বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

মেজর (অবঃ) আনোয়ার হোসেন

ইনিই সেই বিখ্যাত মেজর (অবঃ) আনোয়ার হোসেন। পুরো একটা জেনারেশনকে যিনি ইন্সপায়ার্ড করে গিয়েছেন তার লেখা 'হেল কমান্ডো' বইটা দিয়ে। 

এদেশে এমন একটা ছেলেও নাই যে কিনা 'হেল কমান্ডো' বই পড়েছে অথচ জীবনে একবারের জন্যে হলেও কমান্ডো হবার স্বপ্ন দেখে নি। এই একটা বইয়ের মধ্য দিয়েই স্যার হাজারো কিশোরের স্বপ্নে বেচে থাকবেন আজীবন।

(বুকের ডান পাশে সেই সম্মানের এস এস জি ব্রেভেট)

© - Collected Info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফাইটার জেটের হেলমেট

বর্তমান সময়ে আধুনিক এবং নতুন প্রজন্মের যুদ্ধবিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে জেট ফাইটারের ককপিটে বসা এর পাইলটের হেল...