরাজয় বরণ করে। ১৫৪৩ সালের এপ্রিলে সুলতান সোলেমান হাঙ্গেরীতে আরেকটি অভিযান চালান এবং ব্রান ও অন্যান্য বন্দর দখল করে নেন। এতে হাঙ্গেরীর অধিকাংশ ভূখণ্ড অটোমান নিয়ন্ত্রণে ফিরে আসে। ১৫৪৩ সালের আগস্টে অটোমানরা ইস্টারগম (Esztergom) অবরোধে বিজয়ী হয়। সুলতান সোলেমান ১৫৪৩ সালের ২৫ জুলাই হাঙ্গেরীর এ শহর অবরোধ করেন এবং ১০ আগস্ট শেষ হয়। দুসপ্তাহের অবরোধে অটোমানরা বিজয়ী হয়। চুক্তি অনুযায়ী হাঙ্গেরী অভিযানে ফরাসি সৈন্যরা অটোমানদের সাথে যোগদান করে। ১৫৪৩-৪৪ সালে অটোমানদের সহায়তায় একটি ফরাসি আর্টিলারি ইউনিট পাঠানো হয়। এ ইউনিটকে অটোমান সৈন্যবাহিনীতে সংযুক্ত করা হয়। ১৫৪২ সালে অস্ট্রিয়ার রাজা ফার্ডিনান্ড বুদা পুনর্দখলের ব্যর্থ চেষ্টা করায় ইস্টারগম অবরোধ করা হয়। ইস্টারগম অবরোধ শেষ হলে তিনটি হাঙ্গেরীয় শহর শেকেসফারভার (Szekesfehervar), সিকলোস (Siklos) ও সিগেদ (Szeged) দখল করা হয়। এ তিনটি শহর দখল করা হলে বুদার নিরাপত্তা আরো নিশ্চিত হয়। 
      পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরে ফরাসি মিত্রদের তৎপরতার কোনো খবর না পাওয়ায় সোলেমান ভিয়েনার সামনে এগিয়ে যাওয়া থেকে বিরত থাকেন। অটোমানদের সফল অভিযানের পর ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের মধ্যস্থতায় ১৫৪৫ সালে  রোমান সম্রাট পঞ্চম চার্লসের সাথে এক বছর মেয়াদী একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। পারস্যের বিরুদ্ধে অভিযানে ব্যস্ত থাকায় সুলতান সোলেমান নিজেও বৈরিতা অবসানের পক্ষে ছিলেন। দুবছর পর ১৫৪৭ সালে আদ্রিয়ানোপল চুক্তিতে পঞ্চম চার্লস ও ফার্ডিনান্ড হাঙ্গেরীতে অটোমানদের পূর্ণ নিয়ন্ত্রণ স্বীকার করে নেন। এমনকি ফার্ডিনান্ড উত্তর ও পশ্চিমাঞ্চলীয় হাঙ্গেরীতে হ্যাবসবার্গের নিয়ন্ত্রণে বিনিময়ে বার্ষিক ত্রিশ হাজার স্বর্ণমুদ্রা পরিশোধে সম্মত হন। ১৫৫২ সালে কারা আহমদ পাশা ও সকোল্লু মেহমুদ পাশার নেতৃত্বে ৩৫ থেকে ৪০ হাজার অটোমান সৈন্য উত্তর হাঙ্গেরীতে ইগার দুর্গ অবরোধ করে। সুলতান সোলেমান ইগার আক্রমণের সিদ্ধান্ত নেয়া নাগাদ হ্যাবসবার্গ ও অটোমানদের মধ্যে আরেকটি চুক্তি হয়। ইস্তভান ডোবোর নেতৃত্বে হাঙ্গেরীর দুহাজার তিন শো সৈন্য অটোমান হামলা প্রতিহত এবং দুর্গ রক্ষা করে। ইগার দুর্গ অবরোধে অটোমানরা ১৬টি বৃহৎ এবং দেড় শো মাঝারি আকারের কামান এবং দুহাজার উট ব্যবহার করে। পক্ষান্তরে প্রতিরোধকারীদের কাছে ছিল ৬টি বড় কামান, এক ডজন ক্ষুদ্র কামান এবং তিন শো ট্রেন্স গান। উভয়পক্ষের শক্তিতে এ ব্যবধান থাকা সত্ত্বেও ইগার দুর্গ ৫টি বৃহত্তম অটোমান হামলা এবং কামানের বিরামহীন গোলাবর্ষণ প্রতিহত করতে সক্ষম হয়। অবরোধ শেষ হওয়ার আগে দুর্গের অভ্যন্তরে কামানের প্রায় ১২ হাজার গোলা পতিত হয়। ৩৯ দিনের রক্তক্ষয়ী অবরোধ শেষে অটোমানরা ইগার থেকে পিছু হটে। ইস্তভান ডোবোর দুজন দেহরক্ষীসহ এক-তৃতীয়াংশ প্রতিরোধকারী নিহত হয়। ইগার অবরোধ নিষ্ফল প্রমাণিত হয় এবং হ্যাবসবার্গ বিজয়ী হলে হাঙ্গেরীর ভৌগোলিক ক্ষতির অবসান ঘটে। ইগারের অস্তিত্ব বজায় থাকায় অস্ট্রীয়রা বিশ্বাস করতে শুরু করে যে, হাঙ্গেরী নিয়ে লড়াই তখনো শেষ হয়নি এবং ১৫৬৬ সালে হাঙ্গেরীতে অটোমানরা পুনরায় অভিযান চালায়।

১৫৬৬ সালের অভিযান
১৫৬৬ সালের জানুয়ারিতে সুলতান সোলেমান তার জীবনের শেষ যুদ্ধযাত্রা করেন। তার বয়স ছিল তখন ৭২ বছর। গেঁটে রোগে আক্রান্ত হওয়ায় তিনি পাল্কিকে চড়ে যাত্রা করেন। তিনি নামমাত্র ২৩তম সামরিক অভিযানে নেতৃত্ব দেন। ১৫৬৬ সালের পহেলা মে সুলতান একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে কন্সটান্টিনোপল ত্যাগ করেন। জামুনের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় সৈন্যবাহিনীর একটি অংশ ভারাজদিন অতিক্রম করে এবং ভিয়েনা অভিমুখে অগ্রযাত্রা করার আগে ইগারে আঘাত হানে। নিকোলা সুবিচ জিরিনস্কি অটোমান সানজাক বে তিরহাল মোহাম্মদকে পরাজিত এবং তাকে ও তার পুত্রকে হত্যা করেন। এছাড়া তিনি ১৭ হাজার ডুকাট (স্বর্ণমুদ্রা) আটক করেন। সকোল্লু মেহমেদ পাশা কুর্ণিশ করে সুলতানকে এ খবর দেন। খবরটি খুব গুরুত্বপূর্ণ না হলেও সুলতান চিন্তিত হন। তিনি সারাস্কার সকোল্লুকে বলেন, আমরা সিগেৎভারে যাবো। সকোল্লু নির্দেশ পালনে প্রস্তুত হন। সেখানে হ্যাবসবার্গ সৈন্যবাহিনী শান্তি বিনষ্ট এবং অটোমান আশ্রিত তরুণ রাজা জন সিগিসমান্ডকে হয়রানি করছিল। আরো উত্তরে এবলাউয়ে অস্ট্রীয় সৈন্যদের দেখা গিয়েছিল। 
     সকোল্লু সৈন্যদের যাত্রাপথ পরিবর্তনের কোনো কারণ দেখছিলেন না। সিগেৎভার ছিল পানি পরিবেষ্টিত একটি ছোট্ট গ্রাম। সেখানে একটি শক্তিশালী দুর্গ ছাড়া আর কিছু ছিল না। নিকোলা জিরিনস্কি এ দুর্গ দখল করে নিয়েছিলেন। সিগেৎভারের সাথে মাল্টার মিল থাকায় সোলেমান বিস্মিত হন। সিগেৎভারে তিনি পরাজিত হতে প্রস্তুত নন। পরদিন তিনি ঘোড়ার গাড়িতে এ গ্রামের পশ্চিমে যাবার ঘোষণা দেন। সকোল্লু মাথা তোলেন। তিনি দ্রুত চিন্তা করছিলেন। হাজার হাজার সৈন্যের যাত্রাপথ কিভাবে ঘুরিয়ে দেয়া যায় তা নিয়ে ভাবছিলেন। তিনি মুখ খোলার আগেই সোলেমান বললেন, মেহমেদ সকোল্লু, আমি সেখানে যেতে চাই। সুলতান কঠোর কণ্ঠে নির্দেশ দেয়ায় সারাস্কার নীরব হয়ে যান। সকোল্লু ভাবছিলেন তার মহান প্রভু সত্যি নির্বোধ কিনা। তিনি মাথা নিচু করে বললেন, জাঁহাপনা আমি আপনার নির্দেশ শুনতে পেয়েছি। তবে ঘোড়ার গাড়ির চেয়ে নৌকা ভালো হবে। কারাদেনিজে (কৃষ্ণসাগর) বহু গ্যালে আছে। আপনি জলপথে সিগেৎভারে যেতে পারেন। সকোল্লু নিশ্চিতভাবে সিগেৎভারের রাস্তা চিনতেন। কেননা দ্রাভি নদীর তীরে এবং পর্বতমালার পশ্চিমে ছিল তার পৈত্রিক বাড়ি। 
    দ্রাভি নদীতে সুলতানের জন্য একটি প্রমোদতরীর ব্যবস্থা করা হয়। এতে ছিল সোনালী রংয়ের একটি অর্ধচন্দ্র এবং চন্দ্রাতপ। সুলতান চন্দ্রাতপের নিচে শুয়ে রাস্তার দুপাশের দৃশ্য দেখছিলেন। তার বামদিকে ছিল পর্বত। তিনি রাস্তায় লোকজন দেখতে পান। প্রমোদতরীর পাশাপাশি কয়েকটি ষাড় একটি বিশাল কামান বহন করে নিয়ে যাচ্ছিল। কামানের নাম ছিল কাৎজিয়ানার। অস্ট্রিয়ার সেনাপতি কাৎজিয়ানারের নামানুসারে এ কামানের নামকরণ করা হয়। একবার সেনাপতি কাৎজিয়ানার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে অটোমানদের কাছে আশ্রয় নিয়েছিলেন। সোলেমান একটি মুচকি হাসি দেন। ক্ষণকাল তিনি ভাবছিলেন কামান ও গোলাবারুদ না থাকলে অথবা সাগর পাড়ি দেয়ার জন্য জাহাজ না থাকলে কী উপায় হতো। সিগেৎভারের উপকণ্ঠে সোলেমানের জন্য একটি তাঁবু খাটানো হয়। তিনি তাঁবুর দিকে এগিয়ে গেলে জেনিসারির আগা তাকে অভ্যর্থনা জানানোর জন্য ঘোড়ার গাড়ির দরজা পর্র্যন্ত এগিয়ে যান। আগা তাকে নিচে নামতে অনুরোধ করেন। লাল টকটকে কাপড়ে সিগেৎভার দুর্গের শীর্ষদেশ আচ্ছাদিত ছিল। সোলেমান দুর্গের দিকে তাকান। এসময় অশ্বারোহী সৈন্যরা তার চারপাশে গিজগিজ করছিল এবং বাতাসে তার পতাকা উড়ছিল। দুর্গ থেকে সূর্যের আলো ঠিকরে পড়ছিল। খ্রিস্টানরা দুর্গে ধাতব প্লেট লাগিয়ে রাখে যাতে সূর্যের আলো ঝলসে ওঠে। সুলতান সোলেমানের আগমন টের পেয়ে দুর্গ থেকে কামানের গোলাবর্ষণ করা হয়। সুলতান সোলেমান সিগেৎভার অবরোধে উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশার নেতৃত্বে একটি সৈন্যবাহিনী পাঠান। অন্যদিকে তিনি অবস্থান করছিলেন হারসাঙ্গে। বুদিনের কমান্ডার আরসালান পাশা ভারপালোটা, ভেজপ্রেম ও টাটা শহর হারান। সুলতান আরসালান পাশার মাথা কেটে আনার জন্য ১৫ জন সৈন্যের একটি প্লাটুন পাঠান। কিন্তু আরসালান তিনদিন আগে তার সৈন্যদের পরিত্যাগ করেন এবং সুলতানের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছিলেন। সুলতান উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশাকে একটি চিঠি দেখান। চিঠিতে আরসালান সুলতানকে অবজ্ঞা করেছিলেন। ৩ আগস্ট আরসালান ১৫ জন ভারি অশ্বারোহী সৈন্য নিয়ে সুলতানের তাঁবুতে এসে উপস্থিত হন। এ সময় উজিরে আজম তার আচরণের জন্য তাকে ভর্ৎসনা করেন এবং তাকে দেশদ্রোহিতার জন্য অভিযুক্ত করেন। উজির তার পদ কেড়ে নেন এবং তার ভাতিজা সকোল্লু মোস্তফা বে’কে তার স্থলে নিয়োগ দেন। সুলতান উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশার পুত্র কুর্ট বে ও হাসান বে’কে সাথে নিয়ে পিসিসে এসে পৌঁছান। ৪৯ দিন অগ্রযাত্রার পর সোলেমানের সৈন্যবাহিনী ১৫৬৬ সালের ২৭ জুন বেলগ্রেডে পৌঁছে। বেলগ্রেডে তিনি জন সিগিসমান্ড জাপোলিয়ার সাথে মিলিত হন। সিকলোসে একটি অটোমান দুর্গে জিরিনস্কির সফল আক্রমণের সংবাদ পেয়ে সুলতান সোলেমান ইগারে তার অভিযান স্থগিত রাখার ঘোষণা দেন এবং জিরিনস্কির হুমকি নির্মূলে সিগেৎভার দুর্গ দখলের সিদ্ধান্ত নেন।

অবরোধ  
১৫৬৬ সালের পহেলা মে উজিরে আজমসহ সুলতান সোলেমান কন্সটান্টিনোপল ত্যাগ করেন। তারা সোফিয়া, নিস ও বেলগ্রেডের মধ্য দিয়ে সেমলিনে অগ্রযাত্রা করেন। সেমলিনে তরুণ জন জাপোলিয়া সুলতানকে সম্মান জানানোর জন্য হাজির হন। তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হয়। সেমলিন থেকে আরলাউ অবরোধে সুলতানের অগ্রযাত্রা করার কথা ছিল। কিন্তু তিনি মনোভাব পরিবর্তন করেন এবং শক্তিশালী সিগেৎভার দুর্গ অবরোধের সিদ্ধান্ত নেন। ১৫৬৬ সালের ২ আগস্ট অটোমান অগ্রবর্তী বাহিনী সিগেৎভারে এসে পৌঁছে। দুর্গ রক্ষকরা বের হয়ে যাবার কয়েকটি সফল অভিযান চালায় এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক অটোমান সৈন্য নিহত হয়। ৫ আগস্ট সুলতান সোলেমান উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশার পুত্র কুর্ত বে এবং হাসান বে’সহ মূল বাহিনী নিয়ে পিসিচে পৌঁছান এবং সাইমিলিহোভ পাহাড়ে তার শাহী তাঁবু খাটান। এ তাঁবু থেকে তিনি যুদ্ধের পরিস্থিতি প্রত্যক্ষ করতে পারতেন। সুলতান তার তাঁবুতে অবস্থান করতেন। এখানে তিনি উজিরে আজম মেহমেদ পাশার কাছ থেকে মৌখিকভাবে যুদ্ধের অগ্রগতির খবর পেতেন। উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশা ছিলেন অটোমান সৈন্যবাহিনীর অপারেশনাল কমান্ডার। কাউন্ট জিরিনস্কি দেখতে পান যে, তিন শো কামানসহ দেড় লাখ শত্র“ সৈন্য তাকে অবরোধ করে ফেলেছে। তিনি অবরোধের আগে ২ হাজার তিন শো হাঙ্গেরীয় ও ক্রোয়েশীয় সৈন্য সমবেত করেছিলেন। এ বাহিনীতে ছিল তার ব্যক্তিগত এবং তার বন্ধু-বান্ধব ও মিত্রদের আরো কিছু সৈন্য। প্রতিরোধকারীদের অধিকাংশ ছিল ক্রোয়েশীয়। সৈন্যবাহিনী ও কমান্ডে উল্লেখযোগ্য সংখ্যক হাঙ্গেরীয় প্রতিনিধিত্ব ছিল। জলাভূমি সিগেৎভারকে তিন ভাগে বিভক্ত করে রেখেছিল। একটি ছিল পুরনো শহর, আরেকটি নয়া শহর এবং তৃতীয়টি দুর্গ। সেতু ও সড়ক এক অংশের সাথে আরেক অংশের সংযোগ রক্ষা করছিল।    
   সিগেৎভার দুর্গ নির্দিষ্টভাবে কোনো উঁচু ভূমির ওপর নির্মাণ করা হয়নি। তবে কোনো আক্রমণকারীর পক্ষে সেখানে সরাসরি প্রবেশ করা সম্ভব ছিল না। অন্য দুটি বেইলি ব্রিজ দখল করা ছাড়া মূল দুর্গে পৌঁছানো যেতো না। সুলতান সোলেমান দুর্গের সামনে এসে প্রাচীরে লাল কাপড় ঝুলতে দেখতে পান। মনে হচ্ছিল যেন বিশাল কোনো কামান থেকে গোলা ছুঁড়ে কোনো শক্তিশালী রাজাকে অভ্যর্থনা জানানো হবে অথবা কোনো বৌভাতের আয়োজন করা হয়েছে। সুলতান দুর্গে সর্বাত্মক হামলার নির্দেশ দিলে ৬ আগস্ট অবরোধ শুরু হয়। সাফল্যের সাথে এ হামলা প্রতিহত করা হয়। সংখ্যায় অত্যন্ত নগণ্য হলেও ভিয়েনা থেকে রাজকীয় সৈন্যবাহিনী তাদের জন্য কোনো সহায়তা পাঠায়নি। এক মাসের বেশি রক্তাক্ত লড়াইয়ের পর অবশিষ্ট প্রতিরোধকারীরা শেষ বুঝাপড়া করার জন্য পুরনো শহরে পিছু হটে। সুলতান জিরিনস্কিকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা করেন। তাকে অটোমান সার্বভৌমত্বের অধীনে ক্রোয়েশিয়ার নেতৃত্ব গ্রহণের প্রস্তাব দেন। কিন্তু কাউন্ট জিরিনস্কি কোনো জবাব না দিয়ে লড়াই চালিয়ে যান। দুর্গের পতন অবশ্যম্ভাবী বলে প্রতীয়মান হচ্ছিল। কিন্তু অটোমান হাইকমান্ড ছিল দ্বিধান্বিত। 
                                                                                                                       
সুলতান সোলেমানের মৃত্যু
১৫৬৬ সালের ৬ সেপ্টেম্বর সুলতান সোলেমান তার তাঁবুতে মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যু সংবাদ গোপন রাখা হয়। শুধুমাত্র সুলতানের ইনার সার্কেল জানতো যে, তিনি ইন্তেকাল করেছেন। অটোমানরা আশঙ্কা করতো যে, সৈন্যরা সুলতানের মৃত্যু সংবাদ শুনতে পেলে লড়াই বন্ধ করে দেবে। তাই ৪৮ দিন তার মৃত্যু সংবাদ গোপন রাখা হয়। উজিরে আজম সুলতানের মৃত্যুর সব সাক্ষীকে হত্যা করেন এবং ঘোষণা করেন, সুলতান এত দুর্বল যে, তিনি দায়িত্ব পালনে সক্ষম নন। সিগেৎভারে তিনি সুস্থ হয়ে উঠছেন। তিনি সুলতানের পক্ষে কাজ করছেন। উজিরে আজম সিগেৎভার দখলে সম্পৃক্তদের পুরস্কৃত এবং সৈন্যদের বেতন বৃদ্ধি করেন। তিনি সৈন্যবাহিনীর একটি অংশকে বাবোকসা দখলে পাঠান। তাতাররা সুলতানের মৃত্যুর সংবাদ ফাঁস করে দেয়। উজিরে আজমের ভাতিজা সকোল্লু মোস্তফা বে চিঠি লিখে সোলেমানের উত্তরসূরি শাহজাদা দ্বিতীয় সেলিমকে তার পিতার মৃত্যু সংবাদ অবহিত করার উদ্যোগ নেন। সুলতানের তাঁবু থেকে তিনি একটি চিঠি দিয়ে একজন বার্তাবাহক পাঠান। ৮ দিনের মধ্যে বার্তাবাহক দূরবর্তী এশিয়া মাইনরে পৌঁছে। তবে বার্তাবাহক চিঠির বিষয়বস্তু সম্পর্কে ছিল অজ্ঞ। সেলিম অবিলম্বে স্রেমস্কা যাত্রা করেন। ভুকোভারে এসে পৌঁছলে মোস্তফা তার কাছে একটি বার্তা হস্তান্তর করেন। বার্তায় তিনি তাকে সৈন্যবাহিনীকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাতে এবং কার্যকরভাবে সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণে বেলগ্রেডে যাবার অনুরোধ করেন। সেলিম বেলগ্রেডে ফিরে যান এবং উজিরে আজম সৈন্যবাহিনীকে সেখানে যাবার নির্দেশ দেন। 
    ১৫৬৬ সালের অক্টোবরে সৈন্যবাহিনী বেলগ্রেড অভিমুখে যাত্রা করে। সুলতানের মৃত্যুর ৪৮ দিন পর উজিরে আজম আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু সংবাদ ঘোষণা করেন। পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় তিনি সুলতানের লাশে সুগন্ধি মাখান এবং সৈন্যবাহিনীকে নয়া সুলতানের সাথে সাক্ষাতে বেলগ্রেডে অগ্রযাত্রা করার নির্দেশ দেন। সুলতান সোলেমানকে কন্সটান্টিনোপলে সোলাইমানিয়া মসজিদে স্ত্রী হুররমের মাজারের পাশে সমাহিত করা হয়। পিতার দাফনে নয়া সুলতান সেলিম উপস্থিত হতে পারেননি। তিনবার যাত্রাবিরতির পর সৈন্যবাহিনী স্রেমস্কা মিট্রোভিচায় পৌঁছে। উজিরে আজম নয়া সুলতান দ্বিতীয় সেলিমকে উজির, পাশা ও সৈন্যবাহিনীকে উপঢৌকন দেয়ার কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু নয়া সুলতানের উপদেষ্টারা তাকে বারণ করেন। উজিরে আজম বেলগ্রেডে যান এবং সুলতান হিসেবে দ্বিতীয় সেলিমের প্রতি আনুগত্য প্রকাশ করেন। সেলিম তাকে উজিরে আজম হিসেবে বহাল রাখেন। রাজধানীতে সৈন্যবাহিনীর মধ্যে বিদ্রোহের আশঙ্কায় উজিরে আজম পাশা, জেনিসারি ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের মধ্যে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সুলতানের লাশ কন্সটান্টিনোপলে পাঠান। বেলগ্রেডে সুলতান দ্বিতীয় সেলিম একটি বৈঠক আহক্ষান করেন। বেলগ্রেডে অবস্থানের পঞ্চম দিন সুলতান, উজিরে আজম ও সৈন্যবাহিনী কন্সটান্টিনোপলের উদ্দেশে রওনা দেয়। রাজধানীতে পৌঁছার আগে একটি বিদ্রোহ দেখা দেয় এবং শহরের রাস্তা অবরোধ করা হয়। সেলিম তার প্রথম পরীক্ষায় অকৃতকার্য হন। উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশা যতটুকু ধারণা করেছিলেন, সেলিম নিজেকে তার চেয়ে দুর্বলতর হিসেবে প্রমাণ করেন। অসংখ্য জেনিসারি অতিরিক্ত বেতনের দাবিতে সরাইয়ে তাকে অবরোধ করে। সেলিম তার তাঁবুতে আশ্রয় নেন এবং দাবি দাওয়া মনে নিতে সকোল্লু মেহমেদ পাশাকে নির্দেশ দেন। সকোল্লু ও আহমদ পাশা ঘুষ দিয়ে শহরের পথ মুক্ত করেন। সুলতান জেনিসারিদের সন্তোষজনক উপঢৌকন ও উচ্চ বেতন প্রদানের প্রতিশ্র“তি দিলে শৃঙ্খলা ফিরে আসে। পরদিন প্রত্যেক জেনিসারিকে নগদ ৪০ ডুকাট (স্বর্ণমুদ্রা) এবং বোনাস হিসেবে আরো অতিরিক্ত ২০ ডুকাট দেয়া হয়। শিগগির সামরিক বাহিনীর অন্যান্য শাখা সিপাহী ও অনিয়মিত সৈন্যরা উচ্চ বেতন দাবি করে। সুলতান সেলিম তাদের গ্রেফতার করেন এবং তাদের স্থলে অন্যদের নিয়োগ দেন।       
 
চূড়ান্ত লড়াই 
সুলতান সোলেমানের মৃত্যুর পরদিন ১৫৬৬ সালের ৭ সেপ্টেম্বর চূড়ান্ত লড়াই শুরু হয়। ইতিমধ্যে বিস্ফোরক ও জ্বালানি কাঠ দিয়ে দুর্গের প্রাচীর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। সকালে ক্ষুদ্রাস্ত্র থেকে অবিরাম গুলিবর্ষণ, গ্রীক ফায়ার ও কামানের সমন্বিত গোলাবর্ষণের মধ্য দিয়ে সর্বাত্মক হামলা শুরু হয়। শিগগির সিগেৎভার দুর্গে আগুন ধরে যায় এবং কাউন্ট জিরিনস্কির প্রাসাদে ছাইভস্ম পতিত হয়। অটোমান সৈন্যরা রণদামামা বাজিয়ে চিৎকার দিয়ে পঙ্গপালের মতো শহরে প্রবেশ করে। কাউন্ট জিরিনস্কি শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হন এবং তার সৈন্যদের উদ্দেশে বলেন: 
    চলো আমরা এ জ্বলন্ত প্রাসাদ থেকে বের হয়ে খোলা জায়গায় গিয়ে আমাদের শত্র“দের মোকাবিলা করি। যে মৃত্যুবরণ করবে, সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে। যে লড়াই করে বেঁচে থাকবে, বীর হিসেবে তার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। আমি প্রথমে এগিয়ে যাবো। আমি যা করবো, তোমরাও তাই করবে। ঈশ্বর সাক্ষী, হে আমার ভাই ও নাইটরা, আমি কখনো তোমাদের ছেড়ে যাবো না। 
    নিকোলা সুবিচ জিরিনস্কি একটি গোপন অভিসন্ধি থেকে দুর্গে চূড়ান্ত লড়াইয়ের অনুমতি দেননি। একটি সংকীর্ণ সেতু দিয়ে অটোমানরা এগিয়ে আসার চেষ্টা করলে প্রতিরোধকারীরা আকস্মিকভাবে প্রবেশদ্বার খুলে দেয় এবং ভাঙ্গা লোহা বোঝাই মর্টারের একটি বিশাল গোলা ছুঁড়ে। এতে ৬০০ অটোমান সৈন্য নিহত হয়। জিরিনস্কি আক্রমণের নির্দেশ দেন এবং তার অবশিষ্ট ৬০০ সৈন্য নিয়ে দুর্গ থেকে বের হয়ে যান। জিরিনস্কির বুকে মাস্কেটের দুটি গুলি লাগে এবং পরে মাথায় তীরবিদ্ধ হলে তিনি শিগগির নিহত হন। তার কিছু সৈন্য দুর্গে পিছু হটে। অটোমানরা দুর্গ দখল করে এবং অধিকাংশ প্রতিরোধকারীকে হত্যা করে। জেনিসারিরা কয়েকজন প্রতিরোধকারীকে রেহাই দেয়। জেনিসারিরা তাদের বীরত্বের প্রশংসা করে। অটোমানদের বেষ্টনী ভেদ করে মাত্র ৭ জন প্রতিরোধকারী পালিয়ে যেতে সক্ষম হয়। জিরিনস্কির শিরñেদ করা হয় এবং তার মাথা নয়া সুলতানের কাছে পাঠানো হয়। একজন তুর্কি সম্মানের সাথে তার দেহ সমাধিস্থ করে। এই তুর্কি একসময় জিরিনস্কির কাছে বন্দি ছিল। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর সিগেৎভার দুর্গ অবরোধের ৪৫০তম বার্ষিকীতে ক্রোয়েশিয়ার মেদিমুরজি কাউন্টি জাদুঘরে জিরিনস্কির তরবারি ও শিরস্ত্রাণ প্রদর্শন করা হয়।  
                                                                                                                    
গোলাবারুদের ম্যাগাজিনে বিস্ফোরণ 
দুর্গ থেকে শেষ বার বের হয়ে যাবার চেষ্টায় নেতৃত্ব দেয়ার আগে জিরিনস্কি গোলাবারুদে ফিউজ জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন। শেষ প্রতিরোধকারীদের নির্মূল করে দিয়ে অটোমানরা সিগেৎভারের অবশিষ্টাংশে পা রাখে এবং চোরাফাঁদে আটকা পড়ে। দুর্গের গোলাবারুদের ম্যাগাজিনে বিস্ফোরণ ঘটলে হাজার হাজার সৈন্য নিহত হয়। জিরিনস্কির একজন কর্মচারি উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশার প্রাণ রক্ষা করে। উজিরে আজম ও তার সৈন্যরা দুর্গে সম্পদের খোঁজ এবং জীবিতদের জিজ্ঞাসাবাদ করার সময় এই কর্মচারি তাকে চোরাফাঁদ সম্পর্কে সতর্ক করে দেয়। সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার সময় এ বন্দি জবাব দেয় যে, সম্পদ নিঃশেষ হয়ে গেছে। তবে তাদের পায়ের নিচে তিন হাজার পাউন্ড বারুদ আছে এবং বারুদের সাথে একটি দিয়াশলাই যুক্ত। উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশা ও তার অশ্বারোহী সৈন্যরা ত্বরিতগতিতে পালিয়ে যান। তবে বিস্ফোরণে তিন হাজার অটোমান সৈন্য নিহত হয়। 

ফলাফল 
চূড়ান্ত লড়াইয়ের পর জিরিনস্কির প্রায় সব সৈন্য নিহত হয়। অটোমান সৈন্য নিহত হওয়ার সংখ্যা ছিল ব্যাপক। লড়াইয়ে তিনজন পাশা, ৭ হাজার জেনিসারি এবং ২৮ হাজার সাধারণ সৈন্য প্রাণ হারায়। বিভিন্ন সূত্র অটোমান সৈন্য নিহত হওয়ার সংখ্যা ২০ থেকে ৩০ হাজারের মধ্যে উল্লেখ করছে। লড়াইয়ের পর উজিরে আজম সকোল্লু মেহমেদ পাশা সুলতানের নামে বিজয় ঘোষণা করেন। ঘোষণায় বলা হয়, সুলতানের বর্তমান ভগ্নস্বাস্থ্য তাকে এ সফল অভিযান অব্যাহত রাখতে দিচ্ছে না। তার লাশ কন্সটান্টিনোপলে স্থানান্তর করা হয়। তবে ইনার সার্কেলের কর্মকর্তারা তার সাথে যোগাযোগ রাখার ভান করছিলেন। তুর্কি সূত্র জানায়, তিন সপ্তাহ লুকোচুরি করা হয়। এমনকি সুলতানের ব্যক্তিগত চিকিৎসককে সতর্কতা হিসেবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। দীর্ঘ পথযাত্রা এবং অবরোধে সুলতানের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। সুলতানের মৃত্যু হওয়ায় অগ্রযাত্রা সমাপ্ত হয়। 
সূএঃ ইন্টারনেট

সৈয়দ আহমদ ব্রেলভীর শিখ বিরোধী জেহাদ

সৈয়দ আহমদ ব্রেলভী ১৮৩১ সালে শিখ বিরোধী জেহাদে বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে শহীদ হন। ভারতের উত্তর প্রদেশের রায়বেরিলীতে তার জন্ম। তিনি হলেন তরিকা-ই-মোহাম্মদিয়ার অন্যতম নেতা। তাকে ভারতে ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। অনুসারীরা তাকে আমিরুল মোমেনীন খেতাবে ভূষিত করেছিল। পাঞ্জাবে শিখদের হাতে নির্যাতিত মুসলমানরা সহায়তার জন্য সৈয়দ আহমদ ব্রেলভীকে অনুরোধ করে। এ আহ্বানে সাড়া দিয়ে তিনি নিপীড়নমূলক শিখ শাসনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। তিনি শাহ ওয়ালিউল্লাহর পুত্র শাহ আবদুল আজিজের চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন। 
    ১৮৩৯ সালে শিখ রাজা রনজিৎ সিংয়ের মৃত্যুর পর পেশোয়ার শহরে তরিকা-ই-মোহাম্মদিয়ার নিয়ন্ত্রণ কায়েম হয়। বৈরি স্থানীয় লোকজনের সহায়তায় শিখরা তাকে আটক করে এবং কয়েক শো অনুসারীসহ হত্যা করে। সৈয়দ আহমদ ব্রেলভীর মৃত্যুর মধ্য দিয়ে পেশোয়ারে তার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙ্গে যায়। রায়বেরিলীতে বসবাস করায় তিনি সৈয়দ আহমদ বেরেলভী বা ব্রেলভী নামে পরিচিত হয়ে ওঠেন। ১৮২৬ সালে সৈয়দ আহমদ পেশোয়ার উপত্যকায় এসে পৌঁছলে শিখ বিরোধী মুসলিম প্রতিরোধ আন্দোলন বেগবান হয়ে ওঠে। তার সঙ্গে ছিলেন অগণিত শিষ্য ও নিবেদিত প্রাণ ব্যক্তিগত বন্ধু। ব্রেলভীর আন্দোলন ছিল মূলত ব্রিটিশ বিরোধী। কিন্তু ব্রিটিশ সৈন্যবাহিনীকে অধিক শক্তিশালী দেখতে পেয়ে তিনি পাঞ্জাবের শিখ রাজা রনজিৎ সিংয়ের বিরুদ্ধে তার জেহাদ পরিচালনা করেন। জেহাদ পরিচালনার ক্ষেত্র হিসেবে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশকে বেছে নেয়ার পেছনে তার একটি যুক্তি ছিল। তিনি বিশ্বাস করতেন যে, সীমান্ত প্রদেশের সব মুসলমান এবং প্রতিবেশি মুসলিম দেশ আফগানিস্তান তাকে নিরংকুশ সমর্থন দেবে। শিখ অধিকৃত কাশ্মীর ছিল তার পরবর্তী লক্ষ্যস্থল। ভারতকে দারুল হরব থেকে দারুল ইসলামে রূপান্তরিত করা ছিল
তার চূড়ান্ত লক্ষ্য। রায় বেরিলীতে দুই স্ত্রী রেখে তিনি  সীমান্ত প্রদেশে অভিবাসন করেন। চিত্রলে ফাতেমা নামে এক মহিলাকে তিনি তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। 

প্রাথমিক জীবন 
১৭৮৬ সালে সৈয়দ আহমদ রায়বেরিলীর এক সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে পিতার মৃত্যু হলে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হন। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল কম। খেলাধূলা, শারীরিক অনুশীলন ও জিকিরের প্রতি তার ঝোঁক ছিল। উচ্চশিক্ষা লাভে ১৮ বছর বয়সে তিনি দিল্লির রহমানিয়া মাদ্রাসায় ভর্তি হন। এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শাহ ওয়ালিউল্লাহর পুত্র শাহ আবদুল আজিজ। বহু অনুরোধের পর শাহ আবদুল আজিজ সৈয়দ আহমদের বায়াত গ্রহণ করেন এবং তাকে সূফিবাদে দীক্ষাদানে সম্মত হন। তিনি সৈয়দ আহমদকে কাদরিয়া ও নকশবন্দিয়া তরিকার পাঠ দেন। সৈয়দ আহমদের দ্রুত আধ্যাত্মিক অগ্রগতি ঘটে। চার বছর পর শাহ আবদুল আজিজ তাকে ইজাজাত ও খিলাফত দান করেন। ১৭৬২ সালে শাহ ওয়ালিউল্লাহর মৃত্যুর পর পুত্র আবদুল আজিজ তার স্থলাভিষিক্ত হন এবং তিনি তার পিতার ধর্মীয় আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। ব্রিটিশরা দিল্লি অভিমুখে ধেয়ে আসতে শুরু করলে তিনি ভারতকে দারুল হরব (دار الحرب ) বা শত্র“ অধিকৃত ভূখণ্ড হিসেবে ঘোষণা করে জেহাদের ডাক দেন। ১৮০৩ সালে ব্রিটিশ সৈন্যরা দিল্লিতে অগ্রযাত্রা করলে এবং মোগল সম্রাট ব্রিটিশদের ক্রীড়নকে পরিণত হলে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ শুরু এবং গৌরবোজ্জ্বল ইসলামী শাসন পুনঃপ্রতিষ্ঠার আহবান জানিয়ে তিনি একটি ফতোয়া জারি করেন।  
        
সামরিক জীবন
২৫ বছর বয়সে সৈয়দ আহমদ একজন অশ্বারোহী হিসেবে নবাব আমির খানের নেতৃত্বে একটি মিলিশিয়া বাহিনীতে যোগদান করেন। আধুনিক যুদ্ধ কৌশল আয়ত্ত এবং ইউরোপীয় অস্ত্রশস্ত্র চালনায় প্রশিক্ষণ গ্রহণে শাহ আবদুল আজিজ তাকে নবাবের মিলিশিয়া বাহিনীতে যোগদানের নির্দেশ দেন। একটি ক্ষুদ্র পরগনার বিনিময়ে আমির খান ব্রিটিশদের সঙ্গে আপোস করায় তিনি ৬ বছর পর মিলিশিয়া বাহিনী ত্যাগ করেন। সৈয়দ আহমদের দৃষ্টিতে আমির খানের এ উদ্যোগ ছিল ভারতে মুসলমানদের বৃহত্তম হুমকির কাছে আত্মসমর্পণ করার শামিল। মিলিশিয়া বাহিনী ছেড়ে সৈয়দ আহমদ দিল্লিতে ফিরে আসেন এবং সাবেক শিক্ষক শাহ আবদুল আজিজের সঙ্গে  সাক্ষাত করেন। সৈয়দ আহমদের ক্যারিশমা ও পরিপক্কতায় শাহ আবদুল আজিজ এত মুগ্ধ হন যে, তিনি তার ভাতিজা শাহ ইসমাইল ও তারা জামাতা মৌলভী আবদুল হাইকে তার হাতে বায়াত গ্রহণের পরামর্শ দেন। এ দু’জন সৈয়দ আহমদের সবচেয়ে ঘনিষ্ঠ অনুসারীতে পরিণত হন। শাহ আবদুল আজিজের অনুমোদন লাভ করায় সৈয়দ আহমদের সুনাম ও জনপ্রিয়তা বৃদ্ধি পায়। হাজার হাজার লোক তার কাছে ছুটে আসে। এমনকি কলকাতায় অগণিত মানুষ তার পা ছুঁয়ে সালাম করে। ১৮২২ সালে সৈয়দ আহমদ হজ পালনে ভারত ত্যাগ করেন। যাত্রাপথে তিনি বহু জায়গায় বৈঠক করেন। এসব বৈঠকে তিনি জেহাদের চেতনা ছড়িয়ে দেন। দূরদূরান্ত সফরকালে ব্রেলভী মুসলমানদের মধ্যে অমুসলিম সংস্কৃতির চর্চা দেখতে পান। মুসলমানদের হিন্দুদের পূজায় যোগদান করতে দেখে তিনি ব্যথিত হন। মুসলমানদের বিচ্যুতিতে মর্মাহত হলেও তিনি দেখতে পেয়েছিলেন যে, তাদের মূল চেতনা অক্ষত। মক্কায় তিনি তুরস্কের সুলতান দ্বিতীয় মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের হাজী শরিয়তউল্লাহ ও নিসার আলী তিতুমীর ছিলেন তার সমসাময়িক। মক্কায় তাদের সঙ্গে তার দেখা হয়েছিল। তিনি তাদের সূচিত ফরায়েজী আন্দোলনের প্রতি সমর্থন দেন। ১৮২৬ সালে সৌদি আরব থেকে ভারতে ফিরে আসার পথে তিনি বহু বৈঠকে মিলিত হন। এসময় পাঞ্জাব ছিল শিখ রাজা রনজিৎ সিংয়ের নিয়ন্ত্রণে। রনজিৎ সিং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পর্যন্ত তার রাজ্যের সীমান্ত সম্প্রসারণ করেন। শিখ শাসনে মুসলমানরা দুর্ভোগের শিকার হয়। পাঞ্জাবে মুসলমানদের সংখ্যা ৬৬ থেকে ৫৫ শতাংশে নেমে আসে। কোনো কোনো জায়গায় আজান দেয়া নিষিদ্ধ ছিল। শিখদের আচরণ ছিল সৈয়দ আহমদের কাছে অসহ্য। তিনি পাঞ্জাব থেকে অমুসলিম শাসকদের বিরুদ্ধে জেহাদ পরিচালনা করার সিদ্ধান্ত নেন। সৈয়দ আহমদ শিখদের বিরুদ্ধে লড়াইয়ে মুজাহিদ সংগ্রহে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সফর করেন। মুজাহিদ বাহিনী গঠনে তিনি শত শত মাইল ভ্রমণ করেন। এমনকি তিনি রাজস্থান, সিন্ধু, বেলুচিস্তান ও আফগানিস্তান পর্যন্ত ভ্রমণ করেন। আফগানিস্তানের আমির দোস্ত মোহাম্মদ খানের সঙ্গে তিনি  সাক্ষাত করেন এবং শিখদের ক্রমবর্ধমান ক্ষমতা প্রতিহত করার জন্য তার কাছে সামরিক ও নগদ অর্থ সহায়তা চান। তিনি শিখদের বিরুদ্ধে জেহাদ ঘোষণায় তার দৃঢ়সংকল্প প্রকাশ করেন। দোস্ত মোহাম্মদ খান তার সঙ্গে একমত পোষণ করেন এবং তাকে সম্ভব সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব দেন। এমনকি তিনি তাকে সহায়তা প্রদানে তার ভাই ও পেশোয়ারে আফগান গভর্নর সুলতান মোহাম্মদ খান ও ইয়ার মোহাম্মদ খানকে চিঠি লিখেন। মোগল সম্রাট দ্বিতীয় আকবর ব্রেলভীর জেহাদে যোগদানের চেতনার প্রতি সমর্থন জানান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছেড়ে অনেকে শিখ বিরোধী জেহাদে যোগ দেয়। গোটা ভারতের মুসলমানরা ব্রেলভীর তহবিলে অর্থ যোগান দেয়। সৈয়দ আহমদ জেহাদের পতাকা উত্তোলন করেন এবং পশতু সম্প্রদায়ের লোকজনকে তার পতাকাতলে ঐক্যবদ্ধ করেন। তিনি দেখতে পান যে, আফগান সৈন্যরা পরস্পরের প্রতি সন্দিহান এবং তার সঙ্গে জেহাদে যোগদানে প্রস্তুত নয়। ১৮২৬ সালে সৈয়দ আহমদ পেশোয়ারের কাছে আকোরা খাটকের সমভূমিতে তার সদরদপ্তর স্থাপন করেন। তিনি রাজা রনজিৎ সিংয়ের কাছে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি তাকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা মেনে নিতে অথবা মুজাহিদদের মোকাবিলা করার চরমপত্র দেন। রনজিৎ সিং চরমপত্র নাকচ করে দিলে সৈয়দ আহমদ আক্রমণ করতে বাধ্য হন। ইউসূফজাই বিদ্রোহ দমনে সহায়তা করার জন্য চার হাজার সৈন্যসহ বুধ সিং সন্ধানওয়ালিয়া আটক অভিমুুখে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু মহারাজা রনজিৎ সিংয়ের নির্দেশে তাকে ইয়ার মোহাম্মদ খান বারাকজাইয়ের কাছ থেকে রাজস্ব সংগ্রহে পেশোয়ার অভিমুখে রওনা দিতে হয়। সিন্ধু নদ অতিক্রম করার পরই সন্ধানওয়ালিয়া প্রথম ব্রেলভীর তৎপরতার কথা জানতে পারেন এবং খায়েরাবাদ দুর্গের কাছে তাঁবু খাটান। রনজিৎ সিং শয্যাগত অবস্থায় একটি বিশাল ইউসূফজাই বাহিনী নিয়ে ব্রেলভীর অগ্রযাত্রার সংবাদ পান। নওশেরা লড়াইয়ে ইউসূফজাইদের সাহস তখনো তার স্মৃতিতে উজ্জ্বল ছিল। এ সংবাদ পেয়ে তিনি সব সৈন্য সমবেত করেন এবং অবিলম্বে তাদেরকে সীমান্তে পাঠান। 
    পেশোয়ার বারাকজাই নামে পরিচিত চার ভাই ইয়ার মোহাম্মদ খান, সুলতান মোহাম্মদ খান, সাঈদ মোহাম্মদ খান ও পীর মোহাম্মদ খান দৃশ্যত শিখদের প্রতি আনুগত্য স্বীকার করলেও গোপনে গোপনে সৈয়দ আহমদ ব্রেলভীকে সহায়তা করতেন। ব্রেলভী নওশেরা অভিমুখে অগ্রযাত্রা করলে বুধ সিং সন্ধানওয়ালিয়া তার অভিপ্রায় জানতে চান। জবাবে ব্রেলভী জানান, তিনি প্রথমে আটক দুর্গ দখল করবেন এবং পরে সন্ধানওয়ালিয়ার সঙ্গে লড়াই করবেন। ১৮২৬ সালের ২১ ডিসেম্বর তিনি খায়েরাবাদে শিখ দুর্গ অবরোধ করেন। সৈন্য সংখ্যা মুষ্টিমেয় হওয়ায় কিল্লাদার বুধ সিং সন্ধানওয়ালিয়া পিছিয়ে যান। পরবর্তীতে ব্রেলভী হাজরোথিতে শোচনীয়ভাবে শিখদের পরাজিত হন। শিখ গভর্নর সরদার হরি সিং নালওয়া ৮ হাজার সৈন্য নিয়ে নিকটবর্তী চাচে অবস্থান করছিলেন। পরিস্থিতি জানানো হলে তিনি একদিনের মধ্যে খায়েরাবাদে গিয়ে পৌঁছান। সৈয়দ আহমদের বিজয় তাকে একজন সফল সামরিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং তার সঙ্গে জেহাদে যোগদানে অন্যান্য গোত্রকে উৎসাহিত করে। শিগগির তার সৈন্য সংখ্যা দেড় লাখে উন্নীত হয়। তবে এসব সৈন্য ছিল বিভিন্ন গোত্র ও উপজাতির। তাদের মধ্যে শৃঙ্খলাবোধের ঘাটতি ছিল মারাত্মক। অন্যদিকে তাদের প্রতিপক্ষ শিখরা ছিল উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের অধিকারী। অভিযান পরিচালনার কৌশল নিয়ে মুজাহিদদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। শিখরা অনৈসলামিক হিসেবে আখ্যা দিয়ে তাদের মধ্যকার মতবিরোধকে কাজে লাগানোর চেষ্টা করে। তারা আরো দাবি করে যে, শাহ ওয়ালিউল্লাহর শিক্ষা গ্রহণ করে সৈয়দ আহমদের অনুচররা মুসলিম হিসেবে পরিচয় দেয়ার যোগ্যতা হারিয়েছে এবং তারা হলো ওয়াহাবী। তবে মুসলিম নেতৃবৃন্দ শিখদের এ ভ্রান্ত অভিমত মেনে নেননি। 
১৮২৭ সালে সৈয়দ আহমদকে একজন ইমাম হিসেবে মনোনীত করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মীয় ব্যাপারে তার ফয়সালাকে বাধ্যতামূলক বিবেচনা করা হতো এবং তার ক্রমবর্ধমান কর্তৃত্ব মুজাহিদ বাহিনী গঠনে বিভিন্ন মুসলিম গ্র“পগুলোকে ঐক্যবদ্ধ হতে সহায়তা করে। সৈয়দ আহমদের হুমকি মোকাবিলায় মহারাজা রনজিৎ সিং সেনাপতি কুনওয়ার শের সিং ও ফরাসি ভাড়াটিয়া জেনারেল ভেঞ্চুরাকে পাঠান। সৈয়দ আহমদ ওকারার কাছে আটকে ৩৫ হাজার শিখ সৈন্যের ওপর আক্রমণ চালানোর প্রস্তুতি নেন। তবে তিনি জানতেন না যে, শিখরা ঘুষ দিয়ে পেশোয়ারে নিযুক্ত আফগান গভর্নর ইয়ার মোহাম্মদ খানকে বশ করে ফেলেছে। ইয়ার মোহাম্মদ খান রণাঙ্গন পরিত্যাগ করলে সৈয়দ আহমদের বাহিনী পরাজিত হয়। তিনি কাশ্মীরের কাছে তার সদরদপ্তর স্থানান্তরে বাধ্য হন। পরবর্তীতে মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধে ইয়ার মোহাম্মদ নিহত হলেও তার ভাই সুলতান মোহাম্মদ খান লড়াই অব্যাহত রাখেন। শিখ মহারাজা রনজিৎ সিং তাকে পেশোয়ারের গভর্নর পদে নিযুক্তি দেন। তিনি মহারাজাকে তার নিহত ভাই ইয়ার মোহাম্মদ খানের বিখ্যাত ঘোড়া লেলি উপহার দেন। রনজিৎ সিং দীর্ঘদিন থেকে ঘোড়াটি নিজের অধিকারে নেয়ার চেষ্টা করছিলেন। ইয়ার মোহাম্মদ খান জীবিত থাকাকালে তিনি তাকে ৫০টি ঘোড়া ও অর্থ দিতে চেয়েছিলেন। কিন্তু ইয়ার মোহাম্মদ সম্মত হননি। সেনাপতি কুনওয়ার শের সিং লেলিকে মহারাজা রনজিৎ সিংয়ের সামনে  পেশ করলে তিনি খুশিতে আত্মহারা হয়ে যান।      
 সৈয়দ আহমদ ব্রেলভী এমন একটি চুক্তিতে পৌঁছান যে, ইসলামী শরিয়ত অনুযায়ী খান ও সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকা শাসন করবে। তিনি উসর (উৎপন্ন শস্যের এক-দশমাংশ রাজস্ব) আদায়ের চেষ্টা করেন। তিনি তিনদিনের মধ্যে সকল বিধবা হিন্দু মহিলাকে বিয়ে দেয়ার জন্য চরমপত্র দিয়ে বলেন, নয়তো তাদের আত্মীয় স্বজনদের বাড়িঘর লুট করা হবে। তার এ চরমপত্রের প্রতিবাদে ইফসূফজাই সম্প্রদায়ের বহু লোক তাকে পরিত্যাগ করে। অনিচ্ছুক খানদের ওপর বলপ্রয়োগ করায় হোতি প্রধান সৈয়দ আহমদের প্রতি বৈরি হয়ে ওঠেন। তিনি পেশোয়ারের গভর্নর সুলতান মোহাম্মদের সঙ্গে একটি শক্তিশালী জোট গঠন করেন। এ জোট পরাজিত হলে ইসলামী সংস্কারবাদীরা চূড়ান্তভাবে পেশোয়ার দখল করে নেয়। ১৮৩০ সালে কয়েক মাস সৈয়দ আহমদ ব্রেলভী প্রতিষ্ঠিত ক্ষমতাসীন নেতৃবৃন্দের সঙ্গে আপোস করার চেষ্টা করেন। ১৮৩০ সাল শেষ হওয়ার আগে একটি পরিকল্পিত অভ্যুত্থান ঘটে এবং পেশোয়ার ও সমভূমিতে সৈয়দ আহমদ ব্রেলভীর অনুচরদের হত্যা করা হয়। মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত আত্মঘাতি লড়াইয়ে বিতৃষ্ণ হয়ে সৈয়দ আহমদ কাশ্মীর ও হাজারা মুক্ত করার উদ্দেশ্যে বালাকোটে যান। তিনদিকে পাহাড় পর্বত থাকায় বালাকোটকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়েছিল। এখানেই সৈয়দ আহমদ জীবনের শেষ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন। স্থানীয় নেতৃবৃন্দ শিখদের কাছে পাহাড়ের ভেতরের একটি রাস্তার সন্ধান ফাঁস করে দিলে অপ্রস্তুত অবস্থায় তাকে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হয়। 
 
২৬ এপ্রিল বন্ধু টঙ্কের নবাবের কাছে ব্রেলভীর চিঠি
আমি পাখলিতে (জায়গার নাম) অবস্থান করছি। এখানকার লোক উষ্ণ আতিথেয়তার সঙ্গে আমাদের অভ্যর্থনা জানিয়েছে এবং তারা আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছে। তারা জেহাদে আমাদেরকে সাহায্য করার প্রতিশ্র“তি দিয়েছে। বর্তমানে আমি বালাকোট শহরে তাঁবু খাটিয়েছি। জায়গাটি কুনার গিরিপথে (নদী)। কাফের সৈন্যরা আমাদের কাছ থেকে খুব বেশি দূরে নয়। বালাকোটের তিনদিকে পাহাড় এবং একদিকে নদী থাকায় আল্লাহর রহমতে কাফেররা আমাদের কাছে পৌঁছতে পারবে না। অবশ্যই আমরা আমাদের নিজেদের উদ্যোগে যুদ্ধ শুরু করতে পারি। আগামী দু’তিন দিনের মধ্যে আমরা যুদ্ধ শুরু করার আশা করছি। আল্লাহর সহায়তায় আমরা বিজয়ী হবো। যুদ্ধে আমরা বিজয়ী হলে কাশ্মীর রাজ্যসহ ঝিলাম নদী বরারব সকল ভূখণ্ড দখল করবো। আমাদের বিজয়ের জন্য দিন রাত আল্লাহর কাছে দোয়া করো।  
বালাকোটের যুদ্ধ 
শিখ গভর্নর হরি সিং নালওয়া বালাকোট অবরোধে নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন ফরাসি ভাড়াটিয়া জেনারেল জ্যা ফ্রাঁসোয়া অ্যালার্ড। হরি সিং বালাকোট ঘেরাও এবং মোজাফফরাবাদে খালসা বাহিনীর একটি ব্যাটালিয়ন পাঠাতে ক্যাপ্টেন শের সিংকে নির্দেশ দেন। লাহোর থেকে অতিরিক্ত সৈন্য এসে পৌঁছানো নাগাদ তিনি আটকে অবস্থান করেন। তিনি জানতে পারেন যে, সৈয়দ আহমদ ব্রেলভীর সঙ্গে মুজাহিদের সংখ্যা কয়েক হাজার। মিত্তি কোট পাহাড় ঘেরাওয়ে আরো কয়েকটি শিখ কোম্পানি অংশগ্রহণ করেছিল। ১৮৩১ সালের ৬ মে শুক্রবার সকালে আকস্মিকভাবে বালাকোটের যুদ্ধ শুরু হয়। সেদিনের সকালের একটি তুচ্ছ ঘটনা থেকে যুদ্ধ বেধে যায়। মুজাহিদদের তখনো নাস্তা শেষ হয়নি। মিত্তি কোট পাহাড় থেকে শত্র“ শিখদের গতিবিধির প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছিল। এসময় পাতিয়ালার সৈয়দ চেরাগ আলী ক্ষীর খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সকালের মেন্যুতে ক্ষীর না থাকায় তিনি প্রয়োজনীয় সাজসরঞ্জাম সংগ্রহ করে ক্ষীর পাক করতে শুরু করেন। একদিকে তিনি পাতিলে হাতা দিয়ে নাড়ছিলেন এবং অন্যদিকে শিখদের প্রতি উদ্বিগ্ন দৃষ্টিতে খেয়াল রাখছিলেন। এসময় কাউকে তার দিকে এগিয়ে আসতে দেখে তিনি বলে উঠলেন: আমি লাল পোশাক পরিহিত একজন হুর দেখতে পাচ্ছি। সে আমাকে ডাকছে। এই বলে তিনি হাতা ফেলে দিয়ে বললেন, তিনি একমাত্র হুরের হাত থেকে ক্ষীর খাবেন। চেরাগ আলী সোজা পাহাড়ে ছুটে যান। ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে, কেউ কিছু বুঝতে পারেনি। ততক্ষণে চেরাগ আলী ধানখেতের মাঝে। তিনি কাদা মাড়িয়ে দৌড়াচ্ছিলেন। শিখরা দৃশ্যটি কিছুটা উপভোগ করে এবং রাইফেল দিয়ে ধানখেতের কাদায় গুলি করে তাকে হত্যা করে। সৈয়দ চেরাগ আলী হলেন বালাকোট যুদ্ধের প্রথম শহীদ। তার বোকামীর জন্য বালাকোটে উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাহিদ সৈয়দ আহমদ ব্রেলভীসহ কয়েক শত অকুতোভয় মুসলিম যোদ্ধাকে শহীদ হতে হয়। সৈয়দ চেরাগ আলী যাকে দেখছিলেন সে ছিল একজন শিখ সৈন্য। এসব শিখ সৈন্য মুজাহিদদের ওপর নজরদারি করছিল। অনিয়ন্ত্রিত আবেগে উচ্ছ্বসিত চেরাগ আলী কাদায় পূর্ণ ধানখেতের মধ্য দিয়ে সামনে ছুটে যান। এ ধানখেত ছিল শিখদের জন্য সৈয়দ আহমদ ব্রেলভীর পাতা একটি ফাঁদ। তিনি ধারণা করছিলেন যে, শিখরা পাহাড়ের চূড়া থেকে মিত্তি কোটে নেমে এসে মুজাহিদদের ওপর আক্রমণ চালাবে। এ ধারণা থেকে তিনি বালাকোট শহর ও মিত্তি কোট পাহাড়ের মধ্যকার ধানখেত পানিয়ে সয়লাব করে দেন। তিনি ভাবছিলেন আক্রমণকারী শিখরা কাদায় আটকা পড়বে এবং মুজাহিদরা হাঁসের মতো ধরে তাদের যমালয়ে পাঠাবে। অন্যদিকে শিখদের পরিকল্পনা ছিল ভিন্ন। তারা তাদের অবস্থানে অনড় থাকে। শিখরা চাইছিল মুজাহিদরা আগে হামলা করুক।      
গুলিতে মারাত্মক বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। সৈয়দ আহমদ ব্রেলভী তার ইতিপূর্বের পরিকল্পনা পরিত্যাগ করেন এবং  শিখদের ওপর আক্রমণ চালাতে তার অনুসারীদের নির্দেশ দেন। মুজাহিদরা সামনে ছুটে যায় এবং ধানখেতের কাদায় আটকা পড়ে। একইসঙ্গে শিখরাও এগিয়ে আসে। মুজাহিদদের আল্লাহু আকবর এবং শিখদের ওহে গুরুজি কি ফাতেহ ধ্বনির মধ্য দিয়ে সারাদিন তীব্র লড়াই অব্যাহত থাকে। শিখ গোলন্দাজ বাহিনী দু’ঘণ্টা কামানের গোলাবর্ষণ করে। বিপর্যয়ের মুখে সৈয়দ আহমদ ব্রেলভী যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। শিখরা পরাজিত মুজাহিদদের ৬ মাইল পর্যন্ত ধাওয়া করে তাদের সকল কামান, সুইভেল গান, উট ও রসদ দখল করে। ঢাক ঢোল পিটিয়ে ও গোলা ছুঁড়ে লাহোরে এ বিজয় উদযাপন করা হয়। ধরা পড়লে সৈয়দ আহমদ ব্রেলভী ও তার কমান্ডার শাহ ইসমাইলসহ বহু মুজাহিদকে শহীদ করা হয়। বালাকোটে তাদের সমাহিত করা হয়। সেখানে তাদের সম্মানে মাজার নির্মাণ করা হয়। ব্রেলভীর পরিবার টঙ্কের নবাবের কাছে আশ্রয় গ্রহণ করে। শাহাদাৎ বরণের সময় ব্রেলভীর বয়স হয়েছিল ৪৬ বছর।  
 প্রায় দুই শো বছর পর ২০০৫ সালের ৬ অক্টোবর ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে বালাকোট শহর মাটির সঙ্গে মিশে গেলেও অলৌকিকভাবে সৈয়দ আহমদ ব্রেলভী ও শাহ ইসমাইলের কবর ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। শহীদ মুজাহিদদের সংখ্যা তিন শো থেকে এক হাজার তিন শো পর্যন্ত উল্লেখ করা হচ্ছে। বালাকোট যুদ্ধে মুজাহিদদের পরাজয় ছিল জেহাদের জন্য একটি গুরুতর বিপর্যয়। ১৮৬৩ সাল পর্যন্ত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পাহাড়ে এ আন্দোলন অব্যাহত ছিল। মুজাহিদদের হুমকি মোকাবিলায় ব্রিটিশরা একটি শক্তিশালী সৈন্যবাহিনী পাঠায়। এই প্রথম ভারতের ইতিহাসে অত্যাচারী অমুসলিম শাসকের নির্যাতন থেকে মুসলমানদের মুক্তিদানে জেহাদ পরিচালনা করা হয়। পাটনা ছিল এ আন্দোলনের সদরদপ্তর। ঢাকা থেকে পেশোয়ার পর্যন্ত ছিল তাদের নেটওয়ার্ক। এ সংগঠনের ভিত্তি ও ক্ষমতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে সতীশ চন্দ্র মিত্তাল হরিয়ানা :: অ্যা হিস্ট্রিক্যাল পারস্পেক্টিভ শিরোনামে গ্রন্থের ৬৫ নম্বর পৃষ্ঠায় লিখেছেন : Probably this was the first planned and highly organised revolutionary movement after the uprising of 1857. অর্থাৎ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ছাড়া এটাই ছিল সম্ভবত প্রথম পরিকল্পিত ও অত্যন্ত সংঘটিত বৈপ্লবিক আন্দোলন।   

গাধার অলৌকিক গুণ
বালাকোটে যাবার পথে মুজাহিদরা বর্তমান এবোটাবাদের কাছে কোথাও তাঁবু খাটায়। তাদের সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দিতে শিখরা রাস্তার পাশের পাহাড়ের শীর্ষে সৈন্য মোতায়েন করে। পাহাড়ের মধ্য দিয়ে বহর পাঠানো ঝুঁকিপূর্ণ হওয়ায় মুজাহিদরা চালক ছাড়া একটি গাধা যোগাড় করে। গাধা একবার কোনো রাস্তা পারাপার হলে চিরদিন স্মরণ রাখতে পারে। চালকের প্রয়োজন পড়ে না। মাল বোঝাই করে পাছায় একটি টোকা দিলেও হলো। গাধার এ অলৌকিক গুণের কথা শিখদের জানা না থাকায় সে রাত দিন রসদ নিয়ে আসা যাওয়া করতো। বুঝতে শিখদের অনেক সময় লাগে। একরাতে মাল বহনের সময় শিখরা তাকে গুলি করে হত্যা করে। মুজাহিদরা তার মৃত্যুতে ব্যথিত হয় এবং একটি কবরে সম্মানের সঙ্গে তাকে সমাহিত করে। গাধার কবর খোটা কবর নামে পরিচিত হয়ে ওঠে। 
(লেখাটি ‘মোগল সাম্রাজ্যের পতন’ থেকে নেয়া। বইটি প্রকাশ করেছে আফসার ব্রাদার্স)।

ফাইটার জেটের হেলমেট

বর্তমান সময়ে আধুনিক এবং নতুন প্রজন্মের যুদ্ধবিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে জেট ফাইটারের ককপিটে বসা এর পাইলটের হেল...