ইনিই সেই বিখ্যাত মেজর (অবঃ) আনোয়ার হোসেন। পুরো একটা জেনারেশনকে যিনি ইন্সপায়ার্ড করে গিয়েছেন তার লেখা 'হেল কমান্ডো' বইটা দিয়ে।
এদেশে এমন একটা ছেলেও নাই যে কিনা 'হেল কমান্ডো' বই পড়েছে অথচ জীবনে একবারের জন্যে হলেও কমান্ডো হবার স্বপ্ন দেখে নি। এই একটা বইয়ের মধ্য দিয়েই স্যার হাজারো কিশোরের স্বপ্নে বেচে থাকবেন আজীবন।
(বুকের ডান পাশে সেই সম্মানের এস এস জি ব্রেভেট)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন