বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

ইয়াতাগান

ইয়াতাগান এক ধরনের তুর্কী তলোয়ার যা ১৬ থেকে ১৯ শতকের শেষ পর্যন্ত তুর্কী মুসলিমরা ব্যবহার করে এসেছে। এই ইয়াতাগান তলোয়ারের ধার এতই যে আধুনিক কোন ব্লেড এই তলোয়ারের আঘাতে ২ টুকরো হয়ে যাবে। একেকটি ইয়াতাগান ৬০ থেকে ৭০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। 
ইয়াতাগানগুলোর গায়ে খুদাই করা হত মহান আল্লাহর নাম বা নবীজীর প্রতি দরুদ শরীফ খোদাই করা থাকত। 
মহান উসমানীয় সালতানাতের এলিট ফোর্স জেনিসারীরা এই ইয়াতাগান ব্যবহার করতো।
--সংগ্রহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফাইটার জেটের হেলমেট

বর্তমান সময়ে আধুনিক এবং নতুন প্রজন্মের যুদ্ধবিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে জেট ফাইটারের ককপিটে বসা এর পাইলটের হেল...