বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

সিজার যেখানে বলেছিলেন এলাম, দেখলাম, জয় করলাম


খ্রিস্টপূর্ব ৪৭ সালের ২ আগস্ট সিজার আধুনিক তুরস্কের জেলা (তবষধ) নামে একটি জায়গায় মিথ্রিডেটসের পুত্র পোন্টাস রাজ্যের রাজা দ্বিতীয় ফারনাসেসকে পরাজিত করেন। নীল নদের যুদ্ধে ত্রয়োদশ টলেমির সৈন্যবাহিনী পরাজিত হলে তিনি মিসর ত্যাগ করেন এবং ফারনাসেসের সঙ্গে লড়াই করার জন্য সিরিয়া, সিলিসিয়া ও ক্যাপ্পাডোসিয়ার মধ্য দিয়ে এগিয়ে যান। ফারনাসেস নিকোপলিসের যুদ্ধে সিজারের লিগেট (সামরিক কমান্ডার) নিইউয়াস ডোমিটিয়াস কালভিনাসকে পরাজিত করেন। তারপর তিনি রোমান যুদ্ধবন্দি এবং এ অঞ্চলে রোমানদের বিরুদ্ধে নৃশংসতা চালান। ফারনাসেস সিজারের এগিয়ে আসার সংবাদ পেয়ে সন্ধি প্রার্থনা করে দূত পাঠান। তৎক্ষণাৎ সিজার তার সন্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সিজারের সঙ্গে ছিল দুটি পদাতিক ইউনিট এবং একটি ক্ষুদ্র অশ্বারোহী ইউনিট। সব মিলিয়ে ১০ হাজার ৯ শো সৈন্য।  অন্যদিকে ফারনাসেসের সৈন্য ছিল আনুমানিক ২০ হাজার। তার বাহিনীতে ছিল উপজাতীয় যোদ্ধা, পদাতিক সৈন্য এবং পেশাদার গ্রীক পদাতিক ও অশ্বারোহী। এছাড়া তার কাছে ছিল কয়েকটি রথ। তুরস্কের তোকাত প্রদেশের জেলা নামে একটি পাহাড়ের শীর্ষে এ যুদ্ধ সংঘটিত হয়। পাহাড়ের শীর্ষে পোন্টিক সৈন্যবাহিনী অবস্থান গ্রহণ করে। সিজারের সৈন্যরা পার্শ¦বর্তী উচ্চভূমিতে নিজস্ব শিবিরে পরিখায় অবস্থান নিলে আকস্মিকভাবে পোন্টিক সৈন্যরা আক্রমণ চালায়। বিভ্রান্তির ভেতর ফারনাসেসের বাহিনী কিছুটা সাফল্য লাভ করে। কিন্তু শিগগির রোমান বাহিনী বিপর্যয় কাটিয়ে ওঠে এবং দ্রুত আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করে। তারপর সিজার পাল্টা হামলা চালান এবং পোন্টিক সৈন্যবাহিনীকে পাহাড়ে পিছু হটিয়ে দেন। সেখানে তাদেরকে পুরোপরি বিধ্বস্ত করা হয়। এটা ছিল সিজারের সামরিক জীবনের একটি চূড়ান্ত মুহূর্ত। গ্রীক ঐতিহাসিক প্লুটাক ‘লাইফ অব সিজার’ শিরোনামে পুস্তকে লিখেন, ফারনাসেসের বিরুদ্ধে সিজারের পাঁচ দিনব্যাপী অভিযান এত ক্ষিপ্র ও পূর্ণাঙ্গ ছিল যে, তিনি রোমান ভাষায় রোমে তার বন্ধু সিনেটর আমানটিয়াসের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছিলেন, ভিনি, ভিডি ও ভিসি (আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম।) চূড়ান্ত ও নিষ্পত্তিকারী বিজয় বুঝাতে সিজার চিঠিতে এ তিনটি শব্দ উল্লেখ করেন। রোমান ঐতিহাসিক সিউটনিয়াস ‘লাইভস অব দ্য টুয়েলভ সিজার্স’ শিরোনামে পুস্তকে লিখেন, পোন্টিক যুদ্ধকালে সিজার খোদিত আকারে গুরুত্বের সঙ্গে এ তিনটি শব্দ প্রদর্শন করেন। ফারনাসেস যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। কিন্তু সংঘর্ষে তার একজন সাবেক গভর্নর তাকে হত্যা করেন। 
   সিজারের ব্যবহৃত এ তিনটি শব্দ প্রায়ই সঙ্গীত, শিল্পকলা, সাহিত্য ও বিনোদনে ব্যবহার করা হয়। সিজারের সময় থেকে সামরিক বিজয়ে এ শব্দ গুচ্ছ ব্যবহার করা হচ্ছে। ১৬৮৩ সালে অটোমান সুলতান চতুর্থ মেহমেদের বিরুদ্ধে ভিয়েনা যুদ্ধে বিজয়ী হয়ে পোল্যান্ডের রাজা তৃতীয় জন সোবায়েস্কি এ ভাবাবেগপূর্ণ বাক্য ব্যবহার করেন। তবে তিনি লিখেছিলেন, ভেনিমাস, ভিডিমাস, ডিইউস ভিসিট (আমরা এলাম, আমরা দেখলাম এবং ঈশ্বর বিজয়ী হলেন।) ২০১১ সালে লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মোয়াম্মার গাদ্দাফির মৃত্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অনুরূপ ভাষায় বলেছিলেন, আমরা এলাম, আমরা দেখলাম, তিনি মৃত্যুবরণ করলেন। 
(লেখাটি ‘সর্বকালের সেরা সুন্দরী রানী ক্লিওপেট্রা’ শিরোনামে বই থেকে নেয়া। )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফাইটার জেটের হেলমেট

বর্তমান সময়ে আধুনিক এবং নতুন প্রজন্মের যুদ্ধবিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে জেট ফাইটারের ককপিটে বসা এর পাইলটের হেল...