সময়টা ছিল মুসলিম সাম্রাজ্যের উসমানি খেলাফতের সুলতান সুলায়মানের সময়কাল। হল্যান্ডের রাজা 'স্যার থমাস মোর' বা 'ছোট হ্যান্স হুলব্যান' শুনতে পেলেন, হল্যান্ডের উপর আক্রমণের উদ্দেশ্যে স্পেন সম্রাট তার বিশাল সেনাবাহিনীকে হল্যান্ড অভিমুখে যাত্রার নির্দেশ দিয়েছেন। খবরটা হল্যান্ড রাজাকে হতবিহবল করে দেয়। আচমকা এ হামলার মোকাবিলা করার সামর্থ্য না থাকায় হল্যান্ড রাজা উসমানি খেলাফতের ভূমিতে অবস্থানরত তাদের রাষ্ট্রদূতের কাছে চিঠি লিখলেন। চিঠিতে তিনি সুলতান সুলায়মানের কাছে মাত্র চল্লিশজন উসমানি সেনা পাঠানোর জন্য সাহায্য কামনা করলেন।
-
চিঠিটা পেয়েই দূত অতি দ্রুত ইস্তাম্বুল অভিমুখে রওয়ানা হল। রাজমহলে পৌঁছেই সে মহাপ্রতাপধর সম্রাট, খলিফাতুল মুসলিমিন সুলতান সুলায়মানের সাক্ষাৎ চাইলো। রাজমহলের বাগানে এসে চিঠিটা সে সুলতানের উজিরে আজম ইবরাহিম পাশার হাতে দিল।
-
সুলতান সুলায়মান উজিরে আজমকে চিঠি পড়তে আদেশ করলেন। উজিরে আজম পড়তে লাগলেন—
-
"হল্যান্ড সম্রাটের পক্ষ থেকে উসমানি সুলতানের প্রতি! আপনি যদি অনুগ্রহপূর্বক আমাকে আপনার বিশেষ বাহিনী থেকে মাত্র চল্লিশজন সেনা প্রদান করেন, তাহলে আমি আপনাকে বার্ষিক ১৬ হাজার লিরা (তখনকার মুদ্রা) কর প্রদান করব। আপনি কি তা চান না?"
-
উজিরে আজম ইবরাহিম পাশা চিঠি পড়া শেষ করে নিজে থেকে এই পরামর্শ দিলেন, "জাহাপনা! উসমানি সেনাবাহিনী থেকে বাছাই করে চল্লিশজন 'জেনোসারি' সৈন্য পাঠিয়ে দিন। তাহলে বার্ষিক ১৬ হাজার লিরা কর হিসেবে পাবেন, যা উসমানি কোষাগারে অনেক কল্যাণ বয়ে আনবে।"
-
উজিরে আজমের পরামর্শ শুনে সুলতান সুলায়মান বললেন, 'আগামীকাল আমি পত্রের জবাব দিব৷ সে পর্যন্ত আমাকে ভাবতে দাও।' পরদিন সকাল হলে দূত সুলতানের কাছে এসে হাজির। সুলতান তার দিকে বাড়িয়ে দিলেন একখানা চিঠি। দূত চিঠি খুলে পড়তে শুরু করল। চিঠি পড়া শেষ হলে রাষ্ট্রদূত একেবারে চুপ মেরে বসে রইল। তার মুখ দিয়ে কোন শব্দ বের হচ্ছিল না। সে বড় বড় চোখে কেবল সুলতানের দিকে তাকাচ্ছিল।
-
সুলতান তার আশ্চর্যের পরিধি অনুভব করতে পেরে বললেন, 'এখানে আশ্চর্য হওয়ার কিছুই নেই। যাও, তোমার সম্রাটকে গিয়ে বলবে, তিনি যেন চিঠিতে উল্লেখিত পন্থা অনুসরণ করেন। এরপরই না ফলাফল দেখতে পারবেন।' চিঠিতে লেখা ছিল—
-
"তিন মহাদেশের শাসক মহান সুলতান সুলায়মানের পক্ষ থেকে হল্যান্ড সম্রাটের প্রতি!
-
আপনাকে আমার বিশেষ চল্লিশজন 'জেনোসারি' সৈন্য প্রদান করবো না, বরং আমি আমার চল্লিশজন জেনোসরি সৈন্যের যুদ্ধের পোশাক প্রেরণ করব। এসব পোশাক আপনি আপনার চল্লিশজন সৈন্যকে পরিয়ে দিবেন। দেখবেন স্পেনিশরা কীভাবে পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করে।"
-
তাই করেছিলেন হল্যান্ডের সম্রাট। আক্রান্ত হবার আগেই তিনি তার বিশেষ চল্লিশজন সৈন্যকে উসমানি বাহিনীর জেনোসারি সৈন্যের যুদ্ধের পোশাক পরিয়ে দেন। অতঃপর এই চল্লিশজনকে সম্মুখের কাতারে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখেন।
-
যুদ্ধের ময়দানে যখন স্পেনিশরা হল্যান্ড সৈন্যদের সামনের কাতারে উসমানি 'জেনোসারি' সৈন্য দেখে একেবারে ভড়কে যায়। হল্যান্ড বিজয় করার জন্য যে মনোবল নিয়ে তারা এসেছিল, তা মুহূর্তেই উবে যায়! কালবিলম্ব না করে তৎক্ষনাৎ মাঠ ছেড়ে স্পেনের পথে পলায়ন করে ওই কাপুরুষরা!
-
স্পেনিশ সৈন্যরা তাদের দেশে পৌঁছে যাওয়ার পর হল্যান্ড সম্রাট একটি সিন্ধুকের ভিতর তিন বছরের বার্ষিক করসহ চল্লিশটা যুদ্ধের পোশাক ফেরত পাঠালেন সুলতান সুলায়মানের দরবারে।
---------------------------------------------
সূত্রঃ উসমানি খেলাফতের স্বর্ণকণিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন